যমুনা নদীর কোল ঘেঁষা একটি শহর সিরাজগঞ্জ। এই শহরে বাইকারদের জন্য রয়েছে ভ্রমণ করার অনেক সুন্দর সুন্দর স্থান।পাশাপাশি সুন্দর এই শহরের মধ্যে রয়েছে একটি জনপ্রিয় বাইকিং গ্রুপ Nexus Riderz Sirajganj। এই বাইকিং গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করে ২৫শে মে ২০২০ সালে। তখন থেকেই গ্রুপের উদ্দেশ্য আরও তরান্বিত এবং বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে Nexus Riderz Sirajganj । বাংলাদেশের প্রতিটা জেলার বাইকিং গ্রুপের সাথে সু-সম্পর্ক বজায় রেখে তারা বিভিন্ন স্থানে বাইক নিয়ে ভ্রমণ করে থাকে। এদিকে তারা শুধুমাত্র বাইক ট্যুর করে ক্ষান্ত নন, তাদের মূল অভিপ্রায় হল দূরদূরান্ত থেকে সিরাজগঞ্জ আসা বাইকার ভাইদের সহযোগিতা করা এবং সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করা। এই বাইকিং গ্রুপকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা গ্রুপের এডমিন সহ সবাই চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে এই গ্রুপের মূল ভুমিকায় যারা আছেন তাদের নাম ও মোবাইল নাম্বার নিম্নে উল্লেখ করা হলো।