Yamaha Banner
Search

Pabna Bikers Club – PBC

2022-04-07
Views: 503

Pabna Bikers Club – PBC


পাবনা বাংলাদেশের অন্যতম পুরাতন জেলা। দেশের সেরা মানসিক হাসপাতাল , দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু "লালন শাহ্ সেতু", হার্ডিং ব্রিজ,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে ঘেরা এই জেলা। এই জেলা ভ্রমণ প্রীয়াসু দর্শনার্থীদের জন্য খুব উত্তম। এই জেলার সর্ব প্রথম বাইকিং গ্রুপ এর নাম " পাবনা বাইকার্স ক্লাব" । ২৭ মে ২০১৭ তে আমাদের গ্রুপ এর যাত্রা শুরু। সেই থেকেই গ্রুপটির লক্ষ্য আশেপাশের সকল বাইকার দের নিয়ে একটি কমিটি গঠন করা এবং সবাই মিলে এক সাথে কাজ করা। আলহাদুলিল্লাহ আমরা মোটামুটি সফল হতে পেরেছি। "পাবনা বাইকার্স ক্লাব" এর সর্বদা চেষ্টা ছিল এবং থাকবে সবাইকে একসাথে নিয়ে সামাজিক মূলক কাজে অংশ গ্রহণ করা। আমরা এই যাত্রায় , সঠিক রাইডিং, সেফটি গ্রার্ড, এবং হেলমেট এর প্রয়োজনীয়তা নিয়ে যেমন কাজ করেছি পাশাপাশি নিরাপদ সড়ক, নারী নির্যাতন, বৃক্ষ রোপন এর মত সামাজিক কাজেও যোগ দান করেছি। গ্রুপটির আগামীর পরিকল্পনা থাকবে নতুন রাইডার দের বাইকিং সেফটি নিয়ে অবগত করা, বাইকারদের আমন্ত্রণ জানিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান , এবং নিজ জেলার পাশাপাশি অন্যান্য জেলার বাইকিং সম্পর্কিত গ্রুপ বা ব্যাক্তিত্ব দের সাথে সুসম্পর্ক গঠন করা।
সবার কাছে থেকে দোয়া কামনা রইলো, এবং "পাবনা বাইকার্স ক্লাব " এর পক্ষ থেকে আমরা আশা করবো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গুলো সফল এর লক্ষ্যে আমরা সকলের সাধুবাদ পাবো।
পাবনা বাইকার ক্লাব
"সেফ রাইড, সেভ'স লাইভ"
Group Contact Sakib - 01706993905
Diponkar- 01719460438


Filter