Yamaha Banner
Search

Bikers Of Mymensingh (BoM Biker)

2022-04-05
Views: 499

Bikers Of Mymensingh (BoM Biker)


ময়মনসিংহ বাংলাদেশের বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। এই জেলার রয়েছে দূর দূরান্ত থেকে আগত বাইকারদের জন্য অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। এই জেলায় বাইকারদের স্বাগত জানানোর জন্য রয়েছে একটি জনপ্রিয় ও সবার পরিচিত বাইকিং গ্রুপ যার নাম Bikers Of Mymensingh (BoM Biker) । এই বাইকিং গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করে ৪ই ফেব্রুয়ারী ২০১৭ সালে। তখন থেকে গ্রুপের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে BoM Biker । এই বাইকিং গ্রুপটি পরস্পরের প্রতি সম্মান রেখে বাইকিং ও সামাজিক কাজে একতাবদ্ধ হয়ে কাজ করে এবং সম্প্রতি তারা রোড সেফ্টি ও ট্রাফিক আইন মেনে চলা নিয়ে কাজ করেছে। তাদের আগামী কার্যক্রম হিসেবে আছে বাইকার সুযোগ সুবিধা ও সামাজিক উন্নয়ন মুলক কাজে অংশগ্রহণ। Bikers Of Mymensingh (BoM Biker) এর মূল অভিপ্রায় হল অঞ্চলভিত্তিক ময়মনসিংহ বিভাগের সমস্ত বাইকের দের একসাথে কাজ করার প্রয়াস ও দেশ,আন্তর্জাতিক বাইক রাইডিং সহজ করা সেইসাথে দেশের সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা।রুটে চলাচলের সেফটি অবলম্বন করা ও ট্রাফিক আইন মেনে চলা। আপনারা চাইলের তাদের গ্রুপের যারা মূল ভুমিকায় রয়েছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
Group Contact Jit Biddut 01714529672
Touhid Bappy 01913901597


Filter