![]() বর্তমান বাজারে বিভিন্ন ধরনের বাইক দেখতে পাওয়া যায়।যে গুলোর মধ্যে ক্রজার বাইক গুলো অন্যতম।কিছু বাইকারদের একটি লক্ষ্যই থাকে ক্রজার বাইক এর মালিক হওয়া। ১৯৩০ এর দিকে সর্ব প্রথম আমেরিকাতে ক্রজার বাইক গুলো তৈরি হয় এবং বাইক ইন্ডাস্ট্রিতে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।এর ইউনিক স্টাইল রাইডারদের আরও বেশি আকৃষ্ট করে। ক্রজার বাইকের সিটিং পজিশনটিও সুন্দর, মেরুদণ্ড সোজা কিংবা একটু পেছনে হেলিয়ে দিয়ে এবং পা একটু সামনে রেখে এই বাইক গুলো চালাতে হয়।সাধারণ ক্রজার বাইক গুলি সহজে রাইড করার মত করে তৈরি করা হয়।এ সব বাইকের গিয়ার শিফটিং খুব সহজ হয়।এ সব বাইকে খুব বেশি আরপিএম উৎপাদন হয় নাকিন্তু প্রচুর পাওয়ার উৎপাদন হয়।পাওয়ার ক্রজার নামে এক ধরণের ক্রজার বাইক রয়েছে যার ক্ষমতা অন্যান্য ক্রজার বাইকের তুলনায় অনেক বেশি ।এ সব বাইকে সাধারনত লেটেস্ট এবং উন্নত মানের সাস্পেন্সন এবং ব্রেক ব্যাবহার করা হয়।এগুলো বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি এবং লুকিংটাও মাস্কুলার মনে হবে যে গুলো আসলেই তাই।এই বাইক গুলো যেমন শক্তিশালি তেমনি এগুলো প্রচুর ওজন বহন পারে।সুতরাং এটা বলাই যায় ক্রজার বাইক গুলি গতির জন্য নয় বরং শক্তি এবং আরামের জন্য তৈরি। |
I started riding motorcycles about seven years ago when I bought a Hero Splendor as a hobby, fulfilling my passion for biking....
English BanglaI had a long-standing desire to buy a high-quality bike, so I had been searching for a good one in the market for quite some t...
English BanglaI am Sakil Ahammed, a proud CFMOTO 250NK user. I have always been passionate about bikes and love riding new models. Previousl...
English Bangla