উত্তর দিয়েছেন: Yasir Alam
রানার বাইকে কিস্তি ও EMI সুবিধাসমুহ
রানার তাদের এক্সকুলুসিভ অফারের জন্য জনপ্রিয় পাশাপাশি তারা নিজস্বভাবে তাদের সকল বাইকের সাথে কিস্তি সুবিধা দিয়ে থাকে। আপনারা চাইলে ১৪০টিরও অধিক শো রুম এর যে কোন একটি রানার অথোরাইজড শোরুম থেকে পছন্দের রানার বাইক কিস্তি সুবিধার মাধ্যেম কিনতে পারেন।
রানার এর কিস্তি ও EMI সুবিধা নিম্নে আলোচনা করা হল
• রানার তাদের বিদ্যমান সকল বাইকের সাথে কিস্তি সুবিধা দিয়ে থাকে।
• ডাউন পেমেন্টের ক্ষেত্রে রানার এর বাইক মডেল অনুযায়ী ৩০% থেকে ৫০% পর্যন্ত হতে পারে।
• ৩০% ডাউন পেমেন্টের ক্ষেত্রে ১.২% হারে ইন্টারেস্ট এবং ৫০% ডাউন পেমেন্টের ক্ষেত্রে ১% হারে ইন্টারেস্ট পরিশোধ করতে হবে।
• ডাউন পেমেন্ট বাদে অবশিষ্ট পেমেন্ট ২৪ মাসের EMI কিস্তিতে পরিশোধ করতে হবে।
• বর্তমানে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে কিস্তির টাকা পরিশোধের সুবিধা পাবেন।
কিস্তি সুবিধার জন্য প্রয়োজনীয় কাগজপ্ত্র
• জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
• ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
• বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
• ২ জন গ্যারেন্টর
• ব্যাংক চেকের ফটোকপি
Runner বাইকের আপডেট প্রাইস, স্পেসিফিকেশন ও শো-রুম এর বিস্তারিত জানতে ভিজিট করুন রানার অফিসিয়াল ওয়েবসাইটে
উত্তরটি জানা আছে? ঝটপট লিখে ফেলুন :)
- রানার বোল্ট ভালো হবে নাকি লিফান কেপিআর ভালো হবে?
- Ami cox's bazar theke Runner Bolt bike ti kistite nite cacchi...kibhabe neoa jabe ekto bolben???
- রানার বোল্ট নেওয়াটা কি ভালো ডিসিশন হবে? আর পার্টস এর দাম কেমন?
- আসসালামু আলাইকুম ভাই। bolt 165 এটার down premant কত দিতে হবে। জানতে পারি প্লিজ
- Apnader instalment system ki janaben plz