Yamaha Banner
Search

Yamaha FZS V3 ABS (BS6) FAQ

ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর সর্বোচ্চ গতি কত?

ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর সর্বোচ্চ গতি ১১৫কিমি/ঘন্টা।


বাইকের সর্বোচ্চ গতি কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে যেমন, রাস্তার অবস্থা, টায়ারে বাতাসের প্রেসার, ইঞ্জিন অয়েল, তেলের কোয়ালিটি, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি।

Views: 165

Yamaha FZS V3 ABS (BS6) সম্পর্কে আরো প্রশ্ন

- ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর মাইলেজ কত?

- ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর সর্বোচ্চ গতি কত?

- ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর ইঞ্জিন অয়েল গ্রেড কত?

- ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর ইঞ্জিন অয়েল ধারন ক্ষমতা কত?

- ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর টায়ারে কত এয়ার প্রেসার প্রয়োজন?

- ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর ট্যাঙ্কে তেল ধারন ক্ষমতা কত?

- ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর পার্টাস কি সহজলভ্য?

- ইয়ামাহা এফ যেড এস ভি৩ এবিএস (বিএস৬)এর ই এম আই সিস্টেম কি?

- কোন তেল ইয়ামাহা এফযেডএস ভি৩ এবিএস (বিএস৬) এর জন্য ভালো?

- কতো কিমি পরপর ইয়ামাহা এফযেডএস ভি৩ এবিএস (বিএস৬) এর ইঞ্জিন অয়েলপরিবর্তন করতে হবে?

- কতো কিমি পর ইয়ামাহা এফযেডএস ভি৩ এবিএস (বিএস৬) এর এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে?

- কতো কিমি পর ইয়ামাহা এফযেডএস ভি৩ এবিএস (বিএস৬) এর অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে?

- কতো কিমি পর ইয়ামাহা এফযেডএস ভি৩ এবিএস (বিএস৬) এর স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে?

- ব্রেক ইন পিরিয়ডের সময় ইয়ামাহা এফযেডএস ভি৩ এবিএস (বিএস৬) এর স্পীড কতো রাখতে হবে?

Filter

Filter