Yamaha Banner
Search

Bogura Motorcyclist

2022-04-10
Views: 318

Bogura Motorcyclist


বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়, যা বগুড়া জেলায় অবস্থিত। এছাড়াও এই জেলায় বাইকারদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান যেখানে দূর দূরান্ত থেকে বাইকাররা এসে ঘুরে যেতে পারেন । বাইকারদের আমন্ত্রণ জানানোর জন্য এবং বগুড়ার বাইকারদের আরও সচেতন ও শৃঙ্খলাবদ্ধ করতে এই জেলার একটি বাইকিং গ্রুপ রয়েছে যার নাম Bogura Motorcyclist। ২০১৭ সালের ২৬ শে মার্চ এই বাইকিং গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং তখন থেকেই বাইকারদের আরও সজাগ করতে এই বাইকিং গ্রুপ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। Bogura Motorcyclist বাইক প্রেমীদের একটি গ্রুপ। এটি বগুড়ার প্রথম মোটরবাইকিং কমিউনিটি গ্রুপ। এই গ্রুপের উদ্দেশ্য হল বাংলাদেশের চারপাশে ঘুরে বেড়ানো এবং রাইডিং এর নিরাপত্তার বিষয়ে মানুষকে আরও সচেতন করা এবং আমরা সুযোগ পেলে সামাজিক কাজ করা। তাদের আগামী দিনের পরিকল্পনা হল সকল বাইকিং গ্রুপের ও বাইকারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলা এবং রাইডিং নিরাপত্তা বিষয়ে সচেতন করা।
Group Contact Mahbubur Rahman Zihad (founder admin)
Contact-01718109798

Sabit Shoishob (co-founder secretary)
Contact-01723989400


Filter