রংপুর বিভাগ বাংলাদেশের ৮ টি প্রশাসনিক বিভাগের মধ্যে অন্যতম। Wear Helmet Ride Safely স্নোগানকে সামনে রেখে নিরাপদ বাইক রাইডিং এ সচেতনা তৈরি,বাইকিং কমিউনিটির মধ্যে ভ্রাতিত্ববোধ, পারস্পরিক সহযোগিতা মূলক মনোভাব,ভ্রমণ পিপাসুদের মিলনমেলা ও সাধ্যমত সামাজিক কার্যক্রমে অংশগ্রহন Rangpur Bike Riders(RBR) গ্রুপের মূল উদ্দেশ্য। গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করে ৫ মে ২০২০ সালে।
Rangpur Bike Riders(RBR) নিয়মিত গ্রুপ ট্যুরের আয়োজন করে থাকে।গ্রুপ ট্যুরে প্রতিটা বাইক শৃঙ্খলা বজায় রেখে নিয়ন্ত্রিত গতিতে রাইডিং,রাইডার এবং পিলিয়ন উভয়ের হেলমেট পরিধান নিশ্চিতকরন,রাইডারের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলকসহ নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখে।গ্রুপ ট্যুর এবং মিটআপের পাশাপাশি Rangpur Bike Riders(RBR) বিভিন্ন সামাজিক কাজেও অংশগ্রহণ করে থাকে।
যেমন-
• দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
• এতিম অনাথ শিশুদের আর্থিক সহযোগিতা প্রদান
• প্রতি রমজান মাসে ইফতার বিতরণ
• করোনাকালীন সময়ে মাস্ক প্রদান এবং সচেতনতা তৈরি
• দেশের বিভিন্ন প্রান্ত থেকে রংপুর ভ্রমনে আগত বাইকারদের বিভিন্ন বিষয়ে সাধ্যমত সহযোগিতা প্রদাণ