Yamaha Banner
Search

Kurigram Bikers Club

2022-04-09
Views: 451

Kurigram Bikers Club


কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলায় রয়েছে ভ্রমণ পিপাসু বাইকারদের জন্য অনেক দর্শনীয় স্থান। এই জেলায় দূর দূরান্ত থেকে আগত বাইকারাদের আমন্ত্রণ জানানোর জন্য আছে একটি বাইকিং গ্রুপ যার নাম Kurigram Bikers' Club। এই বাইকিং গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করে ৩০শে অক্টোবার ২০২০ সালে। তখন থেকেই জেলার বাইকারদের দিয়ে এই গ্রুপ তাদের লক্ষ্য, উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে যাচ্ছে। কুড়িগ্রাম বাইকারস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের মাঝে সচেতনতা মূলক কাজ করে যাচ্ছে এবং মানুয়কে ট্রাফিক আইন সম্পর্কে অবগত করছে।কুড়িগ্রাম বাইকারস ক্লাব ইতিমধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করেছে তাতে বাইরের অনেক ক্লাব এবং সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আমরা চাই প্রত্যেকটি বাইকার ভাইদের বিপদে আপদে পাশে থাকতে। যেহেতু এটি একটি বাইকিং গ্রুপ তাই এই গ্রুপের মূল অভিপ্রায় হল মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে অবগত করা এবং প্রত্যেকটি বাইকার ভাইদের পাশে থাকা। বাইকিং গ্রুপের বাইরেও এই গ্রুপ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে যেমন, করোনা কালিন তৃণমূল মানুষদের সাহায্য সহ সাধারণ মানুষদের করোনা সচেতনতা ও মাস্ক বিতরণ করা, নদী ভাঙ্গন ও বন্যা কবলিত মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করা হয়েছে। যে সকল সম্মানিত বাইকার কুড়িগ্রাম জেলার ভ্রমনের জন্য আসবেন তারা যোগাযোগ করতে পারেন এই গ্রুপের মূল ভুমিকায় যারা আছেন তাদের সাথে।
Group Contact Advisor: S M Kamal
Phone- 01736119779
Founder Admin : Hosain Maruf
Phone: 01774254755


Filter