উত্তর দিয়েছেন: Yasir Alam
রানার বাইকে কিস্তি ও EMI সুবিধাসমুহ
রানার তাদের এক্সকুলুসিভ অফারের জন্য জনপ্রিয় পাশাপাশি তারা নিজস্বভাবে তাদের সকল বাইকের সাথে কিস্তি সুবিধা দিয়ে থাকে। আপনারা চাইলে ১৪০টিরও অধিক শো রুম এর যে কোন একটি রানার অথোরাইজড শোরুম থেকে পছন্দের রানার বাইক কিস্তি সুবিধার মাধ্যেম কিনতে পারেন।
রানার এর কিস্তি ও EMI সুবিধা নিম্নে আলোচনা করা হল
• রানার তাদের বিদ্যমান সকল বাইকের সাথে কিস্তি সুবিধা দিয়ে থাকে।
• ডাউন পেমেন্টের ক্ষেত্রে রানার এর বাইক মডেল অনুযায়ী ৩০% থেকে ৫০% পর্যন্ত হতে পারে।
• ৩০% ডাউন পেমেন্টের ক্ষেত্রে ১.২% হারে ইন্টারেস্ট এবং ৫০% ডাউন পেমেন্টের ক্ষেত্রে ১% হারে ইন্টারেস্ট পরিশোধ করতে হবে।
• ডাউন পেমেন্ট বাদে অবশিষ্ট পেমেন্ট ২৪ মাসের EMI কিস্তিতে পরিশোধ করতে হবে।
• বর্তমানে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে কিস্তির টাকা পরিশোধের সুবিধা পাবেন।
কিস্তি সুবিধার জন্য প্রয়োজনীয় কাগজপ্ত্র
• জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
• ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
• বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
• ২ জন গ্যারেন্টর
• ব্যাংক চেকের ফটোকপি
Runner বাইকের আপডেট প্রাইস, স্পেসিফিকেশন ও শো-রুম এর বিস্তারিত জানতে ভিজিট করুন রানার অফিসিয়াল ওয়েবসাইটে
উত্তরটি জানা আছে? ঝটপট লিখে ফেলুন :)
- night radar 18 month intarest price
- Runner Knight rider bike ta kemn r koto kilo jai
- Runner knighrider ২৪ মাসের কিস্তি তে দাম কত? ও মিনিমাম কত জমা দিতে হবে...?
- বাইকের পিছনে লাইট টা কোথায় পাওয়া যাবে
- আমার গাড়ির সামনের মাট গার্ড ভেঙে গেছে, চট্টগ্রামে কোথায় পাবো এবং দাম কতো?