উত্তর দিয়েছেন: Yasir Alam
বাজাজ বাইকে কিস্তি সুবিধা
বাংলাদেশের ৬৪ জেলার আনাচে কানাচে মাকড়শার মত বিসৃত হয়ে আছে বাজাজ শো-রুম। আপনি চাইলে বাজাজ বাইক কিস্তিতে কিনতে পারবেন।
বাজাজ বাইকের কিস্তি সুবিধাগুলো হল
•বাজাজ বাইকের সাথে অফিশিয়াল্ভাবে কোন কিস্তির সুবিধা নেই কিন্তু সম্মানিত ডিলাররা তাদের নিজস্ব সক্ষমতা ও বিবেচনার মাধ্যমে নিজ দায়িত্বে কিস্তি দিতে পারে।
•বাজাজ বাইকের সম্মানীত ক্রেতারা City Bank এবং Prime Bank এর কাছে বাইক লোনের জন্য আবেদন করতে পারেন । এক্ষেত্রে ব্যাংক তার নিজস্ব পদ্ধতি ও নিয়ম অনুসরণের মাধ্যমে কিস্তি সুবিধা দিতে পারেন।
City Bank বাইক লোনের বিস্তারিত
•লোনের পরিমান ১০,০০,০০০ টাকা পর্যন্ত । এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফী সহ ৮০% টাকা গ্রহন করতে পারবেন। ( মহিলাদের জন্য রেজিস্ট্রেশন ফী সহ ১০০% টাকা গ্রহন করতে পারবেন)
•কিস্তির সময়সীমা ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত
•মহিলাদের জন্য স্পেশাল ইন্সটলমেন্ট ও প্রেসেসিং ফী একদম ফ্রী সুবিধা রয়েছে।
•এক এর অধিক বাইক কেনার সুযোগ
•সিটি ব্যাংকের FDR এর বিপরিতে ৯০% লোন
•বয়সের সময়সীমা ২১-৬৫ বছর
নুন্যতম অভিজ্ঞতা
• বেতনভুক্ত ব্যাক্তির জন্য ১ বছর
• ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও প্রেফেশনাল এর জন্য ১ বছর
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ৬ মাস
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ৬ মাস নুন্যতম আয়
• City Bank স্টাফ বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১২,০০০ টাকা।
• অ্যাকাউন্টে টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১৫,০০০ টাকা।
• নগদ টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ২০,০০০ টাকা।
• ব্যবসায়ী, প্রফেশনাল , বাড়িওয়ালা/ বাড়ির মালিক এর জন্য ২৫,০০০ টাকা।
• ফ্রিল্যান্সার এর জন্য ৩০,০০০ টাকা।
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ১৫,০০০ টাকা।
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ২০,০০০ টাকা।
এছাড়াও আপনারা Prime Bank এর কিস্তি সুবিধার মাধ্যমে বাজাজ এর বাইক কিনতে পারবেন।
বাজাজ বাইকের আপডেট প্রাইস, স্পেসিফিকেশন ও শো-রুম এর বিস্তারিত জানতে ক্লিক করুন।
উত্তরটি জানা আছে? ঝটপট লিখে ফেলুন :)