![]() একটি কোম্পানী হিসেবে এটা ইতালীর খুব জনপ্রিয় একটি মোটরসাইকেল কোম্পানী। পিয়াজিও মুলত তাদের হাই কোয়ালিটির স্কুটারের জন্য বিখ্যাত। স্কুটার ছাড়াও তারা অনেক ভালো মানের মোটরসাইকেল তৈরি করেছিলো যেটা ইতালিয়ান শিল্পকে আরও গতিশীলতার রুপ দিয়েছে। ১৮৮২ সালের দিকে এনরিকো পিয়াজিও নৌ জাতীয় পন্য সরবরাহের জন্য একটি কারখানা চালু করেছিলো।এর দুই বছর পরে সেটি অনুসরণ করে রেনাল্ডো পিয়াজিও এর মাধ্যমে পিয়াজিও ও সি প্রতিষ্ঠা করে রেলখাতে নিযুক্ত করেছিলো। এই সংস্থাটি ১৯১৬ সালে এরোনটিক্যাল ফিল্ডে তার কাজ শুরু করে এবং অনেক উত্থান- পতনের পরে দ্বি-চক্র যান সেক্ট্ররে প্রবেশ করে। ১৯৬৪ সালে এরোনটিক্যাল (আই এ এম রিনাল্ডো পিয়াজিও ) এবং মোটরসাইকেল ( পিয়াজিও) দুটি পৃথক সংস্থায় পরিণত হয়। পরবর্তীকালে সেই বছরগুলিতে অর্থনৈতিক উত্থান উপভোগের পড়ে ইতালীয় গতিশীলতায় জন্মের পথ সুগম করে। ১৯৬০ এর দশক থেকে পিয়াজিও একের পর এক ভালো মানের পন্য নিয়ে কাজ শুরু করে। তার পর থেকে এই অটোমোবাইল সংস্থার মাধ্যমে বিভিন্ন স্কুটার ও মোটরসাইকেল বাজারে নিয়ে আসে। |
I am Ahmed Mumit. Among the many identities I have, one is that I’m a motorcycle enthusiast. Just as I love riding bikes, I ...
English BanglaNot everyone in the eighth grade can learn to ride a bike, but my dad used wheels from a Korean brand, so I learned to ride a ...
English BanglaI am and the bike I’m currently using is the CFMOTO 300SR. Today, I’ll be sharing with you why I chose CFMOTO 300SR amon...
English Bangla