Yamaha Banner
Search

lifan কি কিস্তিতে পাওয়া যাই নাকি একটু জানাবেন - Lifan KPR 165 EFI

lifan কি কিস্তিতে পাওয়া যাই নাকি একটু জানাবেন - Lifan KPR 165 EFI


প্রশ্ন করেছেন sultan

উত্তর দিয়েছেন: Yasir Alam
আমাদের দেশের বাজারে লিফান নিজস্বভাবে তাদের বাইকগুলোতে কিস্তি সুবিধা দিয়ে থাকে। আপনারা চাইলে লিফানের যে কোন বাইক কিস্তি সুবিধার মাধ্যমে কিনতে পারেন।

লিফানের কিস্তি সুবিধাসমুহ হল

নিম্নক্ত ব্যাংক ও ফাইন্যান্স কর্পোরেশন এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ১২মাসের ০% ইন্টারেস্টে EMI সুবিধায় আপনি লিফান বাইক খুব সহজেই কিনতে পারবেন-
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথথেস্ট ব্যাংক লিমিটেড এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

EMI বিস্তারিত

• ব্রাক ব্যাংকের ক্রেডিট কার্ড – ০% ইন্টারেস্ট সাথে ৬ মাসের EMI।
• ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড - ০% ইন্টারেস্ট সাথে ৬ মাসের EMI।
• সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড - ০% ইন্টারেস্ট সাথে ৬ মাসের EMI।
• লংকা বাংলা ফাইনান্স ক্রেডিট কার্ড - ০% ইন্টারেস্ট সাথে ৬ মাসের EMI।
ক্রেডিট কার্ড ছাড়াও বাইক লোন সম্ভব। সেজন্য আপনাকে সরাসরি রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর সাথে কথা বলতে হবে।
এছাড়াও City Bank বাইক লোনের মাধ্যমে লিফান বাইক কিনতে পারবেন।
City Bank বাইক লোনের বিস্তারিত
• লোনের পরিমান ১০,০০,০০০ টাকা পর্যন্ত । এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফী সহ ৮০% টাকা গ্রহন করতে পারবেন। ( মহিলাদের জন্য রেজিস্ট্রেশন ফী সহ ১০০% টাকা গ্রহন করতে পারবেন)
• কিস্তির সময়সীমা ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত
• মহিলাদের জন্য স্পেশাল ইন্সটলমেন্ট ও প্রেসেসিং ফী একদম ফ্রী সুবিধা রয়েছে।
• এক এর অধিক বাইক কেনার সুযোগ
• সিটি ব্যাংকের FDR এর বিপরিতে ৯০% লোন
• বয়সের সময়সীমা ২১-৬৫ বছর

নুন্যতম অভিজ্ঞতা

• বেতনভুক্ত ব্যাক্তির জন্য ১ বছর
• ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও প্রেফেশনাল এর জন্য ১ বছর
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ৬ মাস
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ৬ মাস

নুন্যতম আয়

• City Bank স্টাফ বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১২,০০০ টাকা।
• অ্যাকাউন্টে টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১৫,০০০ টাকা।
• নগদ টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ২০,০০০ টাকা।
• ব্যবসায়ী, প্রফেশনাল , বাড়িওয়ালা/ বাড়ির মালিক এর জন্য ২৫,০০০ টাকা।
• ফ্রিল্যান্সার এর জন্য ৩০,০০০ টাকা।
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ১৫,০০০ টাকা।
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ২০,০০০ টাকা।

সিটি ব্যাংক লোনের জন্য যা যা দরকার

সার্ভিস হোল্ডারদের জন্য

• জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
• E-TIN সার্টিফিকেট এর ফটোকপি।
• ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে স্বাক্ষর।
• বেতনের সার্টিফিকেট/ পে স্লিপ
• ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
• বিজনেস কার্ড এর ফটোকপি অথবা অফিস আইডি ।

ব্যবসায়িরদের জন্য

• জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
• E-TIN সার্টিফিকেট এর ফটোকপি।
• ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে স্বাক্ষর।
• সদ্য ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
• ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের।
• বিজনেস কার্ড এর ফটোকপি অথবা অফিস আইডি ।
জনপ্রিয় বাইক Lifan KP 165 এখন কিনতে পারবেন ৩৬ মাস পর্যন্ত EMI সুবিধায় 0% ইন্টারেস্টে!

শুধুমাত্র Lifan KP 165 মডেলের জন্য

• EMI সুবিধা পাওয়া যাবে নিম্নে উল্লিখিত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে
• ইস্টার্ন ব্যাংক লিমিটেডঃ ১ বছর পর্যন্ত 0% ইন্টারেস্টে EMI সুবিধা
• সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডঃ ৩ বছর পর্যন্ত 0% ইন্টারেস্টে EMI সুবিধা
• ব্র্যাক ব্যাংকঃ ২ বছর পর্যন্ত 0% ইন্টারেস্টে EMI সুবিধা
• লংকা বাংলাঃ ১ বছর পর্যন্ত 0% ইন্টারেস্টে EMI সুবিধা
EMI এর ক্ষেত্রে সম্পুর্ন ইন্টারেস্ট রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বহন করবে এবং গ্রাহককে কোন প্রকার ইন্টারেস্ট চার্জ করা হবে না।

উত্তরটি জানা আছে? ঝটপট লিখে ফেলুন :)

More Ask Question of Lifan KPR 165 EFI

- bd price

- কে পি আর 165 cc টুইন হেডলাইট করা হবে কি

- Kpr 165 twin headlight chai

- Kpr 165 cbs ba fi version er original bhp koto? Ekek site a ekek rokom dekhacche! 16.8 bhp kothai r 12.5 bhp kothai?

- Apnader shorum kothay ami black color ta nibo

- Aonader sorum ta kothay

- বিবারিয়ায় শোরুম আছে

- Dinajpur or er near showroom kothai?

- lifan kpr 165r fi বাইকটি ক্রয় করার ক্ষেত্রে কি কোন কিস্তি সুযোগ সুবিধা রয়েছে ?

- lifan kpr 165r fi বাইকটি ক্কিরয় করার ক্ষেত্রে কোন কিস্তির সুযোগ সুবিধা রয়েছে?

- lifan kpr 165r fi বাইকটি ক্কিরয় করার ক্ষেত্রে কোন কিস্তির সুযোগ সুবিধা রয়েছে?

- Lifan kpr 165 R fi ta abs hola khub valo hoi. Apnara ai byk tai parla abs breaking styeam koran

- Lifan kpr 165. এর মূল্য কত এবং জামালপুর পাওয়া যাবে কিনা?

- আমিLifan kpr 165 fi বাইক টাকিনতে ছাই বাইক টার সারভিস কেমনহবে বাইকটা কিস্তি তে নেয়া জাবে অথবা কিছু ডাউন পেমেন্ট দিব 150.000 বাইকটাতে কোনো অফার আছেনাকি

- I’m looking for spares parts

- Lifan kpr jashore a pawya jaba

- lifan কি কিস্তিতে পাওয়া যাই নাকি একটু জানাবেন

Features Reviews

Filter