গত ১৪-১৬ মার্চ ২০১৯ অনুষ্ঠিত হয়ে গেল ৫ম ঢাকা বাইক শো ২০১৯, অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে বর্তমান প্রায় সকল বাইক ব্রান্ডের যাবতীয় বাইক প্রদর্শন করা হয়। উল্লেখ করা ভাল যে এই আয়োজন হল বাইক এবং বাইকিং কমিউনিটির সব চেয়ে বড় মিলন মেলা যেখানে একটি বাইক ব্রান্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে তৃনমুল পর্যায়ের বাইক ব্যবহারকারীরা উপস্থিত থাকেন এবং সকল বিষয় নিয়ে আলাপচারিতার করে থাকেন। একই সাথে এটাও বলে রাখা ভাল যে এই বাইক শো হল বাংলাদেশের সবচেয়ে বড় মোটরসাইকেল প্রদর্শনীর একটি। এই বাইক শোর প্রধান স্পন্সর ছিল সুজুকি এবং সাথে ছিল হাউজুয়ে। নিম্নে সকল ব্রান্ডের নতুন কিছু মোটরসাইকেল তুলে ধরা হল যা এই আয়োজনে সবার আলোচনার মুল কেন্দ্রে ছিলঃ
সুজুকি
সুজুকি শুধুমাত্র এই ইভেন্টের প্লাটিনাম স্পন্সরই না বরং এই ব্রান্ড বেশ কিছু আকর্ষনীয় বাইক নিয়ে এই শো মাতিয়ে রেখেছিল তারমধ্যে সবার শীর্ষে ছিল “সুজুকি ইন্ট্রুডার ১৮০০সিসি”, একই সাথে সুযুকি নতুন ৩টা বাইক জনসম্মুখে উন্মুক্ত করে সেগুলা হল “সুজুকি হায়াতে স্পেসিয়াল এডিশন”, অত্যাধুনিক এবং আকর্ষনীয় লুকের স্কুটার “বার্গম্যান” এবং একই সাথে স্পোর্টস লুকের নতুন মডেল “জিএসএক্স-আর১৫০”।
হাউজুয়ে
হাউজুয়ে ছিলো উক্ত ইভেন্টের গোল্ড স্পন্সর এবং তেমন উল্লেখযোগ্য নতুন কোন মোটরসাইকেল উক্ত অনুষ্ঠানে হাজির না করতে পারলেও গ্রাহকদের জন্য নিয়ে এসেছিলো ক্যাশ ব্যাক অফার।
হোন্ডা
এটি হল অন্যতম আয়োজক ব্রান্ড উক্ত অনুষ্ঠানের এবং এই ইভেন্টে হোন্ডা প্রদর্শন করে তাদের স্বনামধন্য মডেল সিবি হর্নেট ১৬০আর এর সিবিএস ভার্শন যা হোন্ডা লাভারদের জন্য একটি ভাল খবর বলা চলে।
ইয়ামাহা
ঢাকা বাইক শোতে ইয়ামাহা প্রদর্শন করে তাদের অন্যতম আকর্ষন “ইয়ামাহা এমটি১৫” এবং “ইয়ামাহা এফজেডএস ভার্সন ৩” এরই সাথে একথা বলা যেতেই পারে যে এটি ইয়ামাহা ভক্তদের জন্যে খুব ভাল একটি খবর একই সাথে ইয়ামাহা পরিবারে যুক্ত হল নতুন সদস্য।
টিভিএস
বাইক শোতে টিভিএস নতুন কোন বাইক নিয়ে না আসলেও তাদের পুরনো বাইকগুলাকে নতুনভাবে নিয়ে এসেছিল।
রানার
অন্যদিকে রানার ছিল নিজস্ব গতিতে সাবলীল। তারা হাজির হয়েছিল নিজেদের ব্রান্ডের মোটরসাইকেলের সাথে এপ্রিলিয়া, ভেসপা এবং ইউএম নিয়ে যেগুলার সবগুলার সামনেই বেশ ভালমানের দর্শক উপস্থিতি দেখা যায়।
আফতাব অটোমোবাইল
উক্ত অনুষ্ঠানে “আফতাব অটোমোবাইল” উপস্থিত ছিল “বেনেলি” এবং “কিওয়ের” নতুন কিছু মডেল নিয়ে।
রোডমাস্টার
রোডমাস্টার তাদের নিজেদের বাইক নিয়ে বাইক শোতে উপস্থিত ছিল। প্রদর্শনে আনা নতুন ক্যাফেরেসারটি অনেকেরই নজর কাড়ে।
এইচ পাওয়ার
এইচ পাওয়ার হাজির হয়েছিলো তাদের সম্প্রতি লঞ্চ করা বেশ কিছু বাইক নিয়ে। এছাড়াও পূর্বের লনচিন জিপি এবং সিএফমটোও দর্শকদের নজড়কাড়ে।
ট্যারো জিপি
এটি বাংলাদেশে সম্পুর্ন নতুন একটি ব্রান্ড যা খুব কম সময়েই বাইকারদের ভেতর সাড়া ফেলেছে। এই ব্রান্ড নিয়ে এসেছিল তাদের নিজস্ব আকর্ষনীয় ডিজাইন সমৃদ্ধ বাইক।
লিফান
রাসেল ইন্ডাস্ট্রিজ মুলত তাদের কার্যক্রম লিফান নিয়েই এবং এবারের বাইক শোতে লিফানের নতুন ডিজাইনের কেপিআর এর উপস্থিতি দেখা যায় যা দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়। এছাড়া তারা একটি স্কুটারও প্রদর্শন করে।
স্পিডার
এদিকে স্পিডার নিয়ে এসেছিল তাদের নতুন ৩টা বাইক যা দর্শকদের আকর্ষনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। সেগুলো হল স্পিডার কোল্ট, স্পিডার ভিগো এবং স্পিডার রিপাবলিক।
জিনান
জিনান তাদের নিজেদের বাইক নিয়ে উক্ত ইভেন্টে অংশগ্রহন করেছিলো।
সবশেষে বাইক শো ২০১৯ গত ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে শেষ হয় যা দর্শক তথা বাইকার এবং বাইকের সাথে সম্পর্কিত সকলের মনে একটি মনে করার মত স্মৃতি হয়ে থাকবে অনেকদিন পর্যন্ত।