Natore Bike Riderz- NBz নাটোর সদরের একটি সুপরিচিত বাইকিং গ্রুপ, এই গ্রুপের সকল কার্যক্রম নিরাপদ বাইকিং এবং রোড সেফটি সম্পর্কিত। ২০১৩ থেকে গ্রুপটি অনানুষ্ঠানিক ভাবে ছোট পরিসরে কার্যক্রম পরিচালনা করলেও ২০১৫ সালের ১৮ মে আনুষ্ঠানিক ভাবে গ্রুপটি যাত্রা শুরু করে। এখন পর্যন্ত NBz এর ফেসবুক গ্রুপে সারা বাংলাদেশ থেকে প্রায় ৯০০০ সদস্য যুক্ত আছেন ও ফেসবুক পেজের লাইক সংখ্যা ৫ হাজারের অধিক। গ্রুপের বর্তমান কার্যক্রমের মধ্যে প্রতি সপ্তাহে এক দিন অফিসিয়াল সদস্যদের সাথে বিভিন্ন বাইকিং বিষয়ক ইস্যু ও শৃঙ্খলা বিষয়ক মিটিং করা হয়। গ্রুপের অন্যতম প্রধান কাজ বাইকিং এর মাধ্যমে নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং নাটোরে আগত অতিথি বাইকার দের আপ্যায়ন ও দর্শনীয় স্থান গুলো ঘুরিয়ে দেখানো সহ যে কোন প্রয়োজনে সাহায্য করা। বাইকিং এর বাইরে গ্রুপের প্রত্যেক সদস্য রক্তদানের সাথে জড়িত। রক্তদান, হেলমেট সহ অন্যান্য সেফটি গার্ড পরা এবং পরিমিত গতি তে বাইক চালানো ও ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে NBz প্রতিনিয়ত ভূমিকা রাখছে।গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনার ভেতর রয়েছে সামাজিক কল্যাণ ও নিরাপদ সড়কের জন্য আরো কাজ করা এবং অন্যান্য বাইকিং গ্রুপ ও বাইকার দের সাথে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করে গ্রুপের দেশব্যাপী যে সুনাম ও ভাবমূর্তি রয়েছে তা বজায় রাখা।