Yamaha Banner
Search

Tanor Bikers Club – TBC

2022-04-18
Views: 462

Tanor Bikers Club – TBC


বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত রাজশাহী শহর থেকে উত্তর দিকে মাত্র ২৫(পচিশ) কিলোমিটার দূরে তানোর অবস্থিত। শীব নদীর ধার ঘেষে তানোর এলাকাটি অবস্থিত। এলাকার যোগাযোগ রাখার জন্য রয়েছে এই শীব নদীর উপরে তানোর- মোহনপুর সিমান্ত বরাবর সুন্দর একটি ব্রিজ,এই ব্রিজ দেখার জন্য মানুষ ছুটে আসে দূর-দূরান্ত হতে।
এই তানোর উপজেলায় রয়েছে একটি বাইকিং কমিউনিটি, যার নাম তানোর বাইকারস ক্লাব(টি,বি,সি) Tanor Bikers Club – TBC । ২০২১ সালের নভেম্বর মাসের ১ তারিখ হতে আমাদের বাইকিং গ্রুপের যাত্রা শুরু হয়।এবং তখন থেকে আমাদের এই বাইকিং কমিউনিটি একের পর এক সামাজিক কাজ ও বাইক প্রেমিদের জন্য কাজ করে চলছে। এটা তানোর বাসীর ভালোবাসার ও ভালো লাগার একটি গ্রুপ।এটি তানোরের প্রথম বাইকিং কমিউনিটি। এই গ্রুপের উদ্দেশ্য হলো বাংলাদেশের চারপাশে ঘুরে দেখা এবং রাইডিং এর নিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করা।তাছাড়া আমরা সামাজিক কাজ করে থাকি,যেমনঃ শীতকালে গরিব দের মাঝে পোশাক বিতরণ, রক্ত দেয়া,অর্থ দিয়ে গরীব দের সাহায্য সহযোগিতা করা ও রোজার মাসে অসহায় দের মাঝে ইফতার বিতরণ ইত্যাদি। আমাদের আগামী দিনের পরিকল্পনা হলো সকল বাইকিং কমিউনিটির সাথে সু-সম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলা এবং সবাইকে রাইডিং নিরাপত্তা বিষয়ে সচেতনতা করা।
Group Contact President – Shamim Shah
01773775282
Vice- President - Foysal Sarker Omi
+880 1811-371112
Cashier – A: Kadir
01722-833508


Filter