ইন্ডিয়াতে নতুন প্রযুক্তির আবির্ভাব এবং সে প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিয়ে ইন্ডিয়ান কোম্পানীগুলো তাদের নিজেদের প্রযুক্তি তুলে ধরার একটি অন্যতম ক্ষেত্র হচ্ছে অটো এক্সপো। ১৯৮৫ সালে অটো এক্সপোটির ধারনা আসে যার ফলশ্রুতিতে ১৯৮৬ সালে প্রথমবারের মত ৯ দিন ব্যাপি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম মোটর শো (অটো এক্সপো) শুরু হয়। ২০১২ সাল পর্যন্ত এই মেলাটি অনুষ্ঠিত হত প্রগতি ময়দানে কিন্তু ২০১৪ সাল থেকে সেটা ইন্ডিয়া এক্সপো মার্ট, নদীয়াতে অনুষ্ঠিত হচ্ছে। অটো এক্সপো মেলাটি যৌথভাবে Automotive Component Manufacturers Association (ACMA), Confederation of Indian Industry (CII) এবং Society of Indian Automobile Manufacturers (SIAM) কোম্পানীগুলো পরিচালনা করে।
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৪তম অটো এক্সপো ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ দিন ব্যাপী এই মেলা চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে পৃথিবীর প্রসিদ্ধ ব্র্যান্ডগুলো তাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পণ্যগুলো দর্শকদের সামনে তুলে ধরবেন।
অন্যান্য পর্বের মতো এবারও অটো এক্সপো মেলাকে দুইভাগে ভাগ করা হয়েছে:
দ্যা মটর শো- প্রোগ্রামটি চলবে ৯-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত (স্থান- ইন্ডিয়া এক্সপো মাট, গ্রেটার নদীয়া, উত্তর প্রদেশ)
কম্পোনেন্টস- প্রোগ্রামটি চলবে ৮-১১ ফেব্রুয়ারি পর্যন্ত (স্থান- প্রগতি ময়দান, নয়াদিল্লী)
তবে মেলাটি যৌথভাবে শুরু হবে ৮ই ফেব্রুয়ারি থেকে।
এখানে অংশগ্রহন করছে পৃথিবীর স্বনামধন্য এবং সমৃদ্ধ ব্র্যান্ড সমূহ যাদের মধ্যে রয়েছে- সুজুকি, টিভিএস, হিরো, হোন্ডা, কাওয়াসাকি, ইয়ামাহা, পিয়াজিও, ওকিনাওয়া।
এই মেলাতে সম্ভাব্য নতুন যে বাইকগুলো আসতে পারে সেগুলো হচ্ছে- BMW F750GS, BMW F850GS,
BMW Motorrad GS, Okinawa unveils Oki 100, Kawasaki Ninja H2 SX, Suzuki V-Strom 650 XT, Suzuki GSX-R1000
বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সিসি লিমিট রয়েছে ১৬৫ তে । কিছুদিন আগে এটা ১৫৫সিসি থেকে বাড়িয়ে ১৬৫সিসি করা হয়েছে। আশা করা যায় ২০০ সিসি পারমিট পেতে আমাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না । অটো এক্সপো থেকে বাংলাদেশে যে সকল বাইক আসার সুযোগ রয়েছে সেগুলো হল-
Aprilia RS 150, TVS Ntorq 125, Honda Activa 5G, Aprilia Tuono 150, Honda XBlade 160, Hero Xtremer 200, Hero Duet 125, Hero Mastero Edge 125, TVS Apache RTR 200 Fi, Suzuki Intruder Fi debuts, Honda PCX electric scooter, Aprilia SR125, Honda CB Hornet 160R Special Edition
প্রত্যেকবারের মত এবারও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেলাটি অনুষ্ঠিত হবে এবং আশা করা যায় ইন্ডিয়ান অটোমোবাইলে আগের পর্বের তুলনায় আরও বেশি সাড়া ফেলবে।