Yamaha Banner
Search

Rajshahi Bikers Club- RBC

2022-03-08
Views: 550

Rajshahi Bikers Club- RBC


রাজশাহী বাইকার্স ক্লাব ( আরবিসি ) রাজশাহী জেলার স্বনামধন্য একটি বাইকিং গ্রুপ। একটি বাইকিং ক্লাব হিসেবে তাদের রয়েছে দক্ষ ও মেধাবী টিম মেম্বার এবং রাইডার। রাজশাহী জেলার বাইকারদের উৎসাহ, উদ্দীপনা ও সকল বাইকারদের একত্রিত করে এই ক্লাবের ভুমিকা অনেক রয়েছে। যারা দূর দূরান্ত থেকে বাইক নিয়ে রাজশাহীতে আসে তাদের আতিথেয়তার জন্য রাজশাহী বাইকার্স ক্লাব সদা প্রস্তুত। তারা শুধু বাইকিং নিয়েই সীমাবদ্ধ নন , বাইকিং এর পাশপাশি তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।
Group Contact Awal(Admin)
01712063105
Rahim( Secretary)
01700000001


Filter