2021-12-15 Views: 15381
H Power ব্র্যান্ডের বাইক কেনার জন্য কিস্তি সুবিধা সমূহ
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ টি নিজস্ব শোরুম নিয়ে H Power তাদের মোটরসাইকেল মার্কেটে বিক্রি করে যাচ্ছে। আপনিও চাইলে তাদের শো-রুম থেকে আপনার পছন্দের H Power এর যে কোন মডেল, সহজ বাইক লোন বা কিস্তি সুবিধায় নিতে পারবেন।
H Power এর বাইক লোন এবং EMI সুবিধা নিম্নে আলোচনা করা হলঃ
•বাইক লোন বা কিস্তি সুবিধা H Power তাদের ৮০ সিসি থেকে ১২৫ সিসি বাইকের জন্য প্রদান করে থাকে।
•নির্ধারিত সিসি মধ্যকার বাইক ভেদে ডাউন পেমেন্ট বা পরিশোধিত মুল্য ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
•আপনার পরিশোধিত ডাউন পেমেন্ট বাদে যে বকেয়া মুল্য থাকবে টা সর্বোচ্চ ১ বছরের মধ্যে প্রদান করতে হবে।
•H Power বকেয়া মুল্যের উপর কোন ইন্টারেস্ট বা সুদ নেয় না। তবে আপনি যদি বকেয়া মুল্য পরিশোধ করতে ৪ মাসের বেশি সময় নেন , সেক্ষেত্রে ৫ম মাসে নির্ধারত কিস্তির সাথে ১,০০০ টাকা অতিরক্ত সার্ভিস চার্জ বাবদ প্রদান করতে হবে।
•উদাহরণ স্বরূপ- যদি আপনার বকেয়া কিস্তির পরিমাণ ৫ম মাসের হয় ২,০০০ টাকা .তাহলে ,আপনাকে বকেয়া কিস্তি ২,০০০ + ১,০০০ টাকা (সার্ভিস চার্জ) = সর্বমোট ৩,০০০ টাকা প্রদান করতে হবে।
বিঃদ্রঃ H Power ১৫০ সিসি, ১৬৫ সিসি বা হাই সিসি কোন মডেল যেমনঃ Loncin GP এর জন্য বাইক লোন সুবিধা প্রদান করে না।
কিস্তি সুবিধার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র
- NID card photocopy
- Bank cheque
- Grantor
H Power বাইকের আপডেট প্রাইস, স্পেসিফিকেশন ও শো-রুম এর বিস্তারিত জানতে ভিজিট করুন