আস সালামু আলাইকুম , সকলকে সিরাজগঞ্জ রাইডারস এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশের বিভিন্ন বাইকিং গ্রুপ দেখে সবসময়ই বিস্মিত হতাম। সেই সাথে আরও বিস্মিত হতাম যে আমাদের সিরাজগঞ্জ জেলায় কোন বাইকিং গ্রুপ নাই। সেই প্রেক্ষিতে আমি (শাকিলুর রহমান ) BIKERS ASSOCIATION OF SIRAJGANJ নামে ২০১৯ সালে ২৯ শে এপ্রিল এ একটি বাইকিং গ্রুপ চালু করি। সেই একই সময়ে আমার স্কুল জীবনের বন্ধু নাহিন Riders Of Sirajganj নামে আরও একটা গ্রুপ চালু করে। আমরা দুই বন্ধু একসাথে দুইটা গ্রুপ নিয়েই কাজ করে যাই। সে সময় গ্রুপের মেম্বার এড করার জন্য সর্বাত্মক সহযোগিতা করে তুষার তমাল, রবিউল ইসলাম রবি, তাসিন অনিক, বেলাল ভাই সহ অনেকেই। হঠাৎ করেই একদিন বন্ধু নাহিন আমাদের আরেক বন্ধু কবির কে আমাদের সাথে সংযুক্ত করে। সে সময় আমরা মাত্র ৫ টি বাইক নিয়ে টাঙ্গাইল জেলায় একটা ডে লং ট্যুরের আয়োজন করি। তখন Bikers Association Of Sirajganj গ্রুপে মেম্বার সংখ্যা মাত্র ৬০০+ অপরদিকে Riders Of Sirajganj গ্রুপে মেম্বার সংখ্যা ৩৫০+.। ট্যুর শেষে আমরা বেশ কিছু গ্রুপে আমাদের দুই গ্রুপকে মেনশন করে ট্যুরের পোস্ট করি। এটা দেখে বন্ধু কবির আমাদের বলে যেহেতু আমরা একসাথেই কাজ করছি তাহলে কেন দুই গ্রুপ নিয়ে কাজ করছি?? যেহেতু Bikers Association Of Sirajganj গ্রুপে মেম্বার সংখ্যা বেশি তাই এই একটা গ্রুপ নিয়েই আমরা কাজ করব। এ কথা শুনে বন্ধু নাহিন কোন দ্বিমত পোষণ করে নি। সাথে সাথে তার নিজের গ্রুপ Riders Of Sirajganj গ্রুপ আর্কাইভ করে দেয়। আমরা তখন Bikers Association Of Sirajganj গ্রুপের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করি। পরবর্তীতে ০১/০৬/২০১৯ তারিখে গ্রুপের সকল মেম্বারের ভোটে গ্রুপের নাম করা হয় Sirajganj Riders.
অনেকেই গ্রুপের ফাউন্ডার এডমিন হিসেবে আমাকে (শাকিলুর রহমান) জানলেও গ্রুপের ফাউন্ডার আমরা তিন বন্ধু।
১। শাকিলুর রহমান
২। নাহিন খান
৩। কবির।
নাহিন যদি তার গ্রুপ কে বিসর্জন না দিত তাহলে হয়তো কখনোই সিরাজগঞ্জ রাইডারস এর জন্ম হতো না।
এরপর গ্রুপে পারভেজ অক্লান্ত পরিশ্রম করে মেম্বার থেকে মডারেটর পরবর্তীতে এডমিন হিসেবে যুক্ত হয়। এছাড়াও গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তুষার তমাল, অপু আহমেদ, কামাল আহসান সেতু, সাদি সিরাজি, রায়হান খান, তানভীর হাসান সারজা, মুন্না, হাসান সহ আরও অনেকে।
এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বাইকারদের সার্বিক সময় ও গ্রুপের বিভিন্ন প্রয়োজনে আর্থিক সহায়তা করে সর্বদাই আমাদের পাশে থেকেছেন তারেক হাসান জোয়ারদার স্যার। গ্রুপের জন্য তারেক স্যারের অবদান কখনো ভোলার নয়।
সকলের ভালবাসায় বর্তমানে গ্রুপের অন্যতম কাণ্ডারী রায়হান ভাইয়ের অবদানের কথাও ভোলার নয়। আসলে সিরাজগঞ্জের প্রথম বাইকিং গ্রুপ হওয়ায় বাংলাদেশের সকলের মনে সিরাজগঞ্জ রাইডারস জায়গা করে নিয়েছে। আমাদের গ্রুপ একটা ট্যুর বান্ধব গ্রুপ। বিগত সাড়ে তিন বছরে ৩০ টিরও বেশি ট্যুর করেছি আমরা। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পন্ন করেছি। আপনাদের সকলের দোয়ায় আজ গ্রুপের মেম্বার ৩০০০০+ অতিক্রম করেছে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সকলেই একত্রিত হয়ে আপনাদের প্রিয় গ্রুপের মাধ্যমে প্রিয় জেলা সিরাজগঞ্জ ও প্রিয় জন্মভূমি বাংলাদেশ কে সকলের সামনে উপস্থাপন করতে পারি।