Yamaha Banner
Search

বাজাজ মোটরসাইকেলের মুল্য তালিকা: জুলাই ২০১৭

2017-07-25

বাজাজ মোটরসাইকেলের মুল্য তালিকা: জুলাই ২০১৭


bajaj-motorcycle-price-july-2017


বাজাজ মোটরসাইকেলের জনপ্রিয়তা আলাদা ভাবে বলতে গেলে তেমন কিছুই বলার নেই। বেশ আগে থেকেই ইন্ডিয়ান এই কোম্পানি আমাদের লোকাল মার্কেটে আছে এবং বেশ ভাল পজিশন তৈরি করেছে। নিঃসন্দেহে তারা ভাল প্রোডাক্ট এবং ভিন্ন রুপের কিছু মোটরসাইকেল বাজারে সরবরাহ করে। বর্তমান সময়ে তাদের অনেক মোটরসাইকেল আমাদের বাংলাদেশে রাস্তায় চলতে দেখা যায়। উত্তরা মোটরস লিমিটেড বাংলাদেশে বাজাজের একমাত্র পরিবেশক এবং আমদানীকারক। সম্প্রতি বাজাজ তাদের মোটরসাইকেলগুলোর দাম নির্ধারণ করেছে। চলুন দেখে আসি বাজাজ মোটরসাইকেলের সর্বশেষ দাম।




bajaj-motorcycles-price-july-2017



Bajaj Avenger Street 150
দেখতে ক্রুজার ক্যাটাগরি এবং বাজাজের ভিন্নধর্মী একটি বাইক। বাইকটি সব দিক থেকে দেখতে যেমন- ডিজাইন, কালার কম্বিনেশন, সিটিং পজিশন, ফুয়েল ট্যাংকার এবং অন্যান্য বডি পার্টস গুলো বাইকটিকে ক্রুজার লুক এনে দিয়েছে। বাইকটিতে অসাধারণ কিছু ফিচারও রয়েছে। ইঞ্জিন এর দিকে বলতে গেলে এর ১৫০ সিসি টুইন স্পার্ক, ৪ ভাল্ভ, এয়ার কুলড, ডিটিএসআই ইঞ্জিন রয়েছে এবং ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার 14.54 @ 9000(Ps @ RPM) এবং ম্যাক্স টর্ক 12.5 @ 6500 (Nm @ RPM), ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং উন্নতমানের সাসপেনশান রয়েছে। ১৪ লিটার ফুয়েল ধারন ক্ষমতাসম্পন্ন ফুয়েল ট্যাংকার সহ বাইকটির সব কিছু দেখতে বেশ চমৎকার। বাইকটির দাম ১,৯৯,৫০০.০০ টাকা

Bajaj V15
বাজাজের এই বাইকটি দেখতে সেমিক্রুজার টাইপ বাইকের মত। এছাড়াও অসাধারণ কালার পলিস এবং চমৎকার লুক যে কোন রাইডারের দৃষ্টি আকর্ষণ করবে। বাইকটির ইঞ্জিন ১৪৯.৫ সিসির সাথে সিংগেল সিলিন্ডার, ৪ স্ট্রোক, SOHC , ২টি ভাল্ভ, এয়ার কুল্ড, DTS-I ইঞ্জিন রয়েছে যেটা ম্যাক্স পাওয়ার 12 @ 7500 (Ps @ RPM) এবং ম্যাক্স টর্ক 13 @ 5500 (Nm @ RPM) তৈরি করতে সক্ষম। এই ধরনের ইঞ্জিন পারফরমেন্স এবং মাইলেজ অনেক ভাল দিবে। সাসপেনশন, ব্রেকিং এবং টায়ার সব মিলিয়ে ১৫০ সিসির কমিউটার বাইক হিসেবে অসাধারণ। বাইকটির দাম ১,৬৭,৫০০.০০ টাকা।

Bajaj CT 100
বাইকটি ১০০ সিসি কমিউটার বাইক হিসেবে আমাদের দেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। সুন্দর আউটলুক, সাধারন গ্রাফিক্স সহ বাইকটির পারফরমেন্স খুবই সুন্দর। বাইকটির ইঞ্জিন ৯৯.২ সিসি ৪ স্ট্রোক ইঞ্জিন যার ম্যাক্স পাওয়ার 8.2 ps @ 7500 rpm এবং ম্যাক্স টর্ক 8.05 Nm @ 4500 rpm। বাইকটির মাইলেজ ৮০ কিমি প্রতি লিটারে এবং সেই সাথে ইঞ্জিন পারফরমেন্স, ভাল স্পীড যেটা বাইকটির ইঞ্জিন দিয়ে থাকে। বাইকটির দাম ৯৫,৫০০.০০ টাকা।

Bajaj Platina 100
১০০ সিসির কমিউটার বাইক হিসেবে বাইকটি দেখতে অনেক সুন্দর এবং সামান্য স্টাইলিশ ডিজাইন। অন্যান্য ১০০ সিসি কমিউটার বাইকের তুলনায় এর সিটিং পজিশন বেশ বড় এছাড়াও ডিজাইন, পারফরমেন্স, ফিচার সবকিছুই বেশ সন্তোষজনক। বাইকটির দুটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। একটি হল Bajaj Platina 100 ES (electric start) যার দাম ১,১৭,৫০০.০০ টাকা এবং আরেকটি হল Bajaj Platina 100 KS (kick Start) যার দাম ১,০৬,৫০০.০০ টাকা।

Bajaj Platina 125
এই ১২৫ সিসির বাইকটি Bajaj Platina এর আপডেটেড সিরিজের বাইক। Platina 100 এবং Platina 125 এই বাইক দুটির আউটলুক এবং ডিজাইন বেশ কাছাকাছি কিন্তু ফিচার, পারফরমেন্স এবং ইঞ্জিন পাওয়ার Platina 100 থেকে একদম ভিন্ন।বর্তমান দাম ১,৩৩,৫০০.০০ টাকা।

Bajaj Discover 100
Discover সিরিজের বাইকগুলো বাংলাদেশে অনেক আগে থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করে আসছে। ১০০ সিসির বাজাজের বাইকগুলোর মধ্যে Discover 100 বাইকটি বেশ স্টাইলিশ এবং বাইকটিতে সুন্দর কিছু ফিচার রয়েছে। বাইকটির ইঞ্জিন ৯৪.৩৬ সিসি, DTsi, এয়ার কুল্ড যেটা ম্যাক্স পাওয়ার 7.7Ps @ 7500rpm এবং ম্যাক্স টর্ক 7.85Nm @ 5000rpm দিতে সক্ষম। এছাড়াও মাইলেজ, স্পীড, ব্রেকিং ,সাসপেনশন সব মিলিয়ে অসাধারণ একটি বাইক। বাইকটির দাম ১,২৯,৫০০.০০ টাকা।

Bajaj Discover 125
Platina সিরিজের মতো বাজাজ তাদের Discover সিরিজে আপডেট কিছু কালেকশান যোগ করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল Bajaj Discover 125 ।ডিজাইন এবং ডাইমেনশন বলতে গেলে 100cc Discover এর মতো কিন্তু ইঞ্জিন আউটপুট, মাইলেজ পাওয়ার, স্পীড এবং অন্যান্য সব কিছু বেশ ভাল। বাইকটির ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক দুটিই বাজারে পাওয়া যাচ্ছে। ডিস্ক ব্রেকসহ এর দাম ১,৫২,৫০০.০০ টাকা এবং ড্রাম ব্রেকসহ এর দাম ১,৪১,৫০০.০০ টাকা।

Bajaj Pulsar 150
বাংলাদেশে সর্বচ্চো বিক্রিত মোটরসাইকেল হল Bajaj Pulsar 150 এবং পালসারের হাত ধরেই বাংলাদেশে তাদের ১৫০ সিসির মোটরসাইকেলের যাত্রা শুরু। বাইকটিতে অন্য রকম একটি আভিজাত্যের ছোঁয়া আছে। Bajaj Pulsar 150 মোটরসাইকেলটি গঠিত হয়েছে ৪ স্ট্রোক, DTs-i, এয়ার কুল্ড, ১৪৯ সিসির ইঞ্জিন দ্বারা যার ম্যাক্স পাওয়ার 15.1Ps@9000 rpm এবং ম্যাক্স টর্ক 12.45Nm@6500 rpm রয়েছে। ইঞ্জিন পার্ট ছাড়াও বাইকটিতে চমৎকার কিছু ইলেকট্রিক্যাল, ডিজাইন, ব্রেকিং এবং সাসপেশন রয়েছে। ১৫ লিটার ফুয়েল ধারন ক্ষমতা সম্পন্ন বড় আকৃতির ফুয়েল ট্যাংকার রাইডিং এর সময় বেশ আরাম দেয়। বাইকটির বর্তমান দাম ১,৭৭,৫০০.০০ টাকা।

Bajaj Pulsar AS 150
এই বাইকটির মাধ্যমে পালাসার পরিবারের আরেকজন সদস্য যোগ হল। এই বাইকটি মুলত তৈরি করা হয়েছে Adventure Sports (AS) হিসেবে। এগ্রেসিভ লুকস,স্টাইলিশ কালার এবং আকর্ষণীয় কিছু ফিচার বাইকটিকে অন্যান্য ১৫০ সিসি বাইকের থেকে আলাদা করেছে। বাইকটির ইঞ্জিন এর ম্যাক্স পাওয়ার 17.0 PS @9500 rpm এবং ম্যাক্স টর্ক 13.0 Nm @7500 rpm রয়েছে। ভাল সাসপেনশন, মাস্কুলার ডিজাইন, ব্রেকিং সব মিলিয়ে চমৎকার একটি বাইক। বাইকটির বর্তমান দাম ২,২৩,৫০০.০০ টাকা

Bike News

Lifan Bike Price in Bangladesh March 2025
2025-03-20

Lifan is one of the best motorcycle brands in the Bangladeshi motorcycle market, whose reputation is heard by bike lovers of a...

English Bangla
Suzuki Bike Price in Bangladesh March 2025
2025-03-18

Suzuki is a leading and very popular Japanese motorcycle brand in the motorcycle market of Bangladesh. As because, most of their p...

English Bangla
Lifan giving flash sale on the occasion of Eid
2025-03-16

Lifan is a very familiar name to the diverse bike lovers of Bangladesh, each of whose bikes is attractive to bike lovers, whic...

English Bangla
3 best commuter bikes of Honda
2025-03-12

Honda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh March 2025
2025-03-11

Bajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...

English Bangla
Filter