Yamaha Banner
Search

Bikers Of Sherpur

2022-10-01
Views: 185

Bikers Of Sherpur


প্রিয় বাইকারগন,
"Bikers Of Sherpur(BOS)" গ্রুপে আপনাকে সু-স্বাগতম।
এটি মূলত একটি পাবলিক বাইকিং গ্রুপ। উক্ত গ্রুপটি শেরপুর জেলার অধীনস্থ, যা শেরপুর জেলা থেকে পরিচালিত। এখানে সবাই যার যার মতো করে বাইকিং নিয়ে নিজেদের ট্যুর অভিজ্ঞতা, বাইকের সাথে নিজের ছবি-ভিডিও পোস্ট করতে পারবেন।যেহেতু এটি বাইকিং গ্রুপ, কাজেই বাইকিং সম্পর্কিত ছাড়া অন্য কোন বিষয়ে পোস্ট করা সম্পূর্ণরুপে নিষেধ। এখানে আপনি বাইক ক্রয়-বিক্রয় বিজ্ঞপ্তিও দিতে পারবেন। তবে বাইক ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোন ব্যাপারে কেউ হয়রানি বা প্রতারণার শিকার হলে এর দ্বায়ভার সম্পূর্ণ নিজের, এতে BOS প্যানেল কোন ভাবেই দায়ী থাকবে না।

"Bikers Of Sherpur(BOS)" এর লক্ষ্যঃ
• গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে বৃহত্তর পর্যায়ে অবহেলিত শেরপুর জেলার পরিচিতি আরও বাড়ানো এবং সেই সাথে শেরপুর জেলাসহ(শ্রীবরদি, ঝিনাইগাতি, নকলা, নালিতাবাড়ি, শেরপুর সদর) দেশের সকল বাইকার ভাইদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করা।
• বাইকিং নিয়ে বিস্তর অভিজ্ঞতা, নানা সমস্যা এবং জানা-অজানা বিষয়ে পোস্ট করা।
• অন্য জেলার বাইকার ভাই/বোন শেরপুরে ট্যুরে আসলে তাদের সর্বাত্মক সময় দেওয়া ও নিরাপদ ভ্রমনে সাহায্য করা।
• ট্রাফিক যাবতীয় রুলস নিজে মেনে চলা এবং অন্যকে মেনে চলতে উৎসাহিত করা।
• নিরাপত্তা সামগ্রী(ফুল ফেইস হেলমেট, বুট, গ্লাবস, সেফটি জ্যাকেট, এলবো গার্ড ও নি-গার্ড) পরিধান করে নিজে বাইক চালানো এবং অন্যকে উৎসাহিত করা।
• বাইকার ভাই/বোনদের বিপদে এগিয়ে আসা এবং নিজ নিজ অবস্থান থেকে যথাসম্ভব সাহায্য করা।

"Bikers Of Sherpur(BOS)" এর বর্জনীয় বিষয়ঃ
• বাইকিং রিলেটেড ছাড়া অন্য কোন বিষয়ে পোস্ট করা হলে।
• রাজনৈতিক কথাবার্তা বা বিতর্কিতমূলক ক্যাপশন দিয়ে পোস্ট করা হলে।
• কুরুচিপূর্ণ ভাষা ও গালিগালাজ করা হলে।
• বীভৎস, আপত্তিকর ছবি প্রকাশ করা হলে।
• অন্য কোন ফেইসবুক পেইজ, গ্রুপ কিংবা ওয়েবসাইট লিংক প্রমোট করা হলে।

গ্রুপের প্রত্যেকের জন্য নোটিশঃ
এই গ্রুপের প্রতিটি পোস্ট হচ্ছে স্বতন্ত্র, কাজেই এর সাথে "Bikers Of Sherpur(BOS)" এর মোডারেটর ও এডমিন প্যানেলের কোন সম্পৃক্ততা নেই। কারণ প্রত্যেকটি পোস্ট যার যার ব্যক্তিগত আইডি থেকেই করা হয়ে থাকে।
নিজের দায়িত্বহীন কাজের জন্য দ্বায়ভার নিজের থাকবে, কোনক্রমেই গ্রুপের প্যানেল বহন করবেন না।
উল্লেখিত বিষয় সমূহের ব্যত্বয় করলে BOS প্যানেল কোন প্রকার নোটিশ ছাড়াই যে কাউকে ব্যান করতে পারবেন।
"Wear Helmet, Be Safe"
"BOS"
ধন্যবাদান্তে-
মোডারেটর & এডমিন প্যানেল
Group Contact Ariful Islam Rony, Founder Admin, BOS
01990816464

Abuhoraira Shamim, Admin, BOS
01718165694


Filter