দেশজুড়ে বাজাজ পালসার স্টান্ট ও সার্ভিস ক্যাম্প এর অংশ হিসেবে যশোরে অনুষ্ঠিত হয়ে গেল বাজাজ ও উত্তরা মোটরস আয়োজিত ১ দিন ব্যাপী পালসার স্টান্ট ফেস্ট ও সার্ভিস ক্যাম্প। ঢাকা, চট্রগাম ও সিলেটে সফলভাবে পালসার স্টান্ট ফেস্ট ও সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হবার পর গত ৮ই ডিসেম্বর যশোর শহরের প্রাণ কেন্দ্র উপশহর কলেজ মাঠ ( নিউ মার্কেট উপশহর) এ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানটি বাজাজ এবং উত্তরা মোটরস যশোর শহরের সকল পালসার বাইক ব্যবহারকারীদের জন্য আয়োজন করে। মোটরসাইকেল ভ্যালীর টিম মেম্বারগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শুরু হয় ৮ই ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০টা থেকে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো সকল পালসার বাইক ব্যবহারকারীদের জন্য ফ্রি সার্ভিস ক্যাম্প এবং সেখানে বাজাজ ও উত্তরা মোটরস অনুমোদিত সকল স্পেয়ার পার্টসে ছিলো ১০% মুল্য ছাড়।
অন্যদিকে যারা পুরাতন পালসার বিক্রি করে নতুন পালসার কিনতে চান তাদের জন্য ছিলো বাইক এক্সচেঞ্জের বড় সুযোগ। এছাড়াও পালসার ব্যবহারকারীদের জন্য ছিলো র্যাফেল ড্র, টি শার্ট, গেমস সহ ইত্যাদি আয়োজন।
অনুষ্ঠানের আকর্ষনের মুল আরেকটি কেন্দ্রবিন্দু ছিলো "পালসার স্টান্ট ফেস্ট" সেখানে বাংলাদেশের জনপ্রিয় স্টান্ট রাইডারস গ্রুপ "হন্ট রাইডারস" স্টান্ট ফেস্টটিতে তাদের মনমুগ্ধকর বাইক কসরত প্রদর্শন করে। সেখানে অনুষ্ঠানটি দেখার জন্য মানুষজনের ছিলো উপচে পড়া ভীড়।
বাজাজ ও উত্তরা মোটরস লিমিটেড সফলভাবে তাদের এই অনুষ্ঠান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পন্ন করেন এবং গ্রাহকদের থেকে ইতিবাচক সাড়া পান। তাদের পরবর্তী পালসার স্টান্ট ফেস্ট ও সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হবে ১৫ই ডিসেম্বর খুলনায় এবং পরে ২২ শে ডিসেম্বর মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে।