আমাদের প্রতিদিনের ব্যস্ততা শুধু না বরং জীবন সহজ করার স্বার্থে এবং চলার স্বাধীনতার জন্যে মোটরসাইকেল বর্তমানে প্রতিটা পরিবারেই অপরিহার্য একটি বাহন। প্রয়োজন, স্বাচ্ছন্দ্য এবং বাজেট বিবেচনায় রেখে প্রতিদিন ব্যবহারে আমাদের জন্যে সবচেয়ে ভাল কোন মোটরসাইকেলটা এ নিয়ে অনেককে প্রশ্ন করতে শোনা যায়।
এই ধরনের প্রশ্ন খুব স্বাভাবিক কারন বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে এত পরিমানে মোটরসাইকেল আছে যেখানে নিজের চাহিদামত মোটরসাইকেলটা খুজে পাওয়া সহজ হলেও প্রয়োজনের সাথে মিল রেখে মোটরসাইকেল খুজে পাওয়াটা একটু কঠিন।
এইক্ষেত্রে সবার আগে যে বিষয়টা বিবেচনায় আনতে হবে তা হলো প্রতিদিন কি পরিমান দুরুত্ব আপনাকে চলতে হবে আর কোন মুল উদ্দেশ্যকে সামনে রেখে আপনি মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন?
আপনি যদি এই বিষয়গুলা নির্দিষ্ট করে ফেলতে পারেন তাহলে আপনি আপনার কাংক্ষিত মোটরসাইকেলটি পেতে পারেন আমাদের উল্লেখ করা নিম্নলিখিত তালিকা থেকেঃ
১০০সিসির সেরা বাইক সমুহ
- Hero HF Deluxe BDT. 86990
- Hero Splendor+ BDT. 94490
- TVS Metro BDT. 93,900
- Runner Bullet BDT. 1,06,000
- Runner Royal+ BDT. 1,02,000
- Bajaj CT100ES BDT. 97,500
১১০সিসির সেরা বাইক সমুহঃ
- Bajaj Discover 110 Disc BDT. 1,20,000
- Hero iSmart BDT. 99,990
- Hero Passion X Pro BDT. 1,01,490
- Suzuki Hayate BDT, 94,950
- Honda Dream BDT. 89,900
১২৫সিসির সেরা বাইক সমুহঃ
- Honda CB Shine SP BDT. 1,26,900
- Bajaj Discover 125 Disc BDT. 1,36,000
- Hero Glamour BDT. 1,14,490
- Hero Ignitor BDT. 1,21,490
- Yamaha Saluto BDT. 1,29,000
- Runner Turbo BDT. 1,31,000
ওপরে উল্লেখিত বাইকগুলাকে আমরা সাজিয়েছি ১০০সিসি থেকে ১২৫সিসি পর্যন্ত্ যেখান থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দমত বাইকটা, এখানে অবশ্য আপনি মডেল সিরিজের নামও পাবেন।
আপনাকে যদি শুধুমাত্র যাওয়া আসা যেখানে পথের দুরুত্ব মাঝারি বা উপজেলা থেকে জেলা শহরে সেক্ষেত্রে আপনি ১০০সিসি থেকে ১১০সিসি বাইকের মধ্যে আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে যেকোন একটি নিতে পারেন। আবার আপনি যদি মনে করেন বা আপনার প্রয়োজন বিবেচনা করে তারচেয়ে বেশি অর্থাৎ ১২৫সিসি বাইকের তালিকার দেখে সিদ্ধান্ত নিতে পারেন।
বলে রাখা ভাল যে এই বাইকগুলার অধিকাংশই পন্যবহন করার সক্ষমতা দিয়ে তৈরি আর বেশ শক্তপোক্ত গঠন যার জন্যে বাংলাদেশের যেকোন পথে খুব ভাল সাপোর্ট দেওয়ার ক্ষমতা রাখে।