Yamaha Banner
Search

Joypurhat Bikers Club(JBC)

2022-04-02
Views: 317

Joypurhat Bikers Club(JBC)


জয়পুরহাট বাংলাদেশের ৭ টি নিরক্ষরমুক্ত জেলার মধ্যে অন্যতম। এই জেলায় রয়েছে বাইকারদের জন্য অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান। এদিকে আকর্ষণীয় বিষয় হল যে , এই জেলার দুর-দুরান্ত থেকে ঘুরতে আসা বাইকাদের আমন্ত্রণ করার জন্য একটি বাইকিং গ্রুপ আছে যার নাম Joypurhat Bikers Club –JBC। এই বাইকিং গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করে ১৫ জানুযায়ী ২০১৮ সালে। তখন থেকেই জয়পুরহাট জেলার সকল বাইকারদের নিয়ে বিভিন্ন স্থানে ট্যুর, সামাজিক উন্নয়নমুলক কার্যক্রম এবং বাইকারদের আরও উদ্যমী করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই Joypurhat Bikers Club –JBC বাইকিং গ্রুপের মূল অভিপ্রায় হল জেলা ভিত্তিক একটি বাইকিং কমিউনিটি তৈরি করা। এই গ্রুপের আগামীর সমৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গ্রুপের এডমিন সহ অন্যান্য যারা মূল ভুমিকায় আছেন তারা। যে সকল সম্মানীত বাইকারগণ জয়পুরহাট জেলার ভ্রমণ করতে ইচ্ছুক তারা Joypurhat Bikers Club –JBC এর নিম্নোক্ত বাইকারদের সাথে যোগাযোগ করতে পারেন।
Group Contact Rinkon - 01719778257
Noman – 01722671284


Filter