অটোপ্লেক্স লিমিটেড জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড Beetle Bolt এর মোটরসাইকেল গুলো বাংলাদেশে নিয়ে এসেছে।৭ জুলাই সন্ধ্যায় অফিশিয়াল উদ্বোধনী অনুষ্ঠান এর মধ্য দিয়ে বাংলাদেশে আমেরিকান কোম্পানি Beetle Bolt এর নতুন শো রুমের যাত্রা শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহার খাতুন। অটোপ্লেক্স লিমিটেড এর চেয়ারম্যান ইন্জিনিয়ার সুব্রত দাস, ম্যানেজিং ডিরেক্টর কাজী মন্জুর আহমেদ এবং গন্যমান্য ব্যক্তিগন। আরো উপস্থিত ছিলেন মোটরসাইকেলভ্যালীর প্রতিষ্ঠাতা আবু সাঈদ মাহমুদ হাসান এবং ব্র্যান্ড প্রমোটার আব্দুল্লাহ আল নোমান। আমন্ত্রিত অতিথীদের উপস্থিতিতে এডভোকেট সাহারা খাতুন লাল ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন। এবং পরে শোরুম ঘুরে ঘুরে দেখেন।
দেশীয় বাজারে এবং তরুনদের জন্য অটোপ্লেক্স লিমিটেড কিছু আকর্ষণীয় ১৫০ সিসি মোটরসাইকেল তাদের শো-রুমে নিয়ে এসেছে। তারা স্কুটার লাভার এবং মহিলাদের জন্য বিটেল বোল্ট এর কাছ থেকে আকর্ষণীয় নতুন নতুন কিছু স্কুটার তাদের শো-রুমে যোগ করেছে। স্কুটারগুলো ৫০সিসি থেকে ১৫০সিসি পর্যন্ত রযেছে।
মোটরবাইক সেকশনটিতে তিনটি ১৫০ সিসির মোটরসাইকেল নিয়ে এসেছে যেগুলো অন্যান্য ১৫০ সিসির মোটরসাইকেলের সাথে পাল্লা দিতে প্রস্তুত।
Beetle Bolt Alligator: এই মোটরসাইকেলটি ১৫০ সিসির ইঞ্জিন দিয়ে গঠিত যার ম্যাক্স পাওয়ার ১৩.৫ পি এস এবং ১১.৫ এন এম টর্ক তৈরি করতে পারে। সুন্দর মজবুত গঠন এবং ভাল কালার কম্বিনেশন বাইকটিকে চমৎকার লুক দিয়েছে এবং এর ফিচার যে কোন বাইকারকে আকৃষ্ট করবে। সামনে ডাবল ডিস্ক ব্রেক এবং অন্যান্য ১৫০ সিসির বাইকের তুলনায় এর চাকা বেশ মোটা যার ফলে এটি বাইকার দের সহজেই আকৃষ্ট করবে।
Beetle Bolt Corbet: বাইকটি নেকেড ফেয়ারিং স্পোর্টস ক্যাটাগরির এবং এর ইঞ্জিনটি পুরোপুরি এলিগেটর এর ইঞ্জিন এর মত।তাই এই নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই তবে এর ছোট আকৃতি এবং ভাল কালার কম্বিনেশন বাইকটিকে ভিন্ন ধরনের লুক এনে দিয়েছে। সেই সাথে রয়েছে ডাবল ডিস্ক এবং স্পোর্টস লুক বাইকটিকে বাইকারদের কাছে অন্য রকমভাবে তুলে ধরেছে।
Beetle Bolt Stinger: Stinger এবং Alligator এই দুটি বাইকের ফিচার এবং ডাইমেশন একই রয়েছে কিন্তু Stinger কালার শেড এবং আউটলুক Alligator থেকে আলাদা করেছে।
স্কুটারের কথা বলতে গেলে এই শো-রুমে মোট ৫ টি স্কুটার রয়েছে। সেগুলো হল - Beetle Bolt iV7 50cc, Beetle Bolt Mustang 150cc, Beetle Bolt Viper FX 125cc, Beetle Bolt Viper GTS 125cc এবং Beetle Bolt ALPHA 507 125cc.
মোটরসাইকেল এক্সেসরিজ হিসেবে বিভিন্ন ধরনের Beetle Bolt হেলমেট পাওয়া যাচ্ছে যেগুলো আন্তর্জাতিক মানসম্মত. হেলমেটগুলো আধুনিক ডিজাইন এবং বিভিন্ন মডেলের পাওয়া যাচ্ছে। হেলমেট গুলোর দাম ৩৫০০ থেকে ৬০০০ এর মধ্যে।
বিটল বোল্ট এর লক্ষ্য হল তাদের বাইকগুলো সর্বত্র ছড়িয়ে দিয়ে গ্রাহকদের মাঝে আস্থা সৃষ্টি করবে এবং অটোপ্লেক্স লিমিটেড দাবি করেন যে তাদের এই বাইকগুলো গ্রাহকেরা ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দবোধ করবে।
বিটেল বোল্ট এর নতুন শো-রুম দিয়াবাড়ী, সোনার গাঁ জনপথ রোড, ঢাকা-১২৩০, বাংলাদেশ।