Yamaha Banner
Search

বাংলাদেশের বাজারে এলো বাজাজ পালসার এনএস১৬০

2018-02-04

বাংলাদেশের বাজারে এলো বাজাজ পালসার এনএস১৬০


Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh

[ঢাকা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮] আজ রাজধানী ঢাকায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে নতুন ১৬০ সিসির শক্তিশালী মোটরসাইকেল ‘বাজাজ পালসার এনএস১৬০’ এর বাজারজাত করন শুরু করলো দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল আমদানি, সংযোজন, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স। ‘দি ফাস্টেস্ট বাংলাদেশী’ শ্লোগানে ‘পালসার এনএস১৬০’ হচ্ছে ২০১৮ সালের বহুল প্রতীক্ষিত ও আলোচিত বাইক। বাংলাদেশে পালসারই হচ্ছে সর্বপ্রথম ও নাম্বার ওয়ান স্পোর্টস বাইক এবং তরুণ প্রজন্মের পছন্দের বাইক। বর্তমানে দেশে তিন লাখের ও বেশি পালসার বাইক রাস্তায় চলাচল করছে।

উল্লেখ্য, অগ্রিম বুকিং দেয়া ৩০জন ক্রেতাকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত উন্মোচন অনুষ্ঠানে ‘পালসার এনএস১৬০’-এর চাবি হস্তান্তর করা হয়।


Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh-02

উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে আরো ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ এবং বাজাজ অটো লি. ইন্ডিয়া-এর উর্ধ্বতন কর্মকর্তাগণ।

বক্তব্যকালে জনাব মতিউর রহমান বলেন, “বাংলাদেশে প্রতিনিয়ত উচ্চগতি ও শক্তিশালী মোটরসাইকেলের চাহিদা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং দক্ষতাসম্পন্ন প্রিমিয়াম বাইকের প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে। মোটরসাইকেল ক্রেতাদের জন্য উত্তরা মোটর্স সবসময় বাজাজের বিভিন্ন মডেলের গুনগত ও উন্নতমানের মোটরসাইকেল বাজারজাত করে থাকে, তবে যারা সর্বোচ্চ সিসি সীমার মধ্যে থেকে বহুমুখি ও কর্মক্ষম স্পোর্টস বাইক খুঁজছেন তাদের চাহিদা মেটাতে নিয়ে এলো আধূনীক প্রযুক্তির ‘বাজাজ পালসার এনএস১৬০’।


‘পালসার এনএস’ ১৬০.৩ সিসি, ৪ স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, অয়েল-কুল্ড ডিটিএস-আই ইঞ্জিন, ৮৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৫.৫ পিএস এবং ৬৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৪.৬ এনএম টর্কের শক্তিতে চলতে পারে বাইকটি, যা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ১৬০সিসির স্পোর্টস মোটরবাইক।


Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh-front

ষ্টীল রিজিড পেরিমিটার ফ্রেমের মধ্যে বাইকটির ইঞ্জিন বসানো হয়েছে ফলে অত্যন্ত সাবলীলভাবে এটি পরিচালনা করা যায়। এতে আরো আছে স্পোর্টস টেলিস্কোপিক ফর্কস ও নাইট্রোক্স মনো সাসপেনশন, সামনের চাকায় ২৪০ মি.মি. ডিস্ক ও পেছনের চাকায় ১৩০ মি.মি. ড্রাম ব্রেক এবং এটি মাত্র ১৪২ কেজি ওজনের। বাইকটিতে সর্বোচ্চ ১২ লিটার পর্যন্ত তেল ধারণের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে যা দীর্ঘ পথ পাড়ি দেয়ার ক্ষেত্রে আদর্শ একটি পরিমাণ।



Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh-fuel-tank

এগ্রেসিভ ও মাসকুলার লুক
বাইকটিতে রয়েছে এগ্রেসিভ ও মাস্কুলার লুক এবং দেখতে দানবের মতো। যেহেতু বাইকটি নেকেড স্পোর্টস ক্যাটাগরির তাই বাইকটার আউটলুক নেকেড স্পোর্টস বাইকের মতই।আমাদের পার্শ্ববতী দেশ ভারতে এই বাইকটা ডিজাইন ও মাস্কুলার লুকের জন্য অনেক জনপ্রিয়তা পেয়েছে। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে যে বাইকটার এগ্রেসিভ ও মাস্কুলার লুক বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়ানোর জন্য যথেষ্ট।


Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh-engine

শক্তিশালী অয়েল কুলড ইনজিন
বাইকটিতে বাজাজ চেষ্টা করেছে উন্নতমানের শক্তিশালী ইঞ্জিন সরবরাহ করার। আমরা লক্ষ্য করেছি যে বাইকটিতে ওয়েল কুল্ড ১৬০ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ওয়েল কুল্ড ইঞ্জিনের বৈশিষ্ট্য হচ্ছে ভালো ইঞ্জিন পারফরমেন্স সরবারাহ করে এবং এই ইঞ্জিনটা বেশিরভাগ হাই সিসি বাইকগুলোতে ব্যবহার করতে দেখা যায়। ওয়েল কুল্ড ইঞ্জিন প্রচুর শক্তি উৎপন্ন করতে পারে এবং দীর্ঘক্ষণ রাইডে রাইডার ইঞ্জিনের ঝামেলা কম অনুভব করেন।


Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh-suspension

আরামদায়ক সাসপেনশন
আরামদায়ক মনোশক সাসপেনশনের কারণে ভাঙ্গা রাস্তাতে রাইডার অনেক কম ঝাঁকুনি অনুভব করবে এবং হাই স্পীডে রাইডারকে অনেক ভালো ব্যালেন্সিং এনে দিবে। নরম মনোশক সাসপেনশন সর্বাধিক আরাম নিশ্চিত করে।



Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh-meter

মিটার
বাইকটিতে রয়েছে সুদৃশ্য মিটার কনসোল। যেখানে রয়েছে আরপিএম ইনডিকেটর,স্পীডোমিটার, ফুয়েল ইনডিকেটর, ওডোমিটার, লো ব্যাটারি ইনডিকেটর সহ অত্যাধুনিক ফীচারস।


Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh-seat

সিট
বাইকটিতে টু স্টেপ সিটিং পজিশন রয়েছে । রাইডারের সিটিং পজিশনটি ফুয়েল ট্যংকারের সাথে সুন্দরভাবে সংযোজন করা হয়েছে যার কারণে রাইডার খুব আরামের সাথে ব্যাংলেন্সিং পাবে এবং আত্ববিশ্বাসের সাথে রাইড করতে সক্ষম হবে। পিলিয়নের জন্য স্টেপআপ এবং আরামদায়ক সিটিং পজিশন রয়েছে।



Bajaj-Pulsar-NS160-is-now-in-Bangladesh-full-bike

পেরিমিটার ফ্রেম
পেরিমিটার ফ্রেম দামী বাইকগুলোতে বেশি লক্ষ্য করা যায়। বাজাজ পালসার এন এস ২০০ সিসিতেও পেরিমিটার ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং তারই রেশ ধরে ১৬০ সিসি এন এস বাইকটিতেও পেরিমিটার ফ্রেম ব্যবহার করা হয়েছে। পেরিমিটার ফ্রেমের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কন্ট্রোলিং নিশ্চিত করা এবং স্পীড, ব্রেকিং এর সুন্দর কম্বিনেশন রক্ষা করা; যা কড়া ব্রেক করলেও রাইডার নিমিষেই কন্ট্রোল করে নিতে পারবে।

আজ থেকে দেশব্যাপি উত্তরা মোটর্সের সবকটি শোরুম থেকে ‘বাজাজ পালসার এনএস১৬০’ বাইকটি ক্রয় করা যাবে ১,৯৯,৫০০ টাকায়। প্যাশন রেড, পার্ল মেটালিক হোয়াইট, সেফায়ার ব্লু ও গ্লসি পিউটার গ্রে সহ মোট চারটি রং-এ পাওয়া যাবে।

Bike News

Lifan Bike Price in Bangladesh March 2025
2025-03-20

Lifan is one of the best motorcycle brands in the Bangladeshi motorcycle market, whose reputation is heard by bike lovers of a...

English Bangla
Suzuki Bike Price in Bangladesh March 2025
2025-03-18

Suzuki is a leading and very popular Japanese motorcycle brand in the motorcycle market of Bangladesh. As because, most of their p...

English Bangla
Lifan giving flash sale on the occasion of Eid
2025-03-16

Lifan is a very familiar name to the diverse bike lovers of Bangladesh, each of whose bikes is attractive to bike lovers, whic...

English Bangla
3 best commuter bikes of Honda
2025-03-12

Honda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh March 2025
2025-03-11

Bajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...

English Bangla
Filter