Yamaha Banner
Search

Gobindaganj Bike Riderz-GBR

2022-07-26
Views: 445

Gobindaganj Bike Riderz-GBR


আস সালামু আলাইকুম। সকলকে গোবিন্দগঞ্জ বাইক রাইডারস্ ( Gobindaganj Bike Riderz-GBR ) এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের আনাচে-কানাচে বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অনেক বাইকিং গ্রুপ। সকল বাইকিং গ্রুপই চেষ্টা করছে বাইকারদের জন্য কিছু করার। গোবিন্দগঞ্জ হচ্ছে উত্তরবঙ্গের, বিশেষ করে রংপুর বিভাগের হাব (Hub) এবং প্রবেশ দ্বার। তো অনেকদিন ধরেই একটা বিষয় ফিল করছিলাম যে, গোবিন্দগঞ্জ ২/১ টি বাইকিং গ্রুপ থাকলেও বাংলাদেশের বাইকিং গ্রুপগুলোকে এবং বাইকারদের ভাল মানের সার্ভিস দেয়ার জন্য একটা কোয়ালিটি সম্পন্ন বাইকিং গ্রুপ দরকার, যার একটা ছোটখাট অফিসও থাকবে। বাহিরের এলাকা থেকে বাইকাররা আসলে যেন বসা ও চা খাওয়ার জন্য একটু জায়গা পায়। সেই চিন্তা থেকেই আমরা গোবিন্দগঞ্জের বাইক লাভার কয়েকজন আলোচনায় বসি এবং যার ফলাফল হচ্ছে আজকের এই গোবিন্দগঞ্জ বাইক রাইডারস্ (Gobindaganj Bike Riderz - GBR) গ্রুপটি। এটি তৈরি করা হয় ২০২১ সালের এপ্রিল মাসের ২১ তারিখে। গ্রুপটি তৈরির পর থেকেই আমরা বাইকারদেরকে একত্র করার চেষ্টা করার লক্ষ্যে লং ও সর্ট ট্যূরের আয়োজন করি। বাইকারদের সেফটি গিয়ার পড়ার ব্যাপারে উৎসাহিত করি।

কিছু কিছু সামাজিক সচেতনতামূলক কাজও করি। গ্রুপটি তৈরির পর থেকেই আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কোয়ালিটি মেইনটেইন করার। যেজন্যই এই অল্প সময়ের মধ্যেই আমাদের গ্রুপের সদস্য সংখ্যা আজ ১৬K+ হয়েছে। সদস্য সংখ্যা বাড়ার সাথে সাথে গ্রুপের একটিভিটি মনিটরিং করা সহ সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এডমিন, মডারেটর ও উপদেষ্টা পরিষদের সংখ্যাও বাড়ানো হয়। আমরা চেষ্টা করেছি এডমিন, মডারেটর ও উপদেষ্টাদের নিয়ে একটি শক্তিশালী ডিসিশন মেকিং বডি তৈরি করার।
বর্তমানে আমাদের ডিসিশন মেকিং বডিঃ
Admin Panel:
• SAPON SARKER
• AMOL CHANDRO BARMON
• SARKER MD SOHAG
• BADHON SARKER
• HASAN MAHMUDUL
Moderator Panel:
• KHOLILUR RAHMAN
• MD Raufur Rahman Chowdhury
• RoNi Sarker Dilshad
• Naid Rintu
Advisor:
• LITON MAHMUDUL HASAN
• JELAL JILL

গ্রুপের কোয়ালিটি মেইনটেইন করার জন্য আমরা আমাদের ডিসিশন মেকিং বডিতে মোটরসাইকেল ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সরকারী চাকরিজীবী ইত্যাদি পেশার বিশেষজ্ঞদের রেখেছি। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি গ্রুপের কোয়ালিটি মেইনটেইন করার। যাতে আমাদের প্রাণের Gobindaganj Bike Riderz-GBR গ্রুপটি সকল বাইকার ও বাইকিং কমিউনিটির আস্থার স্থলে পরিনত হয়। ইতোমধ্যেই আমরা আমাদের লক্ষ্যের অনেক কিছুই অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই, বাংলাদেশের বাইকারদের জন্য কিছু করতে চাই। আর আমাদের এই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমাদের গ্রুপের সম্মানিত সদস্যরা।

পরিশেষে একটাই চাওয়া, ভাল থাকুক বাংলাদেশের সকল বাইকার ও বাইকিং গ্রুপগুলো, আমাদের সম্পর্কগুলো আরো শক্তিশালী হোক, সুসময় ফিরে আসুক বাইকিং কমিউনিটিতে, নিরাপদে বাড়ি ফিরুক সকল বাইকাররা।

লিখেছেনঃ
Hasan Mahmudul
Admin
Gobindaganj Bike Riderz (GBR)
অস্থায়ী অফিসঃ
সরকার অটোস্ এন্ড রিপেয়ারিং,
হিলি রোড, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
Group Contact • Sapon Sarker
01713-774940
Admin
Gobindaganj Bike Riderz (GBR).
• Badhon Sarker
01733-505770
Admin
Gobindaganj Bike Riderz (GBR).


Filter