বর্তমান তেলের বাজার কিছুটা অস্থিতিশীল এমতবস্থায় যারা বাইক রাইড করি তারা চেষ্টা করি বাইকের মাইলেজ কীভাবে কমানো যায় বা তেল কীভাবে বাঁচানো যায়। বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে কিছু বাইক রয়েছে যেগুলো কোম্পানী থেকে বেশি বাইক সরবরাহ করবে এমন কিছু ফিচারস সংযুক্ত থাকে। আজকে আমরা কথা বলবো কম তেলে বেশি চলে এমন ১০টি বাইক নিয়ে। আমরা এই ভালো মাইলেজ সমৃদ্ধ বাইকগুলোকে ৪টি স্তরে ভাগ করেছি যেমন ১০০ সিসি, ১২৫ সিসি ১৫০ সিসি এবং ১৫০ সিসি এর উর্ধে।
১০০ সিসি
মুলত ১০০ সিসি বলতে আমরা বুঝি কম ইঞ্জিন শক্তি সম্পন্ন বাইক কিন্তু তা ভালো মাইলেজ সরবরাহ করতে পারে । কোন কোন ১০০ সিসির বাইক ভালো মাইলেজ দিতে সক্ষম তা আমরা এক নজরে দেখে নিই।
Bajaj Platina
Bajaj Platina একটি কমিউটার সেগমেন্টের বাইক এবং এই বাইকটি আমাদের সেরা মাইলেজের বাইক তালিকায় প্রথমে রাখার কারণ হল এটা ভালো মাইলেজ দিতে সক্ষম । আমরা গ্রাহকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বাইকের মাইলেজ গড়ে পেয়েছি ৭০-৮০ কিমি প্রতি লিটারে। আমি যদি বেশি মাইলেজ সম্পন্ন বাইক পছন্দ করেন তাহলে এটা হতে পারে আপনার জন্য ভালো একটি অপশন।
Hero Ismart Plus
হিরো তাদের i3s প্রযুক্তিটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে এই বাইকে যার ফলে এই বাইকের মাইলেজ একটু বেশই পাওয়া যায়। এই i3s প্রযুক্তি হচ্ছে হিরোর অভিনব এক প্রযুক্তি যার সাহায্যে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যাবে। আমরা গ্রাহকদের সাথে কথা বলে দেখেছি যে তারা এই বাইক থেকে গড়ে মাইলেজ পাচ্ছেন ৬৫-৭০ কিমি প্রতি লিটারে।
TVS XL
টিভিএস বাংলাদেশের গ্রাহকদের জন্য ভালো মাইলেজ সমৃদ্ধ একটি বাইক নিয়ে এসেছে যার নাম TVS XL । এই বাইকটি একটি ১০০ সিসির বাইক এবং পারফরমেন্সও দুর্দান্ত যা আমাদের গ্রাহকেরা বলেছেন। আমাদের গ্রাহক এটাও বলেছেন যে এই বাইক থেকে তারা গড়ে ৬০-৬৫ কিমি প্রতি লিটার মাইলেজ পাচ্ছেন।
Suzuki Hayate
সুজুকির কমিউটার সেগমেন্টের মধ্যে ভালো মাইলেজ সমৃদ্ধ একটি বাইক হচ্ছে Suzuki Hayate । এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স ও মাইলেজ গ্রাহকদের থেকে একটু বেশি শোনা যায়। সুজুকি তাদের SEP প্রযুক্তটা এখানে খুব ভালোভাবে বাস্তবায়ন করেছেন যার ফলে গ্রাহকেরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন লিটার ৬০-৬২ কিমি ।
১২৫ সিসি
১২৫ সিসি বাইকের কথা আসলে আমাদের মাথায় একটি বিষয় কাজ করে তা হল বাইকের ডীজাইন , ইঞ্জিন ও ফিচারস ১০০ সিসির থেকে কিছুটা ভাল হবে । তাহলে চলুন দেখে নিই ১২৫ সিসির মধ্যে কোন কোন বাইকগুলো ভালো মাইলেজ সরবরাহ করতে সক্ষম।
Hero Glamour
হিরো তাদের বাইকগুলো বাংলাদেশের রাস্তার জন্য বেশ ভালোভাবেই চলাচলের উপযোগী করে তুলেছে। ১২৫ সিসির বাইকের মধ্যে একটি বাইক রয়েছে যার নাম Hero Glamour । এই বাইকটি যেমন দেখতে বেশ সুন্দর ঠিক তেমনি এর মাইলেজ ও ইঞ্জিন পারফরমেন্সও অনেক সুন্দর। গ্রাহকেরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন গড়ে ৫৫-৬০ কিমি প্রতি লিটারে।
Yamaha Saluto
ইয়ামাহার কমিউটার সেগমেন্টে বাইকের সংখ্যা অনেক কম কিন্তু তারা বাংলাদেশের বাজারে গ্রাহকদের একটি মাত্র কমিউটার বাইক উপহার দিয়েছে যার মাইলেজ অনেক ভালো। আমরা গ্রাহকদের সাথে কথা বলে দেখেছি যে তারা এই Yamaha Saluto বাইক থেকে মাইলেজ পাচ্ছেন লিটারে ৬০-৬৫ কিমি।
Bajaj Discover 125
বাংলাদেশের বাজারে জনপ্রিয় একটি সিরিজ হচ্ছে এই বাজাজ ডিস্কোভার সিরিজ। এই বাজাজ ডিস্কোভার বাইক মাইলেজের জন্য অনেক পরিচিত । আমরা গ্রাহকদের সাথে কথা বলে পেয়েছি যে তারা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছে ৫৫-৬০ কিমি প্রতি লিটারে।
১৫০ সিসি
১৫০ সিসি বাইকের চাহিদা দেশের বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছেন কারণ এখন বিভিন্ন কোম্পানীগুলো চেষ্টা করছে কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কমিউটার বাইক গ্রাহকদের উপহার দেওয়ার। ১৫০ সিসির মধ্যে যে বাইকগুলো ভাল মাইলেজ দিতে সক্ষম তা নিম্ন দেও্যা হল।
Yamaha FZS V2
বাংলাদেশের বাজারে Yamaha FZS V2 হচ্ছে ১৫০ সিসির মধ্যে অনেক সুন্দর এবং জনপ্রিয় একটি বাইক। এই বাইকের চাহিদা আমাদের দেশের বাজারে ব্যাপক রয়েছে । মুলত এই বাইকের সাথে FI এবং Blue Core প্রযুক্তি থাকার কারনে ভালো মাইলেজ দিতে সক্ষম। আমরা গ্রাহকদের সাথে কথা বলে দেখেছি যে তারা এই বাইক থেকে ৪০-৪৫ কিমি প্রতি লিটারে মাইলেজ পাচ্ছেন।
Bajaj Pulsar
বাংলাদেশের বাজারে আরেকটি জনপ্রিয় বাইকের নাম হচ্ছে এই Bajaj Pulsar । প্রায় এক যুগেরও অধিক সময় ধরে এই সিরিজ সফলতার সাথে গ্রাহকদের পছন্দের তালিকায় রয়েছে। যারা এই বাইকটি ব্যবহার করে তারা এই বাইকের ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স , মাইলেজ ইত্যাদি নিয়ে সন্তুষ্ট। গ্রাহকেরা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন লিটার ৪৫-৫০ কিমি প্রতি লিটার।
150 সিসি প্লাস
Honda X blade
১৫০ সিসি এর উর্ধে বাইক বলতে আমরা বুঝি বেশি ইঞ্জিন শক্তি অর্থাৎ সে আমাকে ইঞ্জিন পারফরমেন্স এর দিক থেকে ভালো সাপোর্ট দিবে। এদিকে ডিজাইনের দিক থেকেও এই সিসির বাইকগুলো একটু বেশি সুন্দর হয়। এই সেগমেন্টের মধ্যে একটি বাইক আছে যা গ্রাহকদের ভাল মাইলেজ দিতে সক্ষম। বাইকটির নাম হল Honda X blade । যারা এই বাইকটি ব্যবহার করেন তাদের ভাষ্যমতে এই বাইকের মাইলেজ গড়ে ৪৫-৫০ কিমি প্রতি লিটার।
এই ছিলো আমাদের তালিকায় থাকা সেরা ১০টি ভালো মাইলেজের বাইক । আশা করি যারা ভালো মাইলেজের একটি বাইক খুঁজছেন তারা তাদের কাংখিত বাইক এই তালিকার মধ্যে থেকেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ।