মোটরসাইকেল একটি শখের জিনিস। যারা বাইক পছন্দ করে, তাদের প্রত্যাকের জীবনে এক বার হলেও নিজের মোটরসাইকেল কেনার ইচ্ছা জাগ্রত হয়। কিন্তু এই শখ পূরণ করতে গেলে বাজেটের কাছে আমরা অনেকেই হেরে যায়। মধ্যবিত্ত মানুষের কাছে যেন এটি একটি স্বপ্নই থেকে যায়। আজ আমরা আপনাদের কাছে উপস্থাপন করব এমন কিছু ব্র্যান্ডের বাইক যেগুলো থাকবে আপনার বাজেটের মধ্যে এবং আধুনিক সব ফিচারস সমূহ সমৃদ্ধ। বাংলাদেশের বাজারে এই বাইকগুলো আপনারা পাবেন ৫৯,০০০ টাকা থেকে ৯৯,৫০০ টাকার মধ্যেই। বাংলাদেশের মার্কেটে এই দামের মধ্যে TVS, SUZUKI, Runner, H Power ব্র্যান্ডের বাইকগুলো পাওয়া যায়। নিচে বাইকগুলোর দাম সহ বিস্তারিত আলোচনা করা হলো।
TVS : টিভিএস মোটরস বাংলাদেশের বাইক মার্কেটে অতি পরিচিত একটি নাম। কম বাজেটে ভালো পারফরম্যান্স এর কারনে এখন পর্যন্ত এই বাইক ব্রান্ডটি নিজের আধিপত্য ধরে রেখেছে বাইক মার্কেটে। ইন্ডিয়ান এই ব্রান্ডটির ১০০সিসি থেকে ১৬০সিসি পর্যন্ত বাইক এভেইলেবল আছে বাংলাদেশে। যেগুলো বাংলাদেশেই এসেম্বলড হয়। আজ আমরা কথা বলব TVS এর সবচেয়ে কমদামের কিছু বাইক নিয়ে যেগুলো হতে পারে আপনার বাজেটের মধ্যে সেরা বাইক।
TVS XL সিরিজের বাইকগুলোর সাথে আপনারা কম বেশি সকলেই পরিচিত। বাংলাদেশে সর্বপ্রথম মোপ্ড বাইক নিয়ে আসে TVS ব্রান্ড। আর এই প্রথম মোপ্ড বাইক হলো TVS XL। সাধারনত মোপ্ড বাইকগুলো রাইড করার সুবিধা হলো,
১. এই বাইক দেখতে বাইসাইকেল এর মত ফলে চালানো সহজ।
২. এই বাইকের দাম কম।
৩. মাইলেজ অনেক ভালো।
৪. গিয়ার পরিবর্তনের কোন ঝামেলা নেই তাই যে কেও সহজেই রাইড করতে পরে এই বাইকগুলো।
আমাদের দেশে এই বাইকগুলো বেশি ব্যবহার করতে দেখা যায় বয়স্ক মানুষ, ডেলিভারী ম্যান এমনকি মহিলাদেরকেও। ৮৫,০০০ টাকার মধ্যেই বর্তমানে বাংলাদেশে TVS XL সিরিজের বাইকগুলো পাওয়া যায়।
TVS XL 100 মূল্য ৭৭,০০০ টাকা
TVS XL 100 ES মূল্য ৭৮,৯০০ টাকা
TVS XL 100 Comfort মূল্য ৮৪,৯৮০ টাকা
TVS Metro KLS মূল্য ৯৩,০০০ টাকা
Suzuki : সুজুকি বাংলাদেশের সবচেয়ে পুরোনো এবং বিশ্বস্ত একটি ব্রান্ড। প্রতিটি বাইকারের স্বপ্ন থাকে এই ব্রান্ডের বাইকের প্রতি। এই ব্রান্ডের প্রতিটি বাইক সবার পছন্দের। আজ যেহেতু আমরা কম দামের বাইক নিয়ে আলোচনা করছি, সেহেতু সুজুকির এমন একটি বাইকের সাথে পরিচয় করিয়ে দিব যেটি কম দামে সেরা বাইক হতে পারে আপনার জন্য। কথা বলছি Suzuki Hayate নিয়ে। Suzuki Hayate জনপ্রিয়তার কারন হলো:
১. আকর্ষনীয় মাইলেজ।
২. স্মার্ট লুক।
৩. বাইকেটির ইঞ্জিন কোয়ালিটিও বেশ ভালো।
বর্তমানে বাজারে সুজুকির এই মডেলের বাইকটির মূল্য ৯৪,৯৫০ টাকা। ১১০সিসি সেগমেন্টে সুজুকির এই বাইকটি আপনার সেরা পছন্দ হতে পারে সব দিক বিবেচনা করে।
Runner : রানার বাংলাদেশের একমাত্র দেশীয় বাইক ব্রান্ড। শুধু দেশেই নয় বাইরের বেশ কিছু দেশে এই বাইক রপ্তানি করে ইতমধ্যে সকলের নজরে এসেছে রানার। যাদের বাজেট কম থাকে তাদের প্রথম পছন্দ রানার বাইকগুলো। Runner Cheeta বাইকটি বেশ কয়েক বছর ধরে মার্কেট ধরে রেখেছে। বর্তমানে কম দামে বেশ জনপ্রিয় এই বাইকটি। এছাড়াও কম দামের মধ্যে আরো কিছু সেরা বাইক আছে যেগুলো তাদের পারফরম্যান্স এর জন্য মার্কেটে টিকে আছে। চলুন দেখে নেয়া যাক কম বাজেটে রানারের সেরা বাইকগুলো।
Runner Bike RT মূল্য ৫৯,০০০ টাকা
Runner Cheeta মূল্য ৮০,০০০ টাকা
Runner Deluxe V2 মূল্য ৮১,৫০০ টাকা
Runner AD80S Alloy মূল্য ৮৪,০০০ টাকা
Runner F100 6A মূল্য ৮৫,০০০ টাকা
Runner Deluxe মূল্য ৮৫,০০০ টাকা
H Power : রানার এর মত এইচ পাওয়ার ও একটি দেশীয় ব্রান্ড। মূলত এরা চাইনা থেকে ম্যানুফ্যাকচারড কৃত পার্টস এসেম্বলড করে এইচ পাওয়ার নামে বাজারজাত করে। এদের বেশ কিছু জনপ্রিয় মডেল হচ্ছে loncin GP, CF Moto । দেশের বাজারে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে তাদের H Power Zaara 100 বাইকটি রিজনেবল প্রাইস, এবং মাইলেজের জন্য বেশ জনপ্রিয়। গ্রামীণ মোটরস এইচ পাওয়ারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার এছাড়ার সারা দেশে এদের সার্ভিস এভেইলেবল আছে। নিচে এইচ পাওয়ারের কম বাজেটের সেরা বাইকগুলো দেয়া হলো।
H Power Star 80 মূল্য ৬৮,০০০ টাকা
H Power Premio মূল্য ৭০,০০০ টাকা
H Power Zaara DD80 মূল্য ৭২,০০০ টাকা
H Power Star 100 মূল্য ৮৫,০০০ টাকা
H Power Zaara 100 মূল্য ৯০,০০০ টাকা
H Power Zaara 110 V2 মূল্য ৯৯,৫০০ টাকা