স্বদেশী ব্র্যান্ডের মধ্যে রানার এর অবস্থান খুব ভালো পর্যায়ে রয়েছে। আমাদের দেশে অন্যান্য যে নামিদামি ব্র্যান্ডগুলো রয়েছে তার সাথে রানার চেষ্টা করছে প্রতিযোগিতাপূর্ণ একটি মার্কেট তৈরি করা এবং ভালো মানের বাইক গ্রাহকদের সরবরাহ করা। ভালো মানের বাইক সরবরাহ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি মাথায় আসে তাহল ভালো ফিচারস এবং বাইকের দাম। একজন গ্রাহক তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য বাজেট ফ্রেন্ডলি একটি বাইক খুঁজে যার ফিচার এবং পারফরম্যান্স খুবই ভালো হবে। সেই বিষয়টি মাথায় রেখেই রানার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ভালো মানের বাইক বাজারে সরবরাহ করার। ৮০ সিসি থেকে শুরু করে ১৬৫সিসি পর্যন্ত রয়েছে অনেক সুন্দর সুন্দর বাইক। বিভিন্ন বয়সের রাইডার, বিভিন্ন অঞ্চলভেদে রানার টার্গেট কিছু বাইক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে।
আজকে আমরা
টিম মোটরসাইকেলভ্যালী আপনাদের সাথে আলোচনা করব রানারএর সেরা ১৫০সিসির বাইক নিয়ে। ১৫০সিসির মধ্যে খুববেশি বাইক নেই তবে যেটি রয়েছে তা ফিচারস এবং অন্যান্য দিক থেকেও কোন অংশে কম নয়। আমাদের সাথে অনেকেই এই বাইক নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করেছেন যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের সামনে তাদের অভিজ্ঞতা এবং আমাদের ডাটাবেজের আলোকে কিছু তথ্য উপস্থাপন করব। চলুন তাহলে শুরু করা যাক রানারের সেরা ১৫০সিসির বাইক।
Runner Knight Rider বাইকটি রানারের ১৫০সিসির অনেক সুন্দর একটি বাইক। তারা এই বাইকটি তাদের প্রথম ১৫০সিসি সেগমেন্টে যুক্ত করে এবং বাজারে ভালই সাড়া ফেলে। এই বাইকটি তারা খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এবং লেটেস্ট কিছু ফিচারস ও গ্রাফিক্সযুক্ত করার চেষ্টা করেছে। ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে বাইকটি ডিজাইন খুবই মার্জিত এবং যে কোন রাইডারের সাথে এটি মানানসই হতে সক্ষম। অন্যদিকে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে শক্তিশালী ১৫০সিসি ইঞ্জিন যা ম্যাক্স পাওয়ার ৮.৯ কিলোওয়াট @ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ১২.২ এনএম @৫৫০০ আরপিএম। রানার দাবি করে যে এই ইঞ্জিন ৫০ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম এবং ঘন্টায় ১২০ কিমি টপস্পীড তুলতে সক্ষম। এই বাইকটি দামের দিক থেকেও অনেক কম যার ফলে গ্রাহকদের কাছে খুব ভাল গ্রহণযোগ্যতা পেয়েছে। কমদামের মধ্যে ১৫০সিসি বাইক তৈরি করে রানার খুব ভালো সুনাম অর্জন করেছে।
Runner Knight Rider বাইকের দাম ১,৫৭,০০০ টাকা।আমাদের সাথে এই Runner Knight Rider বাইক নিয়ে অনেকেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। তারা এই বাইকের ডিজাইন, কন্ট্রোল, আরাম, দাম এগুলো বেশি পছন্দ করেছেন। অনেক গ্রাহক বলেছেন যে রানার এর সার্ভিস সেন্টারের মান উন্নত করা উচিত। Runner Knight Rider বাইক থেকে তারা মাইলেজ পাচ্ছেন ৪০-৪৫ কিমি প্রতি লিটার।
Runner Knight Rider বাইক নিয়ে গ্রাহকদের অভিজ্ঞতা
পড়তে ক্লিক করুনRunner Knight Rider v2Knight Rider বাইকের ভার্সন ১ বাজারে নিয়ে আসার পর গ্রাহকদের চাহিদা অভিরুচির কথা মাথায় রেখে রানার চিন্তা করে যে বাইকের আরো আপডেট ফিচার সমৃদ্ধ মডেল বাজারে নিয়ে আসা উচিত। তাই তারা সেটি গবেষণা করে বাজারে বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসে Runner Knight Rider v2। পূর্বের ভার্সন থেকে এ বর্তমান ভার্সনের গ্রাফিক্যাল এবং কিছু কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে যা আগের মডেলে অভিযোগ ছিল। বলতে গেলে রানার গ্রাহকদের জন্য এটি রিফ্রেশ ভার্শন Runner Knight Rider v2 বাজারে নিয়ে এসেছে। Runner Knight Rider v2 হচ্ছে রানার এর ১৫০সিসি সেগমেণ্টের আরেকটি জনপ্রিয় মোটরসাইকেল। ইঞ্জিনের দিক থেকে পূর্বে এবং বর্তমানে একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কিন্তু ডিজাইন ও টেকনিক্যাল কিছু বিষয় উন্নত করা হয়েছে। এই বাইকটিতে রয়েছে শক্তিশালী ১৫০সিসি ইঞ্জিন যা ম্যাক্সপাওয়ার ৮.৯ কিলোওয়াট @ ৭৫০০ আরপিএম এবং ম্যাক্সটর্ক ১২.২ এনএম @৫৫০০ আরপিএম উৎপন্ন করে। রানার তাদের এই বাইক নিয়ে দাবি করে থাকে যে তাদের এই বাইক টপ স্পীড দিবে ১২০ কিমি প্রতি ঘন্টা এবং মাইলেজ দিবে ৪৫ থেকে ৫০ কিমি প্রতি লিটার।
Runner Knight Rider V2 বাইকের দাম ১,৬৬,০০০ টাকা ।আমাদের সাথে এই Runner Knight Rider v2 বাইক নিয়ে অনেকেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। তারা এই বাইকের ডিজাইন, কন্ট্রোল, আরাম, দাম এগুলো বেশি পছন্দ করেছেন। অনেক গ্রাহক বলেছেন যে রানার এর সার্ভিস সেন্টারের মান উন্নত করা উচিত।
Runner Knight Rider v2 বাইক থেকে তারা মাইলেজ পাচ্ছেন ৪০-৪৫ কিমি প্রতি লিটার।
Runner Knight Rider v2 বাইক নিয়ে গ্রাহকদের অভিজ্ঞতা
পড়তে ক্লিক করুনআশা করি আপনারা রানার এর সেরা ১৫০ সিসি বাইক সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন এই আর্টিকেল এর মাধ্যমে। আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি বাজারে যে সকল ভালো বাইক রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার।