2022-07-05
Views: 352
Bikers Of Jhalokathi
আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার রাব্বি, "বাইকার্স অফ ঝালকাঠী" এর ফাউন্ডার & এডমিন। আজকে শেয়ার করবো গ্রুপ প্রতিষ্ঠা,পরিচালনা, চড়াই-উতরাই ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে।
প্রতিষ্ঠা
ঝালকাঠি জেলায় ২০১৯ সালের পূর্বে কোনো বাইকিং গ্রুপ ছিলনা। হঠাৎ মাথায় এলো সময় এসেছে পরিবর্তন এর,আর পিছিয়ে থাকা যাবেনা। দেশ ও দশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।যেই ভাবনা সেই কাজ। ২০১৯ এর অক্টোবর এর ০৮ তারিখ প্রথম পথচলা শুরু হয় আমাদের "বাইকার্স অফ ঝালকাঠি" এর। শুরু থেকে পথচলা মোটেও সহজ ছিলোনা, নানা বাধা-প্রতিকূলতা পার হতে হচ্ছিলো। পরিসরে ছোট জেলা হিসেবে বিভিন্ন প্রশাসনিক বাধাও পেরিয়ে যেতে হয়েছে। সৎ সাহস ও উদ্দীপনা নিয়ে আস্তে আস্তে সব কিছুর মুখোমুখি হয়ে আজও আমাদের এই ছোট্ট পরিবার টা এগিয়ে চলছি সামনের দিকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেএ গ্রুপের সিনিয়র ও চিফ এডমিন টিটু তালুকদার এর কাছে, আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সৈয়দ শাহেদ, সাফাত আমান, গ্রুপের এডমিন প্যানেল ও আমাদের সকল সম্মানিত সদস্যদের কাছে। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ আমাদের এই পরিবার।
বিবিধ কর্মকান্ড
আমাদের পরিবার শুধু গেট টুগেদার, ট্যুর, ইভেন্ট এ সীমাবদ্ধ নেই। দেশের ক্রান্তিলগ্নে আমরা ঝাপিয়ে পরেছি মানবসেবায়।
*অসহায় মানুষকে সাহায্য প্রদাণ
*করোনার সময়কালীন ২০০+ পরিবারকে সাপ্তাহিক বাজার প্রদাণ।
* ঈদে দারিদ্রসীমার নিচে থাকা মানুষকে ঈদ সামগ্রী বিতরণ।
*ঘরছাড়া ও রাস্তায় ঘুমানো মানুষের মাঝে ঈদ পরবর্তী সময়ে শুভেচ্ছা খাবার বিতরন।
* করোনার সময়কালে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন উদ্দ্যোগ, মাস্ক ও সেনিটাইজার বিতরন, যানবাহনে জীবানুনাশক স্প্রে বিতরন ছিল আমাদের কাজের অংশ।
ট্যুর ইভেন্ট
বিশেষ করে কাজের ব্যাস্ততার কারনে খুব বেশি ট্যুর বা ইভেন্ট আয়োজন করতে পারিনি। তবে স্বল্প কিছু করেছিলাম, তা নিম্নরুপঃ
*খুলনা ডে লং ট্যুর
*হরিনপালা ডে লং ট্যুর
*কুয়াকাটা ট্যুর
*বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ডে লং ট্যুর
আর ইভেন্ট বলতেঃ
১.বাইক & বাইকার ইভেন্ট
২. গ্রুপের ১ম বর্ষপূর্তি (যেটা অনেক বৃহৎ পরিসরে আয়োজন করেছিলাম)
বর্তমান পরিস্থিতি
বর্তমানে এক্টিভিটি কম কিছুটা। ছোট শহর, বিভিন্ন রাজনৈতিক ইস্যু, এডমিন প্যানেল এর অধিকাংশ কর্মব্যস্ত থাকার কারনে কোনো ইভেন্ট বা ট্যুরের আয়োজন করা হচ্ছেনা অনেক দিন।
তবে সবকিছু আবার স্বাভাবিক হবে, অনেক ভালো সময় কাটবে, অনেক ট্যুর-ইভেন্ট হবে আবার ইনশাআল্লাহ।
বিঃ দ্রঃ আমাদের গ্রুপের পরিধি কম, সদস্য সংখ্যা কম। তবুও চেষ্টা করি ভালোকিছু করার। কোনো মানুষ ই ভুলের উর্ধে নাহ। ভুলত্রুটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
ধন্যবাদ। সবার ভালোবাসা কাম্য।
Group Contact |
Shahariar Rabby - 01846854580 |