সম্প্রতি বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে নতুন একটি নাম যোগ হয়েছে এবং সে নামটা হল বিটল বোল্ট। আমেরিকান এই মোটরসাইকেল ব্রান্ডটি বাংলাদেশে তাদের স্টাইলিশ কিছু বাইক এবং স্কুটার নিয়ে এসেছে। বিটল বোল্ট চেষ্টা করে যাচ্ছে ভালো মানের প্রডাক্ট স্বল্প দামে গ্রাহকদের হাতে তুলে দেবার। বাংলাদেশে ধিরে ধিরে জনপ্রিয়তা অর্জন করে যাচ্ছে । এবছর আশা করা যায় তারা আরও বেশি জনপ্রিয়তা অর্জন করবে । তারা জানুযারি মাসের জন্য তাদের বাইকগুলোর দাম নির্ধারণ করেছে। চলুন দেখে নেওয়া যাক বিটল বোল্টের জানুযারী মাসের সর্বশেষ মুল্য তালিকা।
বিটল বোল্ট এলিগেটর
সুন্দর ডিজাইন, মাস্কুলার বডি কিট, ডাবল হেডল্যাম্প, অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম এসব কিছু আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে বাইকটিকে। ১৫০ সিসির এই বাইকটির ইঞ্জিনে রয়েছে ১৩.৫ পিএস ম্যাক্স পাওয়ার এবং ১১.৫ এনএম টর্ক যা বেশ ভালো গতি তুলতে সক্ষম। বিটল বোল্ট দাবি করে যে তাদের এই বাইকটির মাইলেজ হবে প্রায় ৪৫ কিমি এর মত এবং টপ স্পীড দিবে ১২০ কিমি প্রতি ঘণ্টা। দানবীয় এই বাইকটির ওজন রয়েছে ১৩৯ কেজি। বর্তমান মুল্য ২২৫০০০ টাকা।
বিটল বোল্ট এলিগেটর ভার্সন ২
এলিগেটরের পূর্বের ভার্সনের তুলনায় ভার্সন ২ তে টেকনিক্যাল এবং ডিজাইন গত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা অন্যান্য বিষয়গুলো আগের ভার্সনের মতই রয়েছে। ভার্সন ২ এর বর্তমান দাম ২৫৫০০০ টাকা।
বিটল বোল্ট করবেট
১৫০ সিসির এই বাইকটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনিভাবে রাইড করে ও সিটিং পজিশনে বসে বেশ আরাম। এর ইঞ্জিনে রয়েছে ১৩.৫ পি এস ম্যাক্স পাওয়ার এবং ১১.৫ এন এম ম্যাক্স টর্ক যেটা আমরা এলিগেটর ভার্সন ১ ও ২ উভয়ইতে লক্ষ্য করেছি তবে বাইকটির ওজন প্রায় ১৫০ কেজি। বাইকটির বর্তমান দাম ১৯৫০০০ টাকা ।
বিটল বোল্ট স্টিঞ্জার
১৫০ সিসির এই বাইকটি ফিচারস পূর্বের বাইকগুলোর মতোই রয়েছে তবে এর গঠন ও ডিজাইনটা একটু ভিন্ন হওয়ার কারণে ওজনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বাইকটির ওজন প্রায় ১৩৯ কেজি। বর্তমান মুল্য ১৯৫০০০টাকা
বিটল বোল্টের আকর্ষনীয় ডিজাইন এবং শক্তিশালী ইনজিনের বেশ কিছু স্কুটার রয়েছে-
বিটল বোল্ট আলফা
১২৫ সিসির এই স্কুটারটি দেখতে বেশ মার্জিত এবং আধুনিক ফিচারস সমৃদ্ধ। স্কুটারটির ইঞ্জিনের রয়েছে ৮ পি এস ম্যাক্স পাওয়ার এবং ৭.৮ এন এম ম্যাক্স টর্ক যেটা অনেক ভাল গতি সরবরাহ করতে সক্ষম। অন্যদিকে কোম্পানী দাবি করে এর মাইলেজ ৬০ কিমি । স্কুটারটির বর্তমান দাম ১২৫০০০ টাকা।
বিটল বোল্ট আইভি৭
৫০ সিসির এই স্কুটারটি গঠন অনেকটা ১২৫ অথবা ১৫০ সিসি স্কুটারের মতো। তাদের এই স্কুটারটির ইঞ্জিনে রয়েছে ৪৯.৬ সিসি সিংগেল সিলিন্ডার ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার ৩.৫ পি এস এবং ম্যাক্স টর্ক ২.৮ এন এম দিতে সক্ষম। স্কুটারটির বর্তমান দাম ৯৫০০০ টাকা।
বিটল বোল্ট মাস্টাং
১৫০ সিসির শক্তিশালী এই স্কুটারটির ডিজাইন ও ডাইমেনশন বেশ সুন্দর। অন্যদিকে ইঞ্জিনে রয়েছে ৯ পি এস ম্যাক্স পাওয়ার এবং ৮.৮ এন এম ম্যাক্স টর্ক। কোম্পানী দাবি করে যে স্কুটারটির মাইলেজ হবে ৫০ কিমি প্রতি লিটার এবং ওজন প্রায় ১০৯ কেজি। বর্তমান মুল্য ১৬৫০০০ টাকা।
বিটল বোল্ট ভাইপার এফএক্স
১২৫ সিসির একটি স্কুটার যার রয়েছে সুন্দর ডিজাইন ও আউটলুক এবং ইঞ্জিনের শক্তিটা স্কূটার হিসেবে যেমন থাকার কথা ঠিক সেরকমই রয়েছে। বিটল বোল্ট দাবি করে যে তাদের এই স্কুটারটি মাইলেজ দিবে ৬০ কিমি এবং টপ স্পীড দিবে ১০০ কিমি/ঘণ্টা। স্কুটারটির ওজনটা ১০২ কেজির মত। বর্তমান দাম ১৪৫০০০ টাকা।
বিটল বোল্ট ভাইপার জিটিএক্স
এই স্কুটারটির গঠন ও ডিজাইন একটু ভিন্ন অর্থাৎ একটু ক্ল্যাসিক্যাল ডিজাইন ও গঠন লক্ষ্য করা যায় ।এদিকে ইঞ্জিনে রয়েছে ১২৫ সিসি সিংগেল সিলিন্ডার যেটা ম্যাক্স পাওয়ার ৮.৬ পি এস এবং ম্যাক্স টর্ক ৮.৮ এন এম দিতে সক্ষম। কোম্পানী দাবি করে যে স্কুটারটির মাইলেজ হবে ৫০ কিমি এবং টপ স্পীড ১০০ কিমি/ঘন্টা। বর্তমান মুল্য ১৫৫০০০ টাকা।
যারা সহনীয় দামে আধুনিক ফিচারস সমৃদ্ধ বাইক বা স্কুটার কিনতে চান তারা বিটল বোল্টকে পছন্দ করে নিতে পারেন,। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের স্কুটার ও বাইক লুফে নিন।