বাংলাদেশের বাইক প্রেমী এবং মোটরসাইকেল ইন্ডাস্ট্রিজের সকলের কাছে সবচেয়ে বড় অনুষ্ঠান হলো ঢাকা বাইক শো - ৬ষ্ঠ ঢাকা বাইক শো আজকে শেষ হতে যাচ্ছে। বহুল প্রতিক্ষিত বাইক শো গত ২৩ শে জুন শুরু হয়েছিলো জম-জমাটভাবে। টানা ৩ দিন ব্যাপী চলার পর আজকে এই শো এর সমাপ্তি হতে যাচ্ছে । বাইকার, বাইকপ্রেমি , বাইক কোম্পানী সহ সকলের একটি দারুন মিলন মেলায় পরিণত হয়েছিলো এই বাইক শো ।
করোনা মহামারীর জন্য টানা ২ বছর বন্ধ থাকার পর আবারো পুরোদোমে শুরু হয়েছে এই বাইক শো । তাই সকলের মনে আনন্দ উদ্দীপনা একটু বেশি দেখা যায়। বাংলাদেশের বাজারে যে সকল বাইক কোম্পানী তাদের বাইক গ্রাহকদের সরবরাহ করেন তারা সবাই তাদের আইকোনিক প্রডাক্টের উপর বেশি ফোকাস দিয়ে এবং সাধারন বাইকারদের জন্যে বাইক শো থেকে ক্রয় করার মাধ্যমে একটি নির্দিষ্ট ডিস্কাউন্ট ও সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। অনেক কোম্পানী গ্রাহকদের নজরকাড়ার জন্য এনেছিলেন হাই সিসির কিছু বাইক যা বাংলাদেশের রাস্তায় অনুমোদিত ১৬৫ সিসির থেকে বেশি।
পূর্বের ২ দিনের মতন আজ শেষ দিনেও ৬ষ্ঠ ঢাকা বাইক শো-তে দেখা গেছে বাইক প্রেমিদের ব্যাপক সমাগম । বাইক প্রেমিদের মন মাতাতে স্টান্ট শো ও লাইভ কনসার্ট এর ব্যবস্থা আছে। এর মধ্যে অন্যতম হল Suzuki এবং TVS এর স্টান্ট শো, Suzuki Free Mega Service Camp, Riding School, Test Ride, Lifan এর প্রিবুকিং অফার, হাই সিসি বাইক ডিসপ্লে এবং কুইজ কন্টেস্ট, GPX এর নতুন বাইক GPX Demon GR 165RR উন্মোচন তাছাড়াও Bajaj, Runner, Hero এবং H-Power এর নিজস্ব স্টলে নিজেদের আলাদা আলাদা কার্যক্রম।
তাই আপনার যদি ইচ্ছা থাকে এই ৬ষ্ঠ ঢাকা বাইক শো- থেকে আপনার পছন্দের বাইক কিংবা বাইক রাইডের জন্য প্রয়োজনীয় গিয়ারস বা পার্টস কিনে দিনটা স্মরণীয় করে রাখতে তাহলে আর দেরি না করে এখুনি চলুন আসুন ৬ষ্ঠ ঢাকা বাইক শো – এর শেষ দিনে।