2022-02-26 Views: 66241
হোন্ডা বাইকে কিস্তি সুবিধা
হোন্ডা আমাদের সকলের পছন্দের ব্র্যান্ড এবং এই ব্রান্ডটি নিজস্বভাবে কিস্তি সুবিধা না দিয়ে থাকলেও ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক বাইক লোনের মাধ্যমে হোন্ডার বাইক কেনার সুযোগ রয়েছে। কিস্তি সুবিধাগুলো নিচে তুলে ধরা হল।
হোন্ডা বাইক কিনুন ব্র্যাক ব্যাংক কিস্তি সুবিধার মাধ্যমে
• সুদের হার: পুরুষদের জন্য ১২% এবং মহিলা গ্রাহকদের জন্য ১১,৭৫%।
• প্রক্রিয়াকরণ ফি: পুরুষদের জন্য ১% এবং মহিলা গ্রাহকদের জন্য ০.৫%।
• ডাউন পেমেন্ট: পুরুষদের জন্য পণ্যের মূল্যের ২০% এবং মহিলা গ্রাহকদের জন্য ১০%।
• ঋণের পরিমাণ: ৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা।
• ঋণের মেয়াদ: ১ বছর থেকে ৩ বছর।
হোন্ডা বাইক কিনুন সিটি ব্যাংক বাইক লোনে
• লোনের পরিমান ১০,০০,০০০ টাকা পর্যন্ত । এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফী সহ ৮০% টাকা গ্রহন করতে পারবেন। ( মহিলাদের জন্য রেজিস্ট্রেশন ফী সহ ১০০% টাকা গ্রহন করতে পারবেন)
• কিস্তির সময়সীমা ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত
• মহিলাদের জন্য স্পেশাল ইন্সটলমেন্ট ও প্রেসেসিং ফী একদম ফ্রী সুবিধা রয়েছে।
• এক এর অধিক বাইক কেনার সুযোগ
• সিটি ব্যাংকের FDR এর বিপরিতে ৯০% লোন
• বয়সের সময়সীমা ২১-৬৫ বছর
নুন্যতম অভিজ্ঞতা
• বেতনভুক্ত ব্যাক্তির জন্য ১ বছর
• ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও প্রেফেশনাল এর জন্য ১ বছর
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ৬ মাস
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ৬ মাস
নুন্যতম আয়
• City Bank স্টাফ বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১২,০০০ টাকা।
• অ্যাকাউন্টে টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ১৫,০০০ টাকা।
• নগদ টাকা গ্রহণকারী বেতনভুক্ত কর্মকর্তার জন্য ২০,০০০ টাকা।
• ব্যবসায়ী, প্রফেশনাল , বাড়িওয়ালা/ বাড়ির মালিক এর জন্য ২৫,০০০ টাকা।
• ফ্রিল্যান্সার এর জন্য ৩০,০০০ টাকা।
• রাইড শেয়ারিং কাজে নিয়োজিত ব্যাক্তির জন্য ১৫,০০০ টাকা।
• বৈদেশিক মুদ্রা অর্জনকারীর জন্য ২০,০০০ টাকা।