বাংলাদেশ সরকারের শিল্পবান্ধব করনীতি নির্ধারন করায় ধীরে ধীরে সকল মোটরসাইকেলের দাম কমে আসছে। হোন্ডা, সুজুকির পথ ধরে এবার মোটরাসাইকেলের দাম কমালো এটলাস জংশেন। তাদের প্রায় প্রতিটি মডেলে সর্বোচ্চ ২০০০০ টাকা পর্যন্ত দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারন করা হয়েছে।
AtlasZongshen ZoneT
১৫০সিসি ইনজিন বিশিস্ট এই স্টাইলিশ মোটরসাইকেলটির ম্যাক্সপাওয়ার ১০কিলোওয়াট। সামনে এবং পেছনে দুইচাকাতেই রয়েছে ডিস্কব্রেক। মোটরসাইকেলটির ওজন ১৪০কেজি, সামনে আপসাইড ডাউন সাসপেনশন এবং পেছনে মনো সাসপেনশন। মোটরসাইকেলটির পূর্বের দাম ১৯৩০০০.০০ এবং বর্তমান দাম ১৭৩৫০০.০০ টাকা।
AtlasZongshen Zone
১৫০সিসি ইনজিন বিশিস্ট এই স্টাইলিশ মোটরসাইকেলটির ম্যাক্সপাওয়ার ৯কিলোওয়াট। সামনে ডিস্কব্রেক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। মোটরসাইকেলটির ওজন ১৪০কেজি। মোটরসাইকেলটির পূর্বের দাম ১৯০০০০.০০ এবং বর্তমান দাম ১৭৩৫০০.০০ টাকা।
AtlasZongshen ZS150-58
১৪৯সিসি ইনজিন বিশিস্ট ক্রুজার মোটরসাইকেলটির ম্যাক্সপাওয়ার ৯কিলোওয়াট। সামনে ডিস্কব্রেক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক। মোটরসাইকেলটির ওজন ১৩৫কেজি। মোটরসাইকেলটির পূর্বের দাম ১৯০০০০.০০ এবং বর্তমান দাম ১৭৩৫০০.০০ টাকা।
AtlasZongshen ZS110-56
৬.২কিলোওয়াট শক্তি উৎপন্নকারী ১১০সিসি ইনজিন বিশিষ্ট এই মোটরসাইকেলটির জ্বালানী খরচ ৭০কিমি/লিটার। এলয় হুইলে সামনে রয়েছে ডিস্ক ব্রেক। ওজন ৯৭কেজি। পূর্বের দাম ১২১০০০.০০ টাকা এবং বর্তমান দাম ১১২৫০০.০০ টাকা।
AtlasZongshen ZS110-72
৬.২কিলোওয়াট শক্তি উৎপন্নকারী ১১০সিসি ইনজিন বিশিষ্ট এই মোটরসাইকেলটির জ্বালানী খরচ ৭০কিমি/লিটার। এলয় হুইলে সামনে রয়েছে ডিস্ক ব্রেক। ওজন ১০০কেজি। পূর্বের দাম ১২২০০০.০০ টাকা এবং বর্তমান দাম ১১২৫০০.০০ টাকা।
সকল এটলাসজংশেন মোটরসাইকেল এর তথ্য ও দামের তালিকা:
Click Here
পরিশেষে
মোটরসাইকেলের দাম নিয়ে ক্ষোভের বহি:প্রকাশ অনেক ক্রেতাই বিভিন্ন সময়ে করে থাকেন। বর্তমান দাম কমানোতে আশা করা যায় সকল ক্রেতাই খুশি হবেন। এবং ধীরে ধীরে সকল ব্রান্ডের মোটরসাইকেলের দামই সহনীয় পর্যায়ে আসবে