Yamaha Banner
Search

Hero Bikes Loan / EMI Facility

2021-12-02 Views: 63001

দেশের জনপ্রিয় ব্রান্ড হিরোর রয়েছে ইসলামিক শরিয়া মোতাবেক পরিচালিত নিজস্ব বাইক কিস্তি সুবিধা। গ্রাহকেরা চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে অথোরাইজড হিরোর শো রুম থেকে আমার হিরো কিস্তি সুবিধার মাধ্যমে পছন্দের হিরো বাইক কিনতে পারবেন। উল্লেখযোগ্য যে, বর্তমানে হিরোর ৩টি নির্দিষ্ট মডেলের বাইকের সাথে আমার হিরো সুবিধাটি চালু আছে।

আমার হিরো সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হল

•এই কিস্তি সুবিধাতে রয়েছে সর্বনিম্ন ২৫,০০০ টাকা ডাউনপেমেন্ট ।
•মাত্র ১.৫% সার্ভিস চার্জে কিস্তি পরিশোধের সুবিধা
•কিস্তি পরিশোধের সমসমূহ - ১-৬ মাস , ১-১২ মাস , ১-১৮ মাস
•রেজিস্ট্রেশন ও ইন্সুরেন্সের ফি, কিস্তির ডাউনপেমেন্টের সাথে অন্তর্ভুক্ত নয়।

প্রয়োজনীয় কাগজপ্ত্র

•জাতীয় পরিচয় প্ত্র / পাসপোর্ট এর ফটোকপি।
•বিদ্যুৎ বিল অথবা যে কোন ইউটিলিটি বিলের ফটোকপি ( সর্বশেষ যে কোন একটি বিলের কপি গ্রহনযোগ্য )
•চাকুরীজীবী হলে বেতনের সার্টিফিকেট বা পে স্লিপ
•ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ( ঢাকা সিটির জন্য আপডেটেড ট্রেড লাইসেন্স প্রযোজ্য )
•ব্যাংক স্টেস্টমেন্ট বা ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট ( ঢাকা সিটির জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেস্টমেন্ট প্রযোজ্য ) ( MCIR চেক যে কোন ব্যাংকের )
•Thriller 160R বাইকের জন্য ক্ষেত্র বিশেষ গ্যারেন্টর লাগতে পারে।

মোটরসাইকেল ক্রয়ের সময় প্রয়োজনীয় কাগজপ্ত্র

•২ কপি পাসপোর্ট সাইজের ছবি
•MICR চেক ( প্রতি ৩ কিস্তির জন্য একটি করে চেক, শুধুমাত্র ঢাকা সিটির জন্য কিস্তির সমপরিমাণ MCIR চেক প্রযোজ্য ) , NON-MCIR চেক গ্রহণযোগ্য নয়।
•স্ট্যাম্প ও এসেসমেন্ট ফি ৮৯০ টাকা।
•নমিনীর জাতীয় পরিচয়পত্র ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
•Thriller 160R বাইকের জন্য ক্ষেত্র বিশেষ গ্যারেন্টর লাগতে পারে।

কিস্তির টাকা প্রদানের মাধ্যম

•ব্যাংক পে
•মোবাইল ব্যাংকিং

হিরোর যে ৩টি নির্দিষ্ট মডেলের বাইকের সাথে এই সুবিধাটি রয়েছে সেগুলো হল-

•Hero Thriller 160R ( 160cc )
•Hero Glamour BS3 (125cc )
•Passion X Pro ( 110cc )

Filter