একটি বাইক যার আছে নেকেড স্পোর্টস ডিজাইন, শক্তিশালী ১৬৪ সিসি ইঞ্জিন, ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, সামনে ও পেছনে মোটা টায়ার , প্রজেকশান হেডল্যাম্প এবং আরও সব ফিচারস। জ্বি বলছিলাম Bajaj Pulsar N160 এর কথা। তাহলে চলুন এই বাইক সম্পর্কে জেনে নিই।
এই Bajaj Pulsar N160 বাইকটা ইন্ডিয়ার বাজারে এসেছে চলতি বছরের জুন মাসে। যেহেতু Bajaj Pulsar N160 একটা ১৬৪সিসির বাইক সেহেতু আমাদের দেশের বাজারে আসার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ আমরা দেখেছি যে বাজাজ ইন্ডিয়ার মার্কেটে যে সকল ১৬০ সিসি মধ্যে বাইক নিয়ে আসে সেগুলো আমাদের দেশের বাজারে দ্রুত আসে । তাই এই বাইকটিও আসার সম্ভাবনা অনেক বেশি।আজকে আমরা এই বাইক নিয়েই আপনাদের সামনে কথা বলবো।
চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক এই বাইকের কি কি ফিচারস আছে।
• প্রথমত দেখা যাচ্ছে নেকেড স্পোর্টস ডিজাইন । এই ডিজাইনের ধারনাটা মুলত বাজাজ পালসার এন ২৫০ থেকে নেওয়া হয়েছে। প্রজেকশান হেডল্যাম্প, স্টাইলিশ এলয় রিম যা আমরা NS সিরিজে দেখতে পাই, স্টাইলিশ ইঞ্জিন কাউল, আকর্ষণীয় আন্ডারবেলি এসজস্ট , নিউ শেপ টেল লাইট, স্প্লীট সিটিং পজিশন ,। এছাড়াও গ্রাফিক্যাল বিষয়গুলো বেশ উন্নত দেখা যাচ্ছে।
• এই বাইকে বাজাজ ব্যবহার করেছে ১৬৪ সিসির অয়েল কুল্ড সিংগেল সিলিন্ডার এফআই ইঞ্জিন । এর ফলে বাইকের মাইলেজ বেড়ে যাবে এবং পারফরমেন্স স্মুথ হবে।
• বাইকটিতে ব্যবহার করেছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস। এটা ইন্ডিয়ার বাজারে দেখতে পাওয়া যায় এবং আমরা আশা করছি বাংলাদেশের বাজারেও এর ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং আসবে।
• এই বাইকের সিটিং পজিশন এর দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে ,এটা নিউ শেপের একটি স্পীট সিট যা রাইডার ও পিলিয়নকে খুব ভালো আরাম সরবরাহ করতে সক্ষম।
• এছাড়াও আরও ফিচারস এর মধ্যে রয়েছে নতুন ডিজাইনের মিটার কনসোল যা বাজাজ তাদের থিম ঠিক রেখে মিটারটা একটু আকর্ষণীয় করেছেএদিকে ইউএসবি চার্জিং অপশন, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, সামনে টেলিস্কোপিক পেছনে মোনোশক সাসপেনশন, সামনের দিকে ১০০ সাইজের এবং পেছনের দিকে ১৩০ সাইজের মোটা টায়ার সহ আরও অনেক, আর সব মিলিয়ে এই বাইকের ওজন রয়েছে ১৫২ কেজিতে।
সবশেষে , এই ছিলো Bajaj Pulsar N160 নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। সবাই সাবধানে রাইড করবেন।