Yamaha Banner
Search

GPX Bikes Loan / EMI Facility

2022-01-27 Views: 19010

GPX বাইকে কিস্তি সুবিধা

থাইল্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ড GPX বাংলাদেশের বাজারে তাদের আকর্ষণীয় বাইক নিয়ে এসেছে সেটি হল GPX Demon GR165R । এই বাইকের সাথে দিচ্ছে সহজ কিস্তি সুবিধা। চলুন দেখে নিই তাদের কিস্তি সুবিধাগুলো কী কী?
GPX বাইকে কিস্তি সুবিধাগুলো হল

আপনাকে নুন্যতম ৫০% ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা এস এস এল, প্রাইম ব্যাক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, এনআরবি এবং লংকা বাংলা ফাইন্যান্স এবং এস এস এল ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬, ৯,এবং ১২ মাসের কিস্তিতে নিতে পারবেন। যেখানে ৬ মাসের কিস্তিতে জিরো ইন্টারেস্ট এবং ৯ ও ১২ মাসের কিস্তিতে স্পীডোজ লিমিটেড ৬ মাসের ইন্টারেস্ট বহন করবে।

বিঃ দ্রঃ ই এম আই তে ক্রয়কৃত মোটরসাইকেলে কোন অবস্থায় অফার মুল্য কার্যকর হবে না।

সিটি ব্যাংক বাইক লোনের বিস্তারিত।

• লোনের পরিমান ১০,০০,০০০ টাকা পর্যন্ত । এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফী সহ ৮০% টাকা গ্রহন করতে পারবেন। ( মহিলাদের জন্য রেজিস্ট্রেশন ফী সহ ১০০% টাকা গ্রহন করতে পারবেন)
• কিস্তির সময়সীমা ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত
• মহিলাদের জন্য স্পেশাল ইন্সটলমেন্ট ও প্রেসেসিং ফী একদম ফ্রী সুবিধা রয়েছে।
• এক এর অধিক বাইক কেনার সুযোগ
• সিটি ব্যাংকের FDR এর বিপরিতে ৯০% লোন
• বয়সের সময়সীমা ২১-৬৫ বছর

নুন্যতম অভিজ্ঞতা

• বেতনভুক্ত ব্যাক্তির জন্য ১ বছর
• ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও প্রেফেশনাল এর জন্য ১ বছর
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ৬ মাস
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ৬ মাস

নুন্যতম আয়

• City Bank স্টাফ বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১২,০০০ টাকা।
• অ্যাকাউন্টে টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১৫,০০০ টাকা।
• নগদ টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ২০,০০০ টাকা।
• ব্যবসায়ী, প্রফেশনাল , বাড়িওয়ালা/ বাড়ির মালিক এর জন্য ২৫,০০০ টাকা।
• ফ্রিল্যান্সার এর জন্য ৩০,০০০ টাকা।
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ১৫,০০০ টাকা।
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ২০,০০০ টাকা।

Filter