২০২১ সালের শুরুতেই বাজাজ অটো লিমিটেড বাংলাদেশের বাজারে উত্তরা মোটর্স এর সহযোগিতায় প্লাটিনা ১১০ এইচ নামে নতুন একটি মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে। কমিউটার ফ্রেন্ডলি বাজাজের এই প্লাটিনা মডেলের বাইকটি টিউবলেস চাকা ও ডিস্ক ব্রেক ভ্যারিয়্যান্ট যা নিয়ে বাংলাদেশের ক্রেতা সাধারণের দীর্ঘদিনের চাহিদা ছিলো। গ্রাহকদের কথা মাথায় রেখেই স্বল্প দামে, আধুনিক সব ফিচার ও আপডেটেড সব টেকনোলজি ব্যবহার করা হয়েছে এতে, যা নিত্যদিনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
কী কী আপডেট থাকছে এই প্লাটিনা ১১০ এইচ গিয়ারে?
প্রথমত হাইওয়ে রাইডিং এবং দীর্ঘ যাত্রার জন্য উপযুক্ত বিশেষ গিয়ার সিস্টেম ডিজাইন করা হয়েছে এই মডেলটির জন্য, যা একই সাথে ফুয়েল ইকোনোমি ও আরও থাকছে হালকা টাচেই গিয়ার শিফটিং এর সুবিধা। মোট পাঁচটি গিয়ার থাকছে এবং সবগুলোই নিচের দিকে।
ডিজিটাল কন্সোলের সাথে গিয়ার শিফট ইন্ডিকেটর ও গাইড থাকছে প্লাটিনা ১১০ এইচ-এ। এখন চালক মোটরসাইকেলটি বর্তমানে কোন গিয়ারে চলছে এবং কোন গিয়ারে চলা উচিত তাও খুব সহজেই নির্ধারণ করতে পারবেন।
কম্ফোর্টেকের আরামদায়ক কুইল্ট লম্বা সিট প্লাটিনার অন্যতম বিশেষত্ব, এবারও তার কোনো ব্যতিক্রম থাকছে না। চালক এবং যাত্রী উভয়েই দীর্ঘযাত্রায় ও বেশ আরামের সাথে বসতে পারবেন এবং দীর্ঘ সময় রাইড করতে পারবেন।
১১৫.৪৫ সিসির ইঞ্জিনে, ৮.৬ পিএসের পাওয়ার ও ৭০০০ আরপিএম এবং ৯.৮১ এনএম টর্ক ও ৫০০০ আরপিএম যা আরো শক্তিশালী করে তুলেছে প্লাটিনা ১১০ এইচ মোটরসাইকেলটিকে। এডভান্সড ডিটিএস-আই ইঞ্জিন, অ্যান্টি স্কিড্ ব্রেকিং সিস্টেম এর সাথে আরও থাকছে সিবিএস, প্রশস্ত টিউবলেস টায়ার, নাইট্রক্স সাসপেনশন, বডিতে সলিড থ্রিডি প্লাটিনা লোগো প্রিন্ট, যা প্লাটিনা ১১০ এইচ কে দেখতে আরো আকর্ষণীয়, ঝুঁকিমুক্ত ও দীর্ঘ সময় ধরে চালাতে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে ।
প্লাটিনা ১১০ এইচ - ককটেল ওয়াইন রেড, ইবনি ব্ল্যাক রেড, ইবনি ব্ল্যাক ব্লু এই তিনটি কালার ভ্যারিয়্যান্টে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। সম্মানিত ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেই প্লাটিনা ১১০ এইচ এর দাম ১,১০,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে ।