বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার অন্যতম উপজেলা আমাদের এই বোয়ালখালী। Drive Slowly and Go Home Safely এই স্লোগানের সাথে আমরা সর্বোচ্চ নিরাপদ বাইক রাইডিং নিশ্চিত করার লক্ষ্যে, সর্বদা সহযোগিতামূলক মনোভাব পূষণ করে, সকল বাইকার ভাইদের প্রতি ভালোবাসার সম্পর্ক গড়ে,নানা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ ও ভ্রমণ প্রিয় বাইকারদের নিয়েই আমাদের "Boalkhali Bike Riderz (BBR) গ্রুপ গঠিত।
তা ছাড়াও Boalkhali Bike Riderz (BBR) পরিবার বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমে লিপ্ত থাকে যেমন-
• যেকোনো রোগীর জন্য আমাদের বাইকিং পরিবারের সদস্যরা রক্ত দিতে এগিয়ে যায়
• শীতার্থদের সময় মত শীতবস্ত্র বিতরণ
• রমজান মাসে ইফতার বিতরণের পাশাপাশি ঈদের জামা বিতরণ
• এতিম/পরিবারহীনদের পাশে দাঁড়ানো
• দেশের বিভিন্ন প্রাকৃতিক-অপ্রাকৃতিক দূর্যোগে পাশে দাঁড়ানো
দেশের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে আসা বাইকারদের, আমাদের সাধ্যমত সাহায্য-সহযোগিতা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দিতে সর্বদা সচেষ্ট✊
আরো আছে
নিয়মিত ট্যুর এর ব্যবস্থা, গ্রুপ ট্যুর চলাকালীন প্রতিটা বাইক নির্দিষ্ট গতিতে শৃঙ্খলা বজায় রেখে রাইডিং,রাইডার ও পিলিয়ন এর হেলমেট নিশ্চিতকরণ,রাইডারের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক ইত্যাদি নানারকম কার্যক্রমে সর্বদা সক্রিয় থাকে Boalkhali Bike Riderz (BBR) পরিবার।
বোয়ালখালী কিংবা চট্টগ্রামের যেকোনো স্থানে ট্যুর এর জন্য দেশের সকল বাইকারদের প্রতি আমন্ত্রণ রইলো Boalkhali Bike Riderz (BBR) পরিবারের পক্ষ থেকে
Group Contact
Mohammed Nokib [Founder & Admin Of BBR]
Call: 01833444462