Yamaha Banner
Search

SAIDPUR BIKER’z

2022-07-25
Views: 344

SAIDPUR BIKER’z


SAIDPUR BIKER’z বাইকিং গ্রুপটি প্রতিষ্ঠিত হয় ২০২১ সালের অক্টোবার মাসে। আমাদের সৈয়দপুরে আরও বাইকিং গ্রুপ ছিলো কিন্তু তাদের মধ্যে তেমন উল্লেখযোগ্য এক্টিভিটিস না থাকার কারণে SAIDPUR BIKER’z গ্রুপটি প্রতিষ্ঠা করা হয়। আমি (আসিফ হোসেন ) আমার ব্যাক্তিগত উদ্যোগে এই গ্রুপটি করি, এই গ্রুপটির পরিচালনা করছি আমরা চারজন। এই চারজনের মধ্যে আমি বেশি বাইক ট্যুর দিয়ে থাকি।

SAIDPUR BIKER’z এর উদ্দেশ্য

এই গ্রুপটি খোলার উদ্দেশ্য হল যে, বাংলাদেশে যে বাইকিং কমিউনিটিগুলো আছে তারা যেন আমাদের এলাকায় এসে নিরাপত্তার সাথে ভ্রমণ করতে পারে এবং একটি সুসম্পর্ক তৈরি হয়। এর পাশাপাশি যারা টেকনাফ টু তেতুলিয়া ট্যুর বা আশেপাশে ট্যুর দিতে আসে তাদের থাকার জন্য ভালো মানের হোটেল, রুচিসম্মত খাবার ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাহায্য করা। মোট কথায় সৈয়দপুরে আসলে বাইকারদের ভালোভাবে আপ্যায়ন করা।
এদিকে সৈয়দপুরে লোকাল যে রাইডাররা আছে তারা অনেক সময় বাইকের কিছু কিছু বিষয় জানার জন্য প্রশ্ন করে থাকে কিন্তু যারা আমাদের দেশের স্বনামধন্য বাইকার ভাইয়েরা আছে তাদের আসলে সেগুলোর উত্তর সঠিক সময়ে দেওয়ার সুযোগ হয়ে উঠে না তাই আমরা একটি ম্যাসেঞ্জার গ্রুপ করেছি যেখানে সকল প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যেই দেওয়া হয়ে থাকে। সৈয়দপুর থেকে যদি কেউ বাইরে যায় এবং আমাদের গ্রুপ মেম্বারদের কাছ থেকে জানতে চায় কোথায় গেলে ভালো হয় ইত্যাদি, তো সেই বিষয়গুলো আমরা তাদের সাহায্য করে থাকি।

বাংলাদেশের সকল বাইকারদের আমাদের সৈয়দপুরে ঘুরতে আসার জন্য আমন্ত্রণ করা হল ।
Group Contact Asif 01711354666
Nishat 01318075275
Ashik 01746481380


Filter