হাই সিসি বাইকের স্বপ্ন প্রত্যেক বাইকারের রয়েছে। বাইকারদের স্বপ্ন পূরণের জন্য আমাদের দেশের বাজারে মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানী গুলো সিসি লিমিট বজায় রেখে হাই সিসি বাইকের স্বাদ দিয়ে তাদের বাইকগুলো বাজারে নিয়ে আসছে। ৩ লক্ষ টাকার উপর যে সকল বাইক রয়েছে সেই সকল বাইকগুলো দেখা যায় যে স্পোর্টস ক্যাটাগরির এবং এই সকল বাইকগুলোতে হাই সিসির একটা ভাব আছে। আজকে আমরা টিম মোটরসাইকেল ভ্যালী আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের বাজারে বিদ্যমান ৩ লক্ষ টাকার উপরে জনপ্রিয় বাইকগুলো নিয়ে।
Yamaha:
ইয়ামাহা আমাদের দেশের অনেক জনপ্রিয় ব্রান্ড। মোটরসাইকেল বাজারে অনেক আগে থেকেই ইয়ামাহা বাইকের অনেক চাহিদা আছে এবং তারা বর্তমানে গ্রাহুকদের চাহিদার শীর্ষে রয়েছে। প্রিমিয়াম ক্যাটাগরিতে তাদের বেশ কিছু বাইক রয়েছে যেগুলো আমাদের দেশের বাজারে দেখতে পাওয়া যায়। বাইকগুলো হল- Yamaha MT 15, Yamaha R15 V3 Racing Blue,Yamaha R15 V3 Dark Knight, Yamaha XSR 155, Yamaha NMax ।
Yamaha MT 15 বাইক হচ্ছে আকর্ষণীয় একটি নেকেড স্পোর্টস বাইক। ইঞ্জিন পারফরমেন্স, আধুনিক প্রযুক্তি সব কিছু মিলিয়ে গ্রাহকদের মন জয় করেছে এই বাইকটি। অন্যদিকে R15 সিরিজ ব্যাপক জনপ্রিয় এবং সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য বাজারে তারা নিয়ে এসেছে R15 এর অনেক সিরিজ। যেমন- Yamaha R15 V3 Racing Blue,Yamaha R15 V3 Dark Knight। স্টাইলিশ স্পোর্টস ডিজাইন, ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং, কন্ট্রোলিং ইত্যাদির জন্য এই বাইকগুলো অনেক জনপ্রিয়।
স্ক্র্যাম্বেলার বাইকের মধ্যে বর্তমানে বাংলাদেশের বাজারে দিন দিন ভালো জনপ্রিয়তা অর্জন করছে Yamaha XSR 155। এই বাইকের আছে ইউনিক স্টাইলিশ লুকস, ব্রেকিং, আরাম ও আধুনিক সব ফিচারস।
Yamaha MT 15 বাইকের বাংলাদেশের দাম ৪,১০,০০০ টাকা।
Yamaha R15 V3 Racing Blue বাইকের বাংলাদেশের দাম ৪,৮৫,০০০ টাকা।
Yamaha R15 V3 Dark Knight বাইকের বাংলাদেশের দাম ৪,৮৫,০০০ টাকা।
Yamaha XSR 155 বাইকের বাংলাদেশের দাম ৫,৪৫,০০০ টাকা।
Suzuki:
জাপানিজ জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে সুজুকির জনপ্রিয়তা অনেক বেশি পরিলক্ষিত হয়। বিশেষ করে এই ব্র্যান্ড বাংলাদেশের বাজারে স্টাইলিশ বাইক ও ভালো ফিচারস সমৃদ্ধ বাইক নিয়ে আসার ফলে গ্রাহকদের খুব সহজেই মন জয় করতে সক্ষম হয়েছে। তাদের প্রিমিয়াম সেগমেন্টে ৩ লক্ষ টাকার উপরে জনপ্রিয় যে বাইকগুলো আছে সেগুলো হল Suzuki GSX R Special Edition, Suzuki GSX R Dual ABS এবং Suzuki GSX R 150।
Suzuki GSX R 150 যখন বাংলাদেশের বাজারে আসে তখন থেকেই অনেক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে কম বাজেটে স্পোর্টস লুকস, ইঞ্জিন পারফরমেন্স ইত্যাদি বাইকটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে। অনেকেই মনে করেন যে, বাংলাদেশের বাজারে সবচেয়ে দ্রুতগতির বাইক হচ্ছে এই Suzuki GSX R 150 সিরিজ। বর্তমানে এই বাইকের অনেক ভ্যারিয়েন্ট বাজারে এসেছে।
Suzuki GSX R 150 বাইকের বাংলাদেশের দাম ৩,৫০,০০০ টাকা।
Suzuki GSX R Special Edition বাইকের বাংলাদেশের দাম ৩,৯৫,০০০ টাকা।
Suzuki GSX R Dual ABS বাইকের বাংলাদেশের দাম ৩,৭৯,৯৫০ টাকা।
Honda:
বাংলাদেশের বাজারে জনপ্রিয়তার দিক থেকে হোন্ডা কোন অংশেই কম নয়। সেই বহুকাল ধরে আমাদের দেশের বাজারে হোন্ডা তাদের সুন্দর সুন্দর বাইক বাজারজাত করছে। বর্তমানের তারা প্রিমিয়াম সেগমেন্টে কিছু বাইক বাংলাদেশের বাইক প্রেমিদের জন্য নিয়ে এসেছে যেগুলো অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বাইকগুলো হল Honda CBR150R Repsol, Honda CBR 150R ABS Motogp, Honda CBR 150R ABS Motogp Edition, Honda CBR 150R এবং Honda CBR 150R Matte Black
Honda CBR150R সিরিজটি বাংলাদেশের অনেক বাইকার আছে যাদের ড্রিম বাইক হিসেবে খ্যাত। এই সিরিজের মধ্যে অন্যরকম একটি ভাব আছে যা গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করে সক্ষম হয়। আমাদের দেশের বাজারে প্রিমিয়াম বাইক বলতে অনেকেই Honda CBR150R কে বেশি প্রাধান্য দেন।
Honda CBR 150R ABS Motogp Edition (2021) বাইকের বাংলাদেশের দাম ৫,৩৮,০০০ টাকা।
KTM:
কেটিএম ব্রান্ডের মুল ট্যাগ লাইন হচ্ছে “রেডি টু রেস”। অর্থাৎ এর দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারি যে তাদের বাইকগুলো ইঞ্জিন পারফরমেন্স ও অন্যান্য দিক থেকে অনেক শক্তিশালী। পৃথিবীর জুড়ে এই ব্রান্ডের অনেক জনপ্রিয়তা আছে ঠিক তেমনি বাংলাদেশের বাজারেও তাদের রয়েছে অনেক বেশি জনপ্রিয়তা। বর্তমানের তাদের ৩টি মডেল বাজারে রয়েছে।
KTM Duke এর রয়েছে নেকেড স্পোর্টস ডিজাইন সেই সাথে আছে শক্তিশালী ইঞ্জিন ও রাইডারের প্রয়োজনীয় সমস্ত ফিচারস। অন্যদিকে KTM RC বাইকটাও অনেক জনপ্রিয় কারন এর রয়েছে ফুল ফেয়ারিং স্পোর্টস ডিজাইন, আকর্ষণীয় গ্রাফিক্স ও কালার কম্বিনেশন ।
KTM 125 Duke বাইকের বাংলাদেশের দাম ৩,৫০,০০০ টাকা।
KTM 125 Duke Special বাইকের বাংলাদেশের দাম ৪,৮০,০০০ টাকা।
KTM RC 125 বাইকের বাংলাদেশের দাম ৪,৭০,০০০ টাকা।
GPX:
মাত্র এক দশক আগে থাইল্যান্ডে জিপিএক্স তাদের যাত্রা শুরু করেছিলো। বাংলাদেশের বাজারেও তারা সম্প্রতি সময়ে একটি বাইক নিয়ে আসে যার নাম GPX Demon GR165R। কম দামের মধ্যে সুন্দর একটি বাইক নিয়ে এসেছে গ্রাহকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করে এই জিপিএক্স। বর্তমানে তাদের এই বাইকটি বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে । স্টাইলিশ স্পোর্টস লুকস, শক্তিশালী ইঞ্জিন, ব্রেকিং সিস্টেম ইত্যাদি সব মিলিয়ে গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করতে সক্ষম হয়।
GPX Demon GR165R বাইকের বাংলাদেশের দাম ৩,২৪,৯০০ টাকা।
এছাড়াও আপনারা ৩ লক্ষ টাকার উপরে আরও যে বাইকগুলো পেতে পারেন।
Yamaha NMax বাইকের বাংলাদেশের দাম ৪,২৫,০০০ টাকা।
Suzuki Bandit Dual Channel ABS বাইকের বাংলাদেশের দাম ৩,৪৯,৯৫০ টাকা।
Lifan KPV 150 বাইকের বাংলাদেশের দাম ৩,০০,০০০ টাকা।
Aprilia Terra 150 বাইকের বাংলাদেশের দাম ৩,২৫,৫০০ টাকা।
Aprilia GPR 150 বাইকের বাংলাদেশের দাম ৩,৯০,০০০ টাকা।
Taro GP 1 Special Edition বাইকের বাংলাদেশের দাম ৩,১৬,০০০ টাকা।
Taro GP 1 V3 বাইকের বাংলাদেশের দাম ৩,৫৬,০০০ টাকা।
Kawasaki KLX 150 BF বাইকের বাংলাদেশের দাম ৩,৫০,০০০ টাকা।
Kawasaki KLX 150L বাইকের বাংলাদেশের দাম ৩,১০,০০০ টাকা।
Kawasaki Z125 Pro বাইকের বাংলাদেশের দাম ৩,৪০,০০০ টাকা।
Kawasaki Z125 বাইকের বাংলাদেশের দাম ৩,৪৯,০০০ টাকা।
Kawasaki D Tracker বাইকের বাংলাদেশের দাম ৩,৬৫,০০০ টাকা।
Kawasaki Ninja 125 বাইকের বাংলাদেশের দাম ৪,১৯,০০০ টাকা।
বাংলাদেশের বর্তমান বাজার অনুযায়ী আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করলাম ৩ লক্ষ টাকার উপরে বিদ্যমান বাইকসমুহ নিয়ে। আমাদের দেশের সিসি লিমিট অনুযায়ী বর্তমানে যে প্রিমিয়াম বাইকগুলো আছে সেগুলো প্রায় ৬ লক্ষ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। যদি অদূর ভবিষ্যতে সিসি লিমিট বৃদ্ধি করা হয় তাহলে হয়তো ১০ লক্ষ টাকার বাইরেও বাইক দাম যেতে পারে। সবাই সাবধানে রাইড করবেন। ধন্যবাদ।
Gear up with Lifan (a meet-up program for Lifan bike users and Lifan bike lovers) was organized by Motorcycle Valley in Rajsha...
English BanglaYamaha has organized a special virtual event to bring all the memories together of all of you who are associated with Yamaha. ...
English BanglaLifan motorcycle brand in Bangladesh has long been providing sports, commuter and premium quality scooters at affordable pri...
English BanglaSince last year the cc limit of bikes was 375, we have seen several brands bringing their higher cc bikes to Bangladesh, but w...
English BanglaBajaj motorcycle brand is a motorcycle brand widely known among the bike lovers of Bangladesh. Mainly because of its excellent...
English Bangla