দেশের বাজারে Discover 125 খুবই জনপ্রিয় একটি বাইক। এই সিরিজটি যাত্রার শুরু থেকে গ্রাহকদের মন জয় করে আসছে এবং বর্তমানে এটি গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় একটি বাইক হয়ে উঠেছে। কমিউটার প্রেমীদের সুবিধার্থে এবং বিশেষ করে বাজাজ ডিস্কোভার ব্যবহারকারীদের সুবিধার্থে তারা তাদের বাইকে কিছু পরিবর্তন নিয়ে এসেছে এবং তারা আশা করছে যে বাইকটি পূর্বের মডেলের তুলনায় আরও ভালো পারফরমেন্স দিবে। নতুন এই ভার্সনটি আমাদের দেশে ২০১৮ সালের শুরুতে আসে এবং কিছু বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়।
বাইকের ডিজাইন
Discover 125 এই বাইকটির ডিজাইন খুবই মার্জিত যা একজন কমিউটার প্রেমি বাইকারকে খুব সহজেই আকৃষ্ট করতে সক্ষম। এই বাইকের ডিজাইনের দিকে লক্ষ্য করা যায়, স্টাইলিশ হেডল্যাম্প, শর্ট ভিসর, আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে ফুয়েল ট্যংকার এসব কিছুই নতুন মডেলটির সাথে সংযুক্ত আছে।নতুনভাবে এখানে আরও সংযুক্ত আছে এলিডি ডিআরএল হেডল্যাম্প যা এর আউটলুককে আর সুন্দর করেছে এবং তারুন্যের ডিজাইন রাইডারকে অন্য রকম একটি অনুভূতি এনে দিবে। পেছনের টেল ল্যাম্পটা এর লুক আরও বাড়িয়ে দিয়েছে। কালার কম্বিনেশন বলতে আগে আগের থেকে সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। সিটিং পজিশন রাইডার ও পিলিয়নের জন্য আরামদায়ক হবে। মাস্কুলার ফুয়েল ট্যংকার স্টাইলিশ গ্রাফিক্স ও কালারের সাথে মিলিয়ে । আপ ফ্রন্ট হ্যান্ডেলবার খুব সুন্দর রাইডিং পজিশন দিবে এবং রাইডারকে সব দিক দিয়ে ভালো কন্ট্রোলিং নিশ্চিত করবে।
ইঞ্জিন
আমরা জানি যে বাজাজ বাইকের ইঞ্জিন অনেক শক্তিশালী এবং ভালো মাইলেজ দিতে সক্ষম । ইঞ্জিনে রয়েছে ১২৪.৫ সিসি,৪ স্ট্রোক,এয়ার কুল্ড সিংগেল সিলিন্ডার , ডিটিএসআই ইঞ্জিন যেটা ৫ স্পীড গিয়ার বক্সের সাহায্য সামনের দিকে চালনা করা যাবে। ইঞ্জিন ম্যাক্স পাওয়ার ১১পিএস@৭৫০০ আরপিএম সাথে ১১ এনএম @৫৫০০ টর্ক উৎপন্ন করতে পারে।
অন্যান্য বিষয়
এই বাইকটি অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে সামনে ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার সহ একজন রাইডারের সকল প্রয়োজনীয় ফিচারস । একজন গ্রাহককে কম দামের মধ্যে সেরা পারফরমেন্স দিতে সক্ষম এই বাইক।
বাংলাদেশের বাজারে Discover 125 বাইকের দাম ১,৩৮,৫০০ টাকা ।
A large portion of those who use bikes for general needs in Bangladesh recommend buying Bajaj bikes in terms of buying advice ...
English BanglaYamaha is one of the best motorcycle brands in the premium segment in the Bangladeshi motorcycle market. Its popularity is amo...
English BanglaTo increase the joy of bike lovers in the midst of the New Year festival, Yamaha has brought a New Year Thrill Offer, which Ya...
English BanglaAmong the premium sports bike brands, one of the best motorcycle brands in Bangladesh is the Thai motorcycle brand GPX. Needle...
English BanglaLifan Motorcycle is a well-known name in the sports bike market in Bangladesh, basically for providing amazing bikes within a ...
English Bangla