বিশ্ববিখ্যাত ইটালীয়ান ব্রান্ড বেনেলি অটো এক্সপো ২০২৩-এ একসাথে তিনটি শক্তিশালী ক্রুজার মোটরসাইকেলের উন্মোচন করেছে। একটি ক্রুজার বাইকে যেসকল ফিচার এবং ডিজাইন থাকার কথা তার সবই বা তার থেকেও বেশিকিছু আছে এই বাইকগুলিতে। বেনেলির সদ্য উন্মোচন ক্রুজার গুলো হলোঃ
• LFC 700
• Benelli LFS 700
• Benelli Dark Flag
এই বাইকগুলির বিভিন্ন দিক নিয়ে নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলোঃ
LFC 700
বেনেলির এই মডেলটাই ৪ সিলিন্ডারসহ একটি ৬৮০ সিসি লিকুইড কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। তবে এই ইঞ্জিনটি ৯১ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনে দেওয়া হয়েছে ম্যানুয়াল গিয়ার বক্স। ২৭৫ কেজি ওজনের বাইকটিতে ২০ লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। ডিজাইনের দিক থেকে পাওয়ার ক্রুজারের মতো মনে হতে পারে অধিকাংশ ক্রুজার প্রেমীদের কাছেই। এতে রয়েছে ইউএসডি ফর্ক, ফরওয়ার্ড সেট ফুটপেগ, বার এন্ড মিরর, ৩১০-সেকশন রিয়ার টায়ার এবং ডুয়েল ডিস্ক ব্রেক সেটআপ।
Benelli LFS 700
ঠিক Benda ব্রান্ডের LFS 700 - এর মতো ৪ সিলিন্ডারসহ একটি ৬৮০ সিসি লিকুইড কুলড ইঞ্জিন থাকছে Beneli এর এলএফএস ৭০০। এই ইঞ্জিনটি ৭৪ বিএইচপি শক্তি এবং ৬৭ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে একটি ৬ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। ২২৬ কেজি ওজনের বাইকটিতে ১৮ লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক থাকছে। বেন্ডা ব্র্যান্ডের আওতায় থাকা এলএফএস ৭০০ ডিজাইনের দিক থেকে একটি স্ট্রিট নেকেড বাইক। শুধুমাত্র তাই নয়, এটি হল একটি পাওয়ার ক্রুজার এবং একটি ফ্ল্যাট ট্র্যাক রেসারের সংমিশ্রিত রূপ। পেশীবহুল দৈহিক গঠন LFS 700 - এর ডিজাইনে নতুন একটি মাত্রা যোগ করেছে। হলুদ রঙের মিশ্রনটি এই বাইকটাকে দারুন একটি স্পোর্টি লুক দিয়েছে।
Dark Flag
ডার্ক ফ্লাগ ক্রুজার বাইকটির আলাদাভাবে উল্লেখযোগ্য কয়েকটি ফিচারের মধ্যে রয়েছে ক্রুজারের মতই নিচু সিট, বেশ চওড়া হ্যান্ডেলবার, ফরওয়ার্ড সেট ফুটপেগ, অ্যালয় হুইল, সিঙ্গেল হেডলাইট এবং মোটা এগজস্ট। যার মধ্যে ৪৯৬ সিসি ভি৪ ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ৫২ বিএইচপি শক্তি এবং ৪২ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। ২৩১ কেজি ওজনের বাইকটিতে ১৬ লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক থাকছে যা দুরের পথে বার বার ফুয়েল রিফিলের ঝামেলা কমাবে।
এই ক্রুজার বাইকগুলোর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৭০ থেকে ১৯৫ কিলোমিটার। আশা করা হচ্ছে এ বছরই ভারতে লঞ্চ হতে পারে বাইকগুলো। চীনের বাজারে বাইকগুলো বিক্রি হচ্ছে যার দাম বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ থেকে শুরু।