আমাদের দেশে স্বদেশী এবং অন্যান্য দেশের যে সকল মোটরসাইকেল ব্র্যান্ড রয়েছে তাদের থেকে রানার কোন অংশেই পিছিয়ে নেই। বিভিন্ন দেশের ব্র্যান্ডের মধ্যে আমাদের স্বদেশী রানার অটোমোবাইল তাদের বাইকের বিক্রির সংখ্যার দিক থেকে অনেকটাই এগিয়ে। রানার চেষ্টা করে তাদের বাইকের দাম সহনীয় পর্যায়ে রেখে ভালো কোয়ালিটি এবং ফিচারস সরবরাহ করার। যারা রানার বাইক ব্যবহার করেন তারা অনেকেই বাইকের দামের দিক থেকে বেশি সন্তুষ্ট থাকেন। রানার অটোমোবাইল বিভিন্ন সুবিধা নিয়ে গ্রাহকদের সামনে হাজির হয় বিধায় এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। দেশের মানুষের চাহিদা এবং মানুষের রুচিকে প্রাধান্য দিয়ে রানার নিত্য নতুন ডিজাইনের নতুন নতুন বাইক বাজারে নিয়ে আসার চেষ্টা করছেন। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে রানার আমাদের দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে বাইক রপ্তানি করেন।
আজকে আমরা টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সামনে তুলে ধরবো রানার এর সেরা ১২৫সিসির বাইক। আপনারা নিশ্চয়ই জানেন যে এই তথ্যগুলো আমরা আমাদের ডাটাবেজ, গ্রাহকদের মতামত, রিসার্চ ইত্যাদির ওপর ভিত্তি করে তৈরি করে থাকি।
Runner Turbo 125Runner Turbo 125 বাইকটি ১২৫সিসি সেগমেন্টের মধ্যে অনেক সুন্দর একটি বাইক। রানার চেষ্টা করেছে এ বাইকের সাথে নতুন নতুন ফিচারস দেওয়ার এবং বাইকটি কম দামের গ্রাহকদের হাতে তুলে দেওয়ার। আমরা জানি যে আমাদের দেশে ১০০ থেকে ১২৫সিসি বাইকের চাহিদা অনেক বেশি এবং সেটি মাথায় রেখে তাদের এই সুন্দর বাইকটি বাজারে নিয়ে এসেছে। বর্তমান সময়ে আমাদের দেশে রানার অটোমোবাইল চেষ্টা করছে কম দামের মধ্যে এবং কম সিসির মধ্যে ভালো মানের বাইক সরবরাহ করার। এই বাইকের ডিজাইন, আউটলুক ও গঠন এতটাই আকর্ষণীয় যে গ্রাহকরা এই বাইকটিকে ১৫০সিসির বাইক হিসেবে ধারণা করে থাকেন কিন্তু এটা রানারের আকর্ষণীয় ১২৫সিসির বাইক। রানার সর্বোচ্চ চেষ্টা করেছে এ বাইকের সাথে ভালো ফিচারস যুক্ত করার। আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে এ বাইকের ডিজাইন রয়েছে অনেকমাসকুলার এবং গ্রাফিক্সগুলো অনেক আকর্ষণীয়। ইঞ্জিনে তারা ব্যবহার করেছে ১২৪.৬সিসি এয়ার কুল্ড ইঞ্জিন যা ম্যাক্সপাওয়ার ৮.৪ কিলোওয়াট@ ৮৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ১১ এনএম @ ৭০০০ আরপিএম। বাইকের ওজন ১৩৩ কেজি এবং হুইলবেজ ১৩২০মিমি।
Runner Turbo 125 বাইকের দাম ১,৩০,০০০ টাকা।আমাদের সাথে এখন পর্যন্ত ৫ জন Runner Turbo 125 ব্যবহারকারী তাদের ব্যবহারীক অভিজ্ঞতা শেয়ার করেছে। তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা এই বাইক থেকে মাইলেজ পাচ্ছে গড়ে ৪৫-৫০ কিমি প্রতিলিটার।
Runner Turbo 125 নিয়ে গ্রাহকদের আরও বিস্তারিত অভিজ্ঞতা জানতে ক্লিক করুন
রানার সম্প্রতি সময়ে আরও একটি বাইক নিয়ে এসেছে তা হল Runner Turbo 125 Matte। এই বাইকটি Runner Turbo 125 এর থেকে কিছুটা আপডেট করা হয়েছে। গ্রাহকদের চাহিদা বিবেচনা করে বাজারে কম মূল্যে রানার নিয়ে এসেছে সুন্দর এই Runner Turbo 125 Matte বাইক। আশা করা যায় অদূর ভবিষ্যতে রানার আরো সুন্দর সুন্দর কিছু ১২৫সিসির বাইক বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসবে।
এতক্ষন আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের তথ্যগুলো পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবা