Yamaha Banner
Search

ইয়ামাহার সেরা বাইকসমুহ

2022-10-08

ইয়ামাহার সেরা বাইকসমুহ

best-bikes-of-yamaha-1665229715.webp সাধারন অর্থে সেরা বাইক বলতে আমরা বুঝি যা দেখতে অসাধারন এবং ব্যতিক্রমী ডিজাইন দিয়ে তৈরি, দারুন ইঞ্জিনের শব্দ এবং খুব সহজেই উচ্চ গতি উঠাতে সক্ষম। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা বাইকের সংজ্ঞা দিতে গেলে সবার আগে যে বিষয়টা নিয়ে বলতে হবে মাইলেজের বিষয়টা এরপরে আসবে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা তারপরে আসবে আরাম, ডিজাইন/স্টাইল, লম্বা পথে পারফরমেন্স এবং আনুষাংগিক কিছু বিষয়। বাংলাদেশে মোটরসাইকেলের চাহিদার প্রেক্ষাপট বিবেচনা করলে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন বাইক হলো কমিউটার বাইকসমুহ যা মুলত ১০০সিসি বা তার কম থেকে শুরু করে ১২৫সিসি পর্যন্ত বিবেচ্য কারন হলো এই সেগমেন্টের বাইকসমুহে মাইলেজ অনেক ভাল।
yamaha-saluto-1665229784.webp

উক্ত সেগমেন্টে ইয়ামাহার রয়েছে একটি মাত্র মডেল যা ১২৫সিসির Yamaha Saluto, এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশের অন্যতম সেরা একটি জনপ্রিয় মোটরসাইকেলব্র্যান্ডহলোইয়ামাহা যাদের সর্বনিম্ন বাইকের সেগমেন্ট হলো ১২৫সিসি আর এই একটি বাইক দিয়ে ইয়ামাহা বাংলাদেশের সকল কমিউটার বাইককে চ্যালেঞ্জ দেওয়ার মত ক্ষমতা রাখে বিশেষত মাইলেজ, ইঞ্জিন পারফরমেন্স, আরাম এবং দুরের পথে চলার ক্ষমতার দিক দিয়ে। Yamaha Saluto এর বর্তমানে দুইটি ভার্শন বাজারে চলমান সবচেয়ে জনপ্রিয়টি হলো Yamaha Saluto SE এবং সবচেয়ে আকর্ষনীয়টি হলো Yamaha Saluto Armada Blue. ইয়ামাহা স্যালুটোর দুইটা মডেলের দামই হলো ১,৪০,০০০ টাকা। বাইকারদের সামগ্রীক চাহিদা বিবেচনায় ইয়ামাহার সেরা বাইকের বিবেচনা করতে গেলে অবশ্যই Yamaha Saluto প্রথম স্থানে আসবে কারন হিসেবে আমরা উল্লেখ করবো স্যালুটো ব্যবহারকারীদের কাছ থেকে সংগ্রহ করা আমাদের সকল তথ্য এবং উপাত্ত যেখানে রয়েছে ২৬ব্যবহারকারীরঅভিজ্ঞতা যাদের মাইলেজের পরিমাপ গড় করলে দাঁড়ায় ৬৫ কিলোমিটার প্রতি লিটার যা বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্রান্ডের ১০০সিসি বাইক থেকেও পাওয়া যায় না। ১২৫সিসি বাইক থেকে গ্রাহক পর্যায়ে ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ সত্যিই অবাক করার মত। মাইলেজের সাথে দাম এবং অন্যান্য ফিচারস বিবেচনায় ইয়ামাহা স্যালুটো ইয়ামাহার সেরা বাইক বিবেচনায় সবার ওপরে।
yamaha-fazer-v2-1665230303.webp


যেহেতু আমরা আগেই উল্লেখ করা দিয়েছি যে ইয়ামাহার একটিমাত্র কমিউটার বাইক যা ১২৫সিসি বাংলাদেশের বর্তমান তাই স্বাভাবিকভাবেই আমরা ধারনা করতেই পারি যে এই বাইকটি বাদে অন্য যে সকল বাইক ইয়ামাহার পন্য তালিকায় সেগুলা সবই হলো ১৫০সিসি বা তার উপরে।


 


ঘঠনা ঠিক তাই ই, স্যালুটোর পরে ইয়ামাহার বাইক শুরু হয়েছে ১৫০সিসি থেকে আর ১৫০সিসি সেগমেন্টে ইয়ামাহার পিউর বা সাধারনে সেন্সে আমাদের কাছে যে সকল বাইক কমিউটার বলে বিবেচিত সেরকম কমিউটার বাইক নেই বললেই চলে। তবে বাংলাদেশের মোটরসাইকেল বাজারে ১৫০সিসি সেগমেন্টে সেরা বাইকটি ইয়ামাহার বললে খুব বেশি বাড়িয়ে বলা হবে না। Yamaha Fazeer বাইকে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত মেজরভাবে তেমন কোন পরিবর্তন না থাকলেও এই বাইকটি ২০২২ সালে এসেও কমিউটার সেমি স্পোর্টস অর্থাৎ সাধারনের ওপর বেশ আকর্ষনীয় বাইক প্রেমীদের পছন্দের শীর্ষে অবস্থান করা ইয়ামাহার তুমুল জনপ্রিয় একটি মডেল। ১৫০সিসি সেগমেন্টে এই বাইকটিকে সেরা বলার পেছনে অন্যতম একটি কারন হলো এই বাইকের মাইলেজ যা প্রায় সকলের চোখ কপালে উঠে যাওয়ার মত অবস্থা হয়ে যায়। Yamaha Fazer নিয়ে আমাদের সাথে কথা হয়েছে ইয়ামাহাফেযারের৫০জনেরওঅধিকব্যবহারকারীর সাথে যাদের প্রত্যকের পাওয়া মাইলেজ গড় হিসেব করলে দেখা যায় ইয়ামাহা ফেজার ১৫০সিসি বাইক হিসেবে মাইলেজ দিচ্ছে ৪৮ কিলোমিটার প্রতি লিটার যা বাংলাদেশের গ্রাহক পর্যায়ে এমন একটা হেভি বাইকে সর্বোচ্চ। মাইলেজ ছাড়াও এই বাইকের কন্ট্রোল, কমফোর্ট আর দীর্ঘ পথে এই বাইকের নিশ্চিন্তে চলার ক্ষমতা এককথায় বলতে গেলে অতুলনীয়।বাংলাদেশের বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে Yamaha Fazer Fi V2 যার দাম ২,৯৯,০০০ টাকা।
yamaha-fz-s-v2-1665230441.webp


Yamaha FZS V2 হলো ইয়ামাহার অন্যতম সেরা একটি মোটরসাইকেল যা জনপ্রিয়তা এবং পারফরমেন্সের দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের বাজারে যে কোন বাইকের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। Yamaha FZS V2 এর সবচেয়ে আকর্ষনীয় দিক হলো এর দৃষ্টিনন্দন আকর্ষনীয় ডিজাইন যা ছেলে থেকে শুরু করে ছেলেদের বাবারা এমনকি দাদারাও পছন্দ না করে পারেন না। এই মডেলের স্ট্রাকচার বা আকার প্রথম মডেলের সাথে মিল রেখেই করা হয়েছে যার অন্যতম কারন হলো বাংলাদেশে এই জনপ্রিয়তার অন্যতম কারন হলো এর ডিজাইন যেখানে পরিবর্তন বলতে শুধুমাত্র গ্রাফিক্যাল এবং কালার কম্বিনেশনে কিছু পরিবর্তন আনা হয়েছে। দেখতে সাদামাটা এই বাইকের পারফরমেন্স নিয়ে খুশি না এমন কাউকে আমরা এখনও খুজে পায়নি। Yamaha FZS V2 এর ইঞ্জিন পারফরমেন্স, আরাম, এবং দুরের পথে নিশ্চিন্তে চলার ক্ষমতা আর এইসব কিছু সাথে দামের অসাধারন সমন্বয় এই বাইকটাকে জনপ্রিয়তার অন্য এক লেভেলে নিয়ে গেছে। থ্রটল রেসপন্স এবং ক্লাচ প্লেট নিয়ে কিছু বাইকারের নগন্য অভিযোগ থাকলেও তা মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়া সহজভাবেই সম্ভব বলে জানিয়েছেন অধিকাংশ FZS V2 ব্যবহারকারী। Yamaha FZS V2 এর প্রায় ৩০জনব্যবহারকারী আমাদের সাথে তাদের বাইক ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে আমরা দেখতে পায় যে তারা সবাই গড়ে এই বাইক থেকে মাইলেজ পাচ্ছেন ৪৫ কিলোমিটার প্রতি লিটার যা ১৫০সিসি একটা বাইকে অসাধারন একটা ব্যাপার। Yamaha FZS V2 এর বর্তমান দাম ২,৩০,০০০ টাকা।
yamaha-fz-s-v3-1665230859.webp


ইয়ামাহার সেরা বাইক নিয়ে কথা বলতে গেলে এবারে বলতে হবে Yamaha FZS V3 এর কথা। FZS V2 এর দীর্ঘ সাফল্যের পর এতে কিছু আধুনিকায়ন এবং আরও আকর্ষনীয় লুক দেওয়ার জন্যে ভার্শন ৩ আনা হয় এবং মজার ব্যাপার হলো এই বাইকটাও খুব অল্প সময়ের মধ্যে তরুন বাইকারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। Yamaha FZS V3 বাইকটার সাধারনের ওপর এগ্রেসিভ লুক বাইক প্রেমী তো বটেই যে কোন বয়সের সাধারন মানুষদের দারুনভাবে আকর্ষন করে। Yamaha FZS V3 ব্যবহার নিয়ে আমাদের সাথে কথা হয়েছে প্রায় ৩৫জনেরসাথে তাদের সকলের পাওয়া মাইলেজ রেঞ্জ গড় করলে আমরা দেখতে পায় যে এই বাইকটার মাইলেজ ৪২ কিলোমিটার প্রতি লিটার যা এমন সাইজের এবং ওজনের বাইক থেকে পাওয়াটা সত্যিই অবাক করার মত। কালার ভ্যারিয়েশন এবং মাসল্ড লুক এই FZS V3 এর সবচেয়ে বড় আকর্ষন এবং সেমি স্পোর্টস বাইকের মধ্যে বাংলাদেশের সেরা বাইক হিসেবে এই বাইকটাকে অভিহিত করলে বাড়িয়ে বলা হবে না। অধিকাংশ ব্যবহারকারী এই বাইকের কয়েকটি বিষয়ে আরও উন্নতি করা যেত বলে মনে করেন তার মধ্যে অন্যতম হলো থ্রটোল রেস্পন্স, ইঞ্জিনে লিকুইড অথবা অয়েল কুল প্রযুক্তি প্রয়োগ ইত্যাদি। Yamaha FZS V3 এর বর্তমান দাম ২,৫৯,৫০০ টাকা।
yamaha-mt-15-1665231007.webp


ইয়ামাহার পরবর্তী বাইক নিয়ে লিখতে গেলে বর্তমান সময়ের তরুন এবং সিনিয়র বাইকারদের অন্যতম ক্রেজ Yamaha MT15 এর নাম অবশ্যই উল্লেখ করতে হবে কারন প্রিমিয়াম সেগমেন্টে এত সুন্দর ডিজাইন এবং ফিনিসিং ন্যাকেড স্পোর্টস বা সেমি স্পোর্টস বাইক বাংলাদেশের আরেকটি নেই বললে বাড়িয়ে বলা হবে না। লক্ষ বাইকারের স্বপ্নের বাইক হলো Yamaha MT15, যদিও বেশিরভাগ বাইক প্রেমী বাজেট সংক্রান্ত কারনে এই বাইকটি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন বেশিরভাগ সময়ই। ঘুরিয়ে বলতে গেলে Yamaha MT15 হলো একটি সৌখিন বাইক আর বেশিরভাগ ক্ষেত্রে সৌখিন বাইকাররাই এই বাইকটিকে তাদের পছন্দ তালিকার শীর্ষে রাখেন। কোম্পানীর দাবি অনুযায়ী Yamaha MT 15 প্রতি লিটারে ৪৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম পক্ষান্তরে আমাদের সাথে কথা হউয়া Yamaha MT15 ব্যবহারকারীরাজানিয়েছেন তাদের প্রাপ্ত মাইলেজ যার গড় করলে আমরা দেখতে পায় যে Yamaha MT15 প্রকৃতপক্ষে মাইলেজ দিচ্ছে ৪০ কিলোমিটার প্রতি লিটার। বলা বাহুল্য যে ইয়ামাহার অসাধারন এই বাইকটি হলো ১৫৫ সিসির আর এই সেগমেন্টের একটি বাইক থেকে ৪০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া দারুন একটি ব্যাপার। Yamaha MT 15 এর বর্তমান দাম ৪,৩০,০০০ টাকা।
yamaha-r15-v3-1665231165.webp


সরাসরি স্পোর্টস বাইক নিয়ে বলতে গেলে ইয়ামাহার স্পোর্টস বাইকগুলাই হলো বাংলাদেশের সেরামানের স্পোর্টস বাইক আর এইকথা বলতে এখন সর্বজন গৃহীত। আরেকদিক দিয়ে বলতে গেলে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়াম স্পোর্টস বাইক প্রস্তুতকারক একমাত্র কোম্পানী হলো ইয়ামাহা। সাধারন প্রয়োজনে ব্যবহার হউয়া বাইক আর স্পোর্টস বাইক কখনই এক জিনিস হতে পারে না একইসাথে স্পোর্টস বাইক প্রেমী বাইকারদের কমিউনিটিই আলাদা তাই আমরা টিম মোটরসাইকেলভ্যালী স্ট্যান্ডার্ড বা সেমি স্পোর্টস বাইকের থেকে স্পোর্টস বাইকগুলাকে আলাদাভাবে উল্লেখ করেছি।


ইয়ামাহার পন্যতালিকায় সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস বাইকটির নাম হলো Yamaha R15 Series যেখানে ভার্শন ৩ (V3) আর ভার্শন ৪ (V4) মিলিয়ে ৫টি ব্যাপক জনপ্রিয় মডেল বর্তমান বাজারে চলমান। Yamaha R15 Series এর সর্বনিম্ন দাম Yamaha R15 V3 Dark Knight এবং Yamaha R15 V3 Racing Blue এই দুইটি বাইকই এখন অফারের আওতায় রয়েছে, এই বাইক দুটি বর্তমানে বিক্রি ৪,৭৫,০০০ টাকায় আলাদাভাবে। অফারের বাইরে দুইটা বাইকেই অতিরিক্ত ১০,০০০ টাকা যোগ হবে। ভার্শন ৩ (V3) এর মধ্যে আরেকটি মডেল আছে তা হলো Yamaha R15 V3 Dual Channel ABS যার মুল্য ৪,৮৫,০০০ টাকা। প্রতিটি মডেলের ক্রেতা পর্যায়ে রয়েছে আলাদা আলাদা আকর্ষন আর প্রতিটা মডেলই এতটা আকর্ষনীয় কালার কম্বিনেশনে তৈরি করা হয়েছে যে স্পোর্টস বাইক প্রেমী ছাড়াও সাধারন মানুষও এই বাইকের আউটলুকের প্রশংসা না করে পারেন না। প্রায় সম ডিজাইনের ইয়ামাহার আরেকটি অত্যাধুনিক মডেল হলো Yamaha R15M আর এই বাইকটাও আছে স্পোর্টস বাইক প্রেমীদের ক্রেজিনেস এর শীর্ষে। একটি স্পোর্টস বাইকের সকল অত্যাধুনিক ফিচার সম্বলিত Yamaha R15M এর বর্তমান দাম ৫,৭০,০০০ টাকা যা বাংলাদেশের বাজারে সর্বোচ্চ দামের একটি মোটরসাইকেল।
yamaha-xsr-1665231241.webp


উল্লেখিত তালিকার বাইরে ইয়ামাহার ব্যতিক্রমী চরম মাত্রায় আকর্ষনীয় আরও দুইটি বাইক আছে যে মডেলের সেগমেন্ট বাংলাদেশের বাজারে ইয়ামাহাসহ আরেকটি ব্র্যান্ড আমদানী করে। ইয়ামাহার এই বাইক দুটিকে বলে Scrambler Motorcycle. ইয়ামাহার এই মডেল দুটি বাংলাদেশের উন্মোচন করা খুব বেশিদিন না হলেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে যার অন্যতম কারন হলো এই বাইক দুটির ব্যতিক্রমী ডিজাইন আর এই ব্যতিক্রমী ডিজাইনের কারনে সৌখিন বাইকারদের পছন্দের তালিকায় এই বাইকটাকে সবার ওপরে ইদানিং দেখা যাচ্ছে। ইয়ামাহার এই অসাধারন বাইক দুটি হলো Yamaha FZ X এবং Yamaha XSR. Yamaha FZ X এর বর্তমানে বিক্রি হচ্ছে ৩,৬০,০০০ টাকায় আর ছাড়ের আওতায় থাকা Yamaha XSR বিক্রি হচ্ছে ৫,২০,০০০ টাকায়। ছাড় ব্যতীত Yamaha XSR এর রেগুলার দাম ৫,৪৫,০০০ টাকা। মুলত মুল্য আর এই বাইক দুটির ডিজাইন ফিচার বিবেচনায় এই বাইকগুলিকে সৌখিন বাইকারদের বাইক হিসেবে উল্লেখ করতে হচ্ছে।
yamaha-ray-zr-street-rally-1665231512.webp


সবশেষে স্কুটার সেগমেন্টে ইয়ামাহার একটিমাত্র বাইক যার দুইটি ভার্শন বর্তমান বাজারে চলমান তার একটি হলো Yamaha Ray ZR Street Rally এবং অন্যটি হলো Yamaha Ray ZR Street Rally Fi. এই বাইক দুটি স্কুটারের বাজারে অন্যতম সেরা দুটি বাইক যা শুধুমাত্র দাম বিবেচনায় সেরা না বরং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে মাইলেজ রেঞ্জ এবং অত্যাধুনিক সকল প্রযুক্তির সমন্বয় ইয়ামাহার এই স্কুটারটিকে অনন্য একও উচ্চতায় নিয়ে গেছে।


 


আপনি যে কোন সময় যেকোন বাইক কেনার কথা চিন্তা করলে সবার আগে ইয়ামাহার পন্য তালিকাটা একবার দেখে নিতে আর চাহিদা প্রয়োজন এবং বাজেটের সাথে মিলিয়ে নিয়ে ফেলতে পারেন Yamaha দারুন মানসম্পন্ন বাইক যা আপনাকে স্বাচ্ছন্দে এবং আভিজাত্য নিয়ে চলার স্বাধীনতা দিবে।





Bike News

3 best commuter bikes of Honda
2025-03-12

Honda is a globally renowned automobile and motorcycle brand that is recognized for its innovation, reliability, and performan...

English Bangla
Bajaj Bike Price in Bangladesh March 2025
2025-03-11

Bajaj is a well-known motorcycle brand among all levels of bike lovers in Bangladesh, whose reputation and quality are nothing...

English Bangla
Yamaha Bike Price in Bangladesh March 2025
2025-03-09

Yamaha is one of the best and most well-known motorcycle brands in the premium bike market in Bangladesh. The reason behind Ya...

English Bangla
3 Best sports bikes of Hero
2025-03-08

Hero is one of the world’s largest two-wheeler manufacturers, known for producing reasonable, fuel-efficient, and reliable m...

English Bangla
Current Prices of Yamaha Bike Genuine Parts
2025-03-05

Yamaha is a well-renowned motorcycle brand in the Bangladeshi market, providing high-quality bikes to its customers along with...

English Bangla

Related Motorcycles


No bike found
Filter