Yamaha Banner
Search

Gobindoganj Bikers Club (GBC)

2022-06-21
Views: 123

Gobindoganj Bikers Club (GBC)


Safe Drive, Save a life, and always wear a helmet এই স্নোগানকে সামনে রেখে নিরাপদ বাইক রাইডিং এ সচেতনা তৈরি পারস্পরিক সহযোগিতা মূলক মনোভাব তৈরি নিয়ে কাজ করা এবং দলবদ্ধ হয়ে সুশৃংখলভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যটক স্থান ভ্রমণ করা এবং ভ্রমণ পিপাসুদের মিলনমেলা ও সাধ্যমত সামাজিক কার্যক্রমে অংশগ্রহন Gobindoganj bikers club (GBC) গ্রুপের মূল উদ্দেশ্য। গ্রুপটি ২১ সেপ্টেম্বর ২০১৯ প্রতিষ্ঠা লাভ করে ।
Gobindoganj bikers club নিয়মিত গ্রুপ ট্যুরের আয়োজন করে থাকে।গ্রুপ ট্যুরে প্রতিটা বাইক শৃঙ্খলা বজায় রেখে নিয়ন্ত্রিত গতিতে রাইডিং,রাইডার এবং পিলিয়ন উভয়ের হেলমেট পরিধান নিশ্চিতকরন এবং সেফটি ইস্যু নিয়ে অন্যান্য বিষয়গুলো বাধ্যতামূলকসহ নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখে।গ্রুপ ট্যুর এবং মিটআপের পাশাপাশি Gobindoganj bikers club বিভিন্ন সামাজিক কাজেও অংশগ্রহণ করে থাকে।
যেমন-
• দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
• এতিম অনাথ শিশুদের আর্থিক সহযোগিতা প্রদান
• প্রতি রমজান মাসে ইফতার বিতরণ
• দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তরাঞ্চলে ভ্রমনে আগত বাইকারদের বিভিন্ন বিষয়ে সাধ্যমত সহযোগিতা প্রদাণ
এছাড়াও কিছু সুন্দর ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে যা ইনশাআল্লাহ আগামীতে আপনারা জানতে পারবেন।
উত্তর অঞ্চলের সকল দর্শনীয় স্থান ভ্রমনে দেশের সকল বাইকারদের আমন্ত্রন রইলো Gobindoganj bikers club এর পক্ষ থেকে।
Group Contact Shoharab Hossain Josim-01750927932


Filter