Yamaha Banner
Search

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএস উন্মোচন করল উত্তরা মোটরস

2019-09-29

বাজাজ পালসার এনএস১৬০ এফআই এবিএস উন্মোচন করল উত্তরা মোটরস


Bajaj-Pulsar-NS160-Fi-ABS-Launched-in-Bangladesh

[ ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ] দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল আমদানী, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটরস বাজাজ পালসার এনএস১৬০ এফআই-এবিএস দেশের বাজারে উন্মোচন করলো, রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের মাধ্যমে। বাজাজ অটো- এর নতুন এই মোটরসাইকেলটিতে ফুয়েল ইনজেকশন এবং এন্টি লক ব্রেকিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মোটরসাইকেলটি ক্রয় করা যাবে ২,৫৪,৯০০ টাকায়।


Bajaj-Pulsar-NS160-Fi-ABS-Launched-in-Bangladesh-02

সেরা প্রযুক্তি সমৃদ্ধ পালসার এনএস১৬০ বাইকটিতে ব্যবহার করা হয়েছে পেরিমিটার ফ্রেম যা এই সেগমেন্টে অন্যান্য বাইকের তুলনায় অনেক মজবুত এবং ব্যাতিক্রম। তার সাথে রয়েছে ৪ ভালভ ফুয়েল ইনজাকশন ডিটিএস-আই ইঞ্জিন যা পূর্বের এনএস১৬০ বাইকটিতে ছিলো কারবুরেটর ইঞ্জিন। এছাড়াও আন্ডারবেলী এক্সজস্ট, নাইট্রক্স মনোশক সাসপেনশন, টিউবলেস টায়ার এবং স্ট্রীট ফাইটার নেকেড ডিজাইন মোটরসাইকেলটিকে পরিণত করেছে সত্যিকার নেকেড স্পোর্টস বাইকে। হাইড্রলিক দ্বারা পরিচালিত এন্টি লক ব্রেকিং সিস্টেম প্রযুক্তির মোটরসাইকেলটির সামনের চাকায় ২৬০ মিমি ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ২৩০ মিমি ডিস্ক রয়েছে।


Bajaj-Pulsar-NS160-Fi-ABS-Launched-in-Bangladesh-02

উন্মোচন অনুষ্ঠানে উত্তরা মোটরস এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মতিউর রহমান বলেন, “বাংলাদেশে উচ্চগতি ও শক্তিশালী মোটরসাইকেলের চাহিদা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং দক্ষতাসম্পন্ন প্রিমিয়াম বাইকের প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে । এই জন্য উওরা মোটরস বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন মডেলের বাজাজ মোটরসাইকেল নিয়ে আসছে, তবে যারা সত্যিকারের ব্লু- স্পোর্টস বাইক খুঁজছেন তাদের চাহিদা মেটাতে সক্ষম হবে পালসার এনএস১৬০ এফআই-এবিএস।

অনুষ্ঠানে ভারতের বাজাজ অটো লিমিটেড- এর ভাইস প্রেসিডেন্ট মিলিন্দ বাদে বলেন, “বাংলাদেশের বাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । কার্যত, বিশ্বের দ্রুত বর্ধনশীল মোটরসাইকেল বাজারগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম। পালসার মোটরসাইকেল সবসময় সবশ্রেণির মানুষের কথা বিবেচনা করে তৈরি করা হয়। ফুয়েল ইনজাকশন এবং এন্টি লক ব্রেকিং (এবিএস) সিস্টেম প্রযুক্তির মোটরসাইকেলটি বাংলাদেশের স্পোর্টস বাইকারদের জন্য দুর্দান্ত পারফরমেন্স এবং কন্ট্রোলিং সুবিধা দেবে। এর বৈশিষ্ট্যগুলো চালকদের আত্মবিশ্বাসের সাথে যে কোন যাত্রা শুরু করতে এবং নির্ভয়ে চলাচলের প্রেরণা যোগাবে।

আজ থেকে দেশব্যাপী উত্তরা মোটরসের সবকটি শোরুম থেকে পালসার এনএস১৬০ এফআই-এবিএস প্রি-বুকিং দেওয়া যাবে। প্রি-বুকিং দেয়া মোটরসাইকেলগুলো ২-৩ সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, উত্তরা মোটরস সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে এনএস১৬০ এর টুইন ডিস্ক ভার্সন। মোটরসাইকেল প্রেমিদের মাঝে বাইকটি অভূতপূর্ব সাড়া ফেলেছে। মোটরসাইকেলটির মুল্য ধরা হয়েছে ১,৮৬,৯০০ টাকা। মোটরসাইকেলটি প্যাশন রেড+ সাটিন ব্লাক, পার্ল মেটালিক হোয়াইট+ সাটিন ব্লাক, গ্লসি পিউটার গ্রে+ সাটিন ব্লাক, সেফায়ার ব্লু + সাটিন ব্লাক- এ চারটি রং-এ পাওয়া যাবে।

উত্তরা মোটরস লিমিটেড
বাংলাদেশে অটোমোবাইল সেক্টরের স্বনামধন্য, সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় মোটরসাইকেল আমদানীকারক, সংযোজনকারী, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উওরা মোটরস মোটরসাইকেল বিক্রয়ে এককভাবে ৪০% মার্কেট শেয়ার অধিকারী। উত্তরা মোটরস দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বাজাজ মোটরসাইকেল দীর্ঘ ৪ দশক ধরে সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস, ৩০০টির ও অধিক থ্রী এস ডিলার ( সেলস,সার্ভিস ও স্পেয়ার) এর মাধ্যমে বাজারজাত করে আসছে ও অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষনপ্রাপ্ত মেকানিক্স এর মাধ্যমে শহর থেকে গ্রাম গঞ্জে বিক্রোয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে। উত্তরা মোটরস বাংলাদেশে বাজাজ অটো লিমিটেডে ভারত, এর একমাত্র পরিবেশক।

Bike News

Top 3 bikes of Suzuki
2025-04-20

Suzuki is one of Japan's most recognizable motorbike brands renowned for its capable, performance-tuned, and stylish two-wheel...

English Bangla
Yamaha has organized Yamaha FZ25 Test Ride across the country
2025-04-17

Yamaha has organized a test ride of Yamaha's only higher cc bike Yamaha FZ25 in Bangladesh, where not only Yamaha bike users but...

English Bangla
Lifan Bike Price in Bangladesh April 2025
2025-04-13

Lifan is a very well-known bike brand in the biker community in the motorcycle market of Bangladesh and one of the reasons beh...

English Bangla
Yamaha FZ 25CC Bike Pre-Booking Offer is Live
2025-04-12

Yamaha has launched its high-cc bike, the Yamaha FZ 25, in the Bangladeshi market, creating quite a buzz among motorcycle enth...

English Bangla
Yamaha’s High-CC Bikes Finally Hit the Local Market
2025-04-10

The long-awaited Yamaha high-cc bikes are now officially available in the Bangladeshi market. ACI Motors has introduced high-c...

English Bangla
Filter