এবিএস এর পূর্ণরূপ হচ্ছে এন্টিলক ব্রেকিং সিস্টেম। এটি অটোমোবাইল জগতে সেফটি ফিচারস হিসেবে পরিচিত । বড় বড় যানবাহন থেকে শুরু করে মোটরসাইকেলেও এই এবিএস ব্রেকিং সিস্টেম এর ব্যবহার লক্ষ্য করা যায়। শাব্দিক অর্থে এবিএস হলো একটি ব্রেকিং সিস্টেম যা চাকা কে কোনভাবে লক হতে দেয় না। অর্থাৎ আমরা যখন ব্রেক করি তখন সাধারণ ব্রেকিং দেখতে পাই যে বেশি চাপ প্রয়োগের ফলে চাকা লক হয়ে স্কিট করে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু এই এবিএস ব্রেকিং সিস্টেম চাকাকে লক না করে সর্বোচ্চ ভালো মানের ব্রেকিং নিশ্চিত করে। বিশেষ করে বৃষ্টি কাদার দিনে আমাদের দেশের রাস্তায় এবিএস খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশে অনেক এবিএস ব্রেকিং সমৃদ্ধ বাইক রয়েছে এবং দিন দিন এর সংখ্যা বেড়েই যাচ্ছে। এখন মোটরসাইকেল ব্যবহারকারীরা এবিএস এর গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং তারা চান যে সকল বাইকেই এই ব্রেকিং স্থাপন করা হোক। আমাদের দেশে বর্তমানে কোন কোন বাইকে এবিএস ব্রেকিং রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
Bajaj Pulsar NS160 ABS
আমরা জানি যে বাজাজ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং তারা ১৬০ সিসি সেগমেন্টে নতুন বাজাজ পালসার এনএস ১৬০ এবিএস নিয়ে এসেছে। এই বাইকের রয়েছে ১৬০ সিসির শক্তিশালী ইঞ্জিন, আরো রয়েছে সুন্দর ডিজাইন এবং পেরিমিটার বডি ফ্রেম। ব্রেকিং এর দিক দিয়ে বাজাজ এই বাইকে ব্যবহার করেছে এবিএস ব্রেকিং সিস্টেম যা চলার পথকে করবে আরও নিরাপদ। Bajaj Pulsar NS160 ABS বাইকের দাম ২,১৮,০০০ টাকা।
Bajaj Pulsar 150 Twin Disc ABS
খুব সম্প্রতি সময়ে বাংলাদেশের বাজারে বাজাজ নিয়ে এসেছে নতুন এই বাজাজ পালসার টুইন ডিস্ক এবিএস। আমরা জানি যে বাংলাদেশের বাজারে পালসার হচ্ছে জনপ্রিয় একটি বাইক এবং এর চাহিদা অফুরন্ত। পালসার এর সেই আগের জনপ্রিয়তা এবং গ্রাহকদের রাইডিং নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এবার ব্যবহার করেছে এবিএস ব্রেকিং সিস্টেম। এর ফলে বাইকের ব্রেকিং হবে আরো নিরাপদ । Bajaj Pulsar 150 Twin Disc ABS বাইকের দাম ১,৯৬,৯০০ টাকা।
Hero Thriller 160R Fi ABS DD and SD
আমাদের দেশে সম্প্রতি সময়ে যে সকল বাইক নতুন এসেছে তার মধ্যে একটি হলো হিরো থ্রিলার ১৬০আর এফ আই এবিএস ডাবল ডিস্ক ও সিঙ্গেল ডিস্ক । এই বাইকের মূল ফিচারস এর মধ্যে রয়েছে এফ আই ইঞ্জিন এবং এবিএস ব্রেকিং সিস্টেম। হিরো বাংলাদেশের বাজারে এবিএস ব্রেকিং নিশ্চিত করার জন্য তারা সিঙ্গেল ডিক্স এবং ডাবল ডিস্ক এর সাথে এবিএস ব্রেকিং সংযোজন করেছে। Hero Thriller 160R Fi ABS DD বাইকের দাম ১,৯৯,৯৯০ টাকা এবং Hero Thriller 160R Fi ABS SD বাইকের দাম ১,৮৯,৯৯০ টাকা।
Honda CB Hornet 160R Deluxe ABS
১৬০ সিসি সেগমেন্ট এর মধ্যে জনপ্রিয় একটি বাইক হোন্ডা সিবি হর্নেট ১৬০ আর। হোন্ডা বাংলাদেশের বাজারে হোন্ডা হর্নেট এর মাধ্যমে ১৬০ সিসির বাইকের যাত্রা শুরু করে। প্রথমদিকে হোন্ডা সিবি হর্নেট সিঙ্গেল ডিক্স ভেরিয়েন্ট বাজারে আসে এরপরে সিবিএস ব্রেকিং এবং তারপরে বাইকের গ্রাফিক্স এবং কিছু বিষয় পরিবর্তন করে সিবিএস ও এবিএস ব্রেকিং সিস্টেম এর বাইক বাজারে আসে। Honda CB Hornet 160R Deluxe ABS বাইকের দাম ২,৫৫,০০০ টাকা।
Honda CBR 150R ABS Motogp Edition
বাংলাদেশের বাজারে সম্প্রতি সময়ে নতুন ১৫০ সিসি যে প্রিমিয়াম বাইক আসে সেটি হল হোন্ডা সিবিআর ১৫০ এবিএস মোটো জিপি এডিসন। আমরা সবাই জানি যে সিবিআর সিরিজ আমার দেশে কতটা জনপ্রিয়। শুরু থেকেই যখন সিবিআর সিরিজ বাংলাদেশের প্রথম আসে তখন থেকেই এই বাইকের প্রতি সবারই একটি ভিন্নধর্মী আকর্ষণ কাজ করে। দিন যত যেতে থাকে হোন্ডা চেষ্টা করে গ্রাহকদের আপডেট কিছু ফিচারস দেওয়া সেই সুবাদে তার নিয়ে এসেছে সিবিআর এর নতুন এডিশন এবং সর্বশেষ যে এডিশন বাংলাদেশের বাজারে নিয়ে আসে সেটা হলো এই হোন্ডা সিবিআর ১৫০ এবিএস মোটো জিপি এডিশন। এই বাইকের রয়েছে আধুনিক ডিজাইন, অত্যাধুনিক ফিচারস এবং রাইডার এর প্রয়োজনীয় সকল কিছুই সেই সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। Honda CBR 150R ABS Motogp Edition ৫,৩৮,০০০ টাকা।
Honda CBR 150R Repsol ABS Motogp
Kawasaki Z125
কাওয়াসাকি ব্র্যান্ডের আরেকটি সুন্দর বাইক হল কাওয়াসাকি যেড১২৫। বলতে গেলে এটা কাওয়াসাকি নিনজা এর নেকেড ভার্শন। একটি নেকেড স্পোর্টস বাইক এর যেসব গুনাগুন থাকা দরকার তার সব কিছুই এখানে কাওয়াসাকি তুলে ধরার চেষ্টা করেছে। এই বাইকটি ১২৫ সিসির হলেও এর পাওয়ার ও অন্যান্য ফিচারস ১৫০ সিসির প্রিমিয়াম বাইকের থেকে কোন অংশে কম নয়। এই বাইকেও তারা ব্যবহার করেছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। Kawasaki Z125 বাইকের দাম ৩,৬৯,০০০ টাকা।
KTM 125 Duke
অস্ট্রোলিয়ান এই ব্র্যান্ডের কথা আমরা সবাই জানি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচুর পরিমাণে কেটিএম বাইক দেখতে পাওয়া যায়। ভালো ইঞ্জিন পারফরম্যান্স, আধুনিক ফিচারস, ডিজাইন সব দিক থেকেই কেটিএম চেষ্টা করে গ্রাহকদের সেরাটা দেওয়ার। বাংলাদেশের বাজারেও কেটিএম চেষ্টা করছে গ্রাহকদের ভালো মানের মোটরসাইকেল সরবরাহ করা আর সেজন্যই কেটিএম ১২৫ ডিউক বাজারে নিয়ে এসেছে। বাইকটি ১২৫ সিসির হলেও পারফরম্যান্স অন্যান্য ১৫০ সিসি বাইক কে টেক্কা দেওয়ার মতো। বাইকের ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। KTM 125 Duke বাইকের দাম ৩,৫০,০০০ টাকা।
KTM 125 Duke Special
কেটিএম এর আরেকটি আকর্ষণীয় বাইক হলো কেটিএম ১২৫ ডিউক স্পেশাল। এই বাইকের রয়েছে সুন্দর ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্স আধুনিক ফিচারস এবং এবিএস ব্রেকিং সিস্টেম। বলতে গেলে এটাকে কেটিএম ১২৫ ডিউক এর আপডেট ভার্শন বলা যেতে পারে এই বাইকটি। এবিএস ব্রেকিং এর দিক থেকে তারা ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে। KTM 125 Duke Special বাইকের দাম ৪,৮০,০০০ টাকা।
Lifan KPT 150 ABS
বাংলাদেশের বাজারে সেরা টুরিং বাইকের খাতায় প্রথম সারির দিকে নাম রয়েছে লিফান কেপিটি ১৫০ এবিএস। লিফান কেপিটি বলতে গেলে বাংলাদেশের সেরা টুরিং বাইক। প্রথম থেকেই যখন কেপিটি বাংলাদেশের বাজারে আসে ঠিক তখন থেকেই বাইকের চাহিদা টুরিং লাভারদের কাছে অনেক বেশি। আকর্ষণীয় ডিজাইন, ইঞ্জিন পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন দিক থেকে রাইডার খুব ভালো সাপোর্ট পেয়ে থাকে বিধায় এই বাইকটি অনেকেই পছন্দ করেন। বাংলাদেশের বাজারে লিফান কেপিটি ডাবল ডিস্ক ভার্শন নিয়ে আসে তারপরে নিয়ে আসে কেপিটি ১৫০ এবিএস ভার্শন। Lifan KPT 150 ABS বাইকের দাম ২,৭৫,০০০ টাকা।
New Suzuki Gixxer Fi ABS
সুজুকি সারা বিশ্বব্যাপী অনেক পরিচিত একটি মোটরসাইকেল ব্র্যান্ড। বাংলাদেশের বাজারে তাদের জিক্সার সিরিজ খুবই জনপ্রিয়। শুরুর দিকে জিক্সার সিঙ্গেল ডিস্ক বাজারজাত শুরু করে সুজুকি বাংলাদেশের একমাত্র পরিবেশক র্যানকন মোটরবাইক লিমিটেড। গ্রাহকদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়া এবং গ্রাহকদের আধুনিক ফিচারস এর স্বাদ দিতে সুজুকি নিয়ে আসে নতুন সিরিজের জিক্সার । এই সিরিজে রয়েছে এফআই এবং কারবুরেটর ভ্যারিয়েন্ট এবং সেই সাথে রয়েছে এবিএস নন এবিএস ভ্যারিয়েন্ট। সুজুকি এখানে সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে। New Suzuki Gixxer Fi ABS বাইকের দাম ২,৪৪,৯৫০ টাকা। Suzuki Gixxer 155 Fi ABS বাইকের দাম ২,৩৯,৯৫০ টাকা।
New Suzuki Gixxer SF Fi ABS
সুজুকি জিক্সার এর পাশাপাশি সুজুকি জিক্সার এস এফ বাইকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সে জনপ্রিয়তা আরো বৃদ্ধি করার জন্য এবং কাস্টমারদের হাতে নতুন কিছুর স্বাদ দেওয়ার জন্য সুজুকি নিয়ে এসেছে নতুন সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস ভার্সন। এই বাইকে তারা ব্যবহার করেছে আধুনিক ফিচারস এবং সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। সম্প্রতি সময়ে সুজুকি লিমিটেড এডিশন নিয়ে আসে। New Suzuki Gixxer SF Fi ABS বাইকের দাম ২,৯১,৯৫০ টাকা । Suzuki Gixxer SF Fi ABS বাইকের দাম ২,৭৯,৯৫০ টাকা।
Suzuki GSX R Dual ABS
বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বাইক হচ্ছে সুজুকি জিএসএক্স আর। অনেকেই এই বাইকটির দানবীয় গতির অনুভব করার জন্য ক্রয় করে থাকে। আমাদের দেশে যে সকল প্রিমিয়াম বাইক রয়েছে সেসকল প্রিমিয়াম বাইককের সাথে তুমুল প্রতিযোগিতা করতে সক্ষম এই সুজুকি জিএসএক্স আর। দিন দিন এর চাহিদা বেড়েই যাচ্ছে, শুরুর দিকে এই বাইকটি নন এবিএস হিসেবে আসলেও সুজুকি এই বাইকের ব্রেকিং আরও ভালো নিশ্চিত করার জন্য ব্যবহার করেছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং। সেই সাথে সেরা ইঞ্জিন পারফরমেন্স ও আধুনিক সব ফিচারস তো থাকছেই। Suzuki GSX R Dual ABS বাইকের দাম ৩,৭৯,৯৫০ টাকা ।
Taro GP 1 Special Edition
বাংলাদেশের বাজারে অত্যন্ত সুন্দর ডিজাইনের একটি বাহিক হল টারো জিপি। এই টারো জিপি ১ যখন নতুন বাংলাদেশের বাজারে আসে তখন থেকেই বাইকের প্রতি আলাদা আকর্ষণ সৃষ্টি হয় এবং সে আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে। গ্রাহক সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে টারো জিপি চেষ্টা করে যাচ্ছে সর্বোচ্চ ভালো মানের বাইক ও সার্ভিস সরবরাহ করা। শুরুর দিকে টারো জিপি ১ বাংলাদেশের বাজারে আসে এরপরে গ্রাহকদের চাহিদা ও বিভিন্ন বিষয় নিয়ে ট্যারো জিপি নিয়ে আসে ট্যারো জিপি ১ স্পেশাল এডিশন। এই বাইকের ব্রেকিং হিসেবে ব্যবহার করা হয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম। এই বাইকের আবার সিবিএস ভার্শনও রয়েছে। Taro GP 1 Special Edition বাইকের দাম ৩,৩৬,০০০ টাকা।
TVS Apache RTR 4V ABS
টিভিএস বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। তাদের প্রতিটি বাইকই বাংলাদেশের মার্কেটে অনেক জনপ্রিয়। বিশেষ করে এপ্যাচি আরটিআর সিরিজ বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেছে। সেইজনপ্রিয়টা ও পরিচিতি ধরে রাখতে এবং গ্রাহকদের ভালো মানের বাইক সরবরাহ করতে টিভিএস অ্যাপাচি আরটিআর ৪ভি বাজারে নিয়ে আসে। শুরুতে এ বাইকের সিঙ্গেল ডিস্ক তারপরে ডাবল ডিস্ক এবং সর্বশেষ ডাবল ডিস্ক এবিএস ভার্শন বাজারে নিয়ে আসে। গ্রাহকদের কাছে এই বাইকটি আরও নিরাপদ করে তুলতে তারা ব্যবহার করেছে সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। TVS Apache RTR 4V ABS বাইকের দাম ২,০৭,৯০০ টাকা।
Yamaha FZS V3
আমাদের দেশে ইয়ামাহা সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে এফজেডএস ও এফজেড সিরিজ । এই সিরিজের চাহিদা শুরু থেকেই অনেক বেশি পরিলক্ষিত হয় আমাদের দেশে। গ্রাহকদের সন্তুষ্ট করতে এবং নতুন স্বাদ দিতে ইয়ামাহা নিয়ে এসেছে এফজেডএস ভার্শন ৩ । এই বাইকের রয়েছে সুন্দর ডিজাইন, অত্যাধুনিক ফিচারস, অত্যাধুনিক ইঞ্জিন পারফরম্যান্স সব মিলিয়ে অনেক ভালো একটি বাইক এই ইয়ামাহা এফজেডএস ভার্শন ৩। এই বাইকের ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। Yamaha FZS V3 বাইকের দাম ২,৪০,৫০০ টাকা।
Yamaha MT 15
ইয়ামাহার আরেকটি জনপ্রিয় বাইক হচ্ছে ইয়ামাহা এম টি ১৫।এটি ইয়ামাহার নতুন একটি বাইক এবং এর চাহিদা ও জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সেরা নেকেড স্পোর্টস ডিজাইন, ইঞ্জিন পারফরম্যান্স, ব্র্যান্ড ভ্যালু, ব্রেকিং, কন্ট্রোল ও আরাম সবদিক থেকেই অনেক সুন্দর একটি বাইক হচ্ছে এই ইয়ামাহা এম টি ১৫। এমটি এর পূর্ণরূপ হল “ মাস্টার অফ টর্ক” এবং “ দ্যা ডার্ক সাইড অফ জাপান” এই ট্যাগ লাইন দিয়ে বাইকটি যাত্রা শুরু করেছিলো এই এমটি ১৫ বাইক । এই বাইকের সাথে রয়েছে সিংগেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। Yamaha MT 15 বাইকের দাম ৪,১০,০০০ টাকা।
Yamaha XSR 155
সম্প্রতি সময়ে ইয়ামাহা বাংলাদেশের বাজারে নিয়ে আসে ইয়ামাহা এক্সএসআর ১৫৫। ক্যাফে রেসার ডিজাইনের এই বাইকটি বাংলাদেশের বাজারে দিন দিন ভালো জনপ্রিয়তা অর্জন করছে। বাইকের সুন্দর ডিজাইন, ইঞ্জিন পারফরম্যান্স এবং অন্যান্য বিষয়ে গ্রাহকদের অনেক মুগ্ধ করেছে যার ফলে বাইকের একটি ক্রেজ বাংলাদেশের বাজারে বিদ্যমান রয়েছে। ব্রেকিং এর দিক থেকেও ইয়ামাহা কোন কমতি রাখেনি । এই বাইকের সাথে তারা দিয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। Yamaha XSR 155 বাইকের দাম ৫,৪৫,০০০ টাকা।
Yamaha R15 V3 Dual ABS
জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহা আর আরেকটি জনপ্রিয় সিরিজ হলো আরওয়ানফাইভ। যখন আরওয়ানফাইভ প্রথম বাংলাদেশের বাজারে আসে তখন থেকেই বাইকের প্রতি গ্রাহকদের আকর্ষণ অনেক বেশি দেখা যায়। প্রিমিয়াম লেভেলের ডিজাইন, সেরা পারফর্মেন্স ও সেরা ইঞ্জিন প্রযুক্তি, অত্যাধুনিক সব ফিচারস ইত্যাদি আরওয়ানফাইভ বাইকটিকে অনেক আকর্ষণীয় করেছে। আরওয়ানফাইভ ভার্শন ৩ এর অনেক মডেল রয়েছে এবং তার মধ্যে এখন বিদ্যমান এই Yamaha R15 V3 Dual ABS বাইক। এই বাইকের ব্রেকিং সিস্টেমে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং । Yamaha R15 V3 Dual ABS বাইকের দাম ৪,৮৫,০০০ টাকা।
Zontes 155 G1, Zontes ZT155 U, Zontes ZT155 U1
বাংলাদেশের বাজারে খুব সম্প্রতি সময়ে একটি ব্র্যান্ড আসে সেটি হলো জন্টেস। এই জন্টেস ব্রান্ডের রয়েছে বিভিন্ন ধরনের বাইক এবং বলতে গেলে সবগুলোই অনেক আকর্ষণীয়। বাংলাদেশের রাইডারদের নতুন অনুভূতি দিতে এই জন্টেস ব্র্যান্ড তিনটি ভিন্ন ধর্মী বাইক নিয়ে আসে সেগুলো হলো- Zontes 155 G1, Zontes ZT155 U, Zontes ZT155 U1। এই সকল বাইকের রয়েছে অত্যাধুনিক ফিচারস, আধুনিক ডিজাইন, প্রিমিয়াম ইঞ্জিন পারফরম্যান্স। মোটকথায় জন্টেস বাংলাদেশী বাইকার নতুন অভিজ্ঞতা দেবার জন্য অভিনব সব বাইক নিয়ে এসেছে। এই ৩টি বাইকের অত্যাধুনিক ফিচারস সহ রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। অর্থাৎ জন্টেস চেষ্টা করেছে তাদের বাইকের মাধ্যমে প্রিমিয়াম অনুভুতি দেওয়ার। Zontes 155 G1 বাইকের দাম ৩,৮৯,০০০ টাকা। Zontes ZT155 U বাইকের দাম ৩,৪৯,০০০ টাকা এবং Zontes ZT155 U1 বাইকের দাম ৩,৭৯,০০০ টাকা।
এই ছিলো আজকের আমাদের আলোচ্য বিষয়। বাইকের সকল আপডেট, ফিচারস, নিউজ পেতে আমাদের মোটরসাইকেল ভ্যালীর সাথেই থাকুন। ধন্যবাদ।
Yamaha has once again proven that it is ahead of any other motorcycle brand in providing the highest level of service to its c...
English BanglaLets see the bikes Yamaha FZS V4 Yamaha FZS V4 is an all-stylish, performance-oriented street motorcycle built for city...
English BanglaRasel Industries ltd is one of the best bike importers in the Bangladeshi motorcycle market to deliver dream bikes within ever...
English BanglaCFMoto is a leading Chinese motorcycle manufacturer that has created a global sensation with its technologically advanced and ...
English BanglaYamaha is the only company in the Bangladeshi motorcycle industry that is comparable to Yamaha in terms of customer respect an...
English Bangla